
হরলিক্স তো রেগুলার খাবার,কেন আপনি দেন না ?........সন্তানের মায়ের প্রশ্ন।
দেশের বিভিন্ন টিভি চ্যানেল হরলিক্স এর এই বিজ্ঞাপনটি দিনে একাধিকবার প্রচার করছে।
ষোল কোটি মানুষের এইদেশে শিল্প কারখানায় প্রস্তুতকৃত একটি বানিজ্যিক পণ্য কিভাবে কোন যুক্তিতে রেগুলার খাবারের তালিকায় স্হান পায় সেটি পণ্যটির বাজারজাতকারী ও বিজ্ঞাপনটির নির্মাতা প্রতিষ্ঠান এর কাছে জানতে চাই।
যেই দেশে দশ বছর বয়সের সোনাবরু স্কুল থেকে বাড়ি ফিরে হাঁড়িতে ভাত না পেয়ে ক্ষোভে আর ক্ষুধার জ্বলায় আত্মহত্যা করে সেই দেশে প্রচার করা হয়.....হরলিক্স একটি রেগুলার খাবার-সত্যিই বড় বিচিত্র এই দেশ।
হরলিক্স এর বাজারজাতকারী প্রতিষ্ঠানকে বলতে চাই .......
বিজ্ঞাপনটির প্রদর্শন বাতিল করা হোক।
কান্টি টুটুল
২৩ নভেম্বর ২০১১
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০১