দেশের রাজনীতি ও রাজনীতিকদের উপর আমার আস্থা আর নাই।
ব্যাক্তিগত পাঁচ টাকার স্বার্থহানি হোক তা তারা কখোনই বরদাশত করবে না। কিন্তু দেশের স্বার্থ জলান্জলী যাক তাতে তাদের কোন গো নেই। কারণ দেশটা যেন "বাপকা কামাই"।
আবুলকে বাচানোর জন্য রাজনীতিকরা কিনা করল? সুরন্জিতের বাশিঁ না কি সুরে বাজালো? বিডিয়ার বিদ্রোহের বিচারের কি ই না ঘটল?
সব কিছুই আমার ঘোরতর রাজনীতি মনে হয়। আওয়ামীলীগ বলছিল ক্ষমতায় আসার একমাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার করবে।ভোটও পেেয়ছিল পরিকল্পনা মোতাবেক। কিন্তু যা ঘটার তাই। তারাতো বিচার নয় রীতিমত মূলা ঝুলিয়েছে।
ওরা ক্ষমতায় ওরাই আবার (এর আগে) যুদ্ধাপরাধী বিচারের জন্য মিছিল ও বিক্ষোভ করে। ফাজলামী!!
এখন রাজনৈতিক সুবিধার FORECAST হিসাবে উল্টাপাল্টা রায় দিয়ে লোক দেখানোর খাতিরে রায়ের বিরোধীতা করছে।
আমি ছাত্রলীগের ব্যানার শাহাবাগে দেখে থেমে গেছি্।আমার কাছে সবকিছুকেই রাজনীতির উতকট গন্ধ পাচ্ছি।
১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১ ০