
ক্যান্সার,এইডস্ এর মতন ঘাতক ব্যাধি ঐসব জানোয়ারদের শিরায় শিরায় পৌছে যাক যারা আমার দেশের নদীতে বাধ দিয়ে গলা টিপে হত্যা করে তিতাসকে,
কোথায় সেই পরিবেশবাদী আমলারা যারা টিভি ক্যামেরা নিয়ে বুড়িগঙ্গার তলা থেকে ময়লা তুলতে যায় কিন্তু ভুলে যায় নিজেদের ভিতরকার কুত্সিততম ময়লার কথা,
আজ কেবলি মনে হচ্ছে ময়লা শুধু বুড়িগঙ্গার তলায় থাকে না,ময়লা থাকে ভন্ড রাজনীতিক আর পরিবেশবাদীর শিরায়-উপশিরায়.......সর্বাঙ্গে।
তিতাস পারের মানুষদের কান্না জরানো কথা টিভিতে শুনছিলাম আর দেখছিলাম কিভাবে একটা নদীতে বাধ দিয়ে মেরে ফেলা হচ্ছে নদীকে আর মানুষকে।
(কয়েকমাস আগে কোন এক ভাইয়ের পোষ্টে বলেছিলাম বর্তমান সরকারের বাকী অর্ধেক সময়ে দেশের ৪০% ভার্চুয়ালী ভারতের কাছে বিক্রি হয়ে যাবে .......সেটা এমন নগ্ন ভাবে প্রকাশ পেতে থাকবে তখন বুঝি নাই)
কান্টি টুটুল
২৮শে ডিসেম্বর, ২০১১