একবার কিছু ব্যাঙ মিলে প্রতিযোগীতার আয়োজন করলো।
প্রতিযোগীতা টি হলঃ অনেক উচু একটি পাহাড়ের মাথায় উঠতে হবে।
প্রতিযোগীতার দিন যত ব্যাঙ ছিল সব হাজির হয়ে গেল।
ব্যাঙগুলো খুব উত্তেজিতভাবে লাফালাফি করতে লাগলো। সবাই ধরেই নিয়েছে পাহাড়ের মাথায় কোনো ব্যাঙ পৌছাতে পারবেনা। কারন এত উচু পাহাড়ে কোনো ব্যাঙ এর পক্ষে ওঠা সম্ভব না।
প্রতিযোগীতা শুরু হয়ে গেল। সেইসাথে ব্যাঙদের পক্ষ থেকে নানা রকম মন্তব্য ও শুরু হল। "পাহাড়ের মাথায় পৌছানো অসম্ভব" "ওঁরা কখনোই মাথায় উঠতে পারবেনা" "ওদের সফল হবার কোনো সম্ভাবনাই নেই" ইত্যাদি টাইপ মন্তব্য বেশ জোরেসোরেই ভেকীয় ভাষায় উচ্চারিত হতে লাগলো।
যত সময় যায়, ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকে। পথ যত উচু হয়, প্রতিযোগীর সংখ্যা তত কমতে থাকে। কেউ অন্য ব্যাঙদের "এই তুই আর উঠতে পারবিনা, অসুস্থ্য হয়ে যাবি" "ওপরে ওঠা অসম্ভব" টাইপ কথা শুনে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়, কেউ অসম্ভবকে অসম্ভব মেনে হতাশায় ফিরে আসে নিচের দিকে।
কিন্তু একটি ব্যাঙ কারো কোনো কথাতে কান না দিয়ে উপরের দিকে কেবল উঠতেই থাকে। অনেক কষ্টের পর ব্যাঙ টি পাহাড়ের মাথায় যখন পৌছালো, সে নিচের দিকে তাকিয়ে দেখলো আর কোনো প্রতিযোগী অবশিষ্ট নেই। সে একাই উঠেছে পাহাড়ের উপরে!
সমস্ত ব্যাঙ অবাক হয়ে গেলো। তার সফলতার রহস্য জানতে সবাই ঘিরে ধরলো বিজয়ী ব্যাঙ টিকে। অবশেষে জানা গেল ব্যাঙ টি বধির, অর্থাৎ কানে শুনেনা!
...আমাদের জীবনেও এমন অনেক পরিস্থিতি আসে। আমরা নতুন কিছু শুরু করতে গেলে, সে ব্যবসা হোক, চাকরী হোক, বিদেশ যাওয়া হোক, সৃষ্টিশীল উদ্যোগ বা মানুষের জন্য কল্যাণকর যেকোনো কাজই হোক... সমালোচনা করার এবং নেগেটিভ কথা বলার লোকের অভাব কখনোই হয়না।
"এটা করলে লস হবে, ওটা করলে ক্ষতি হবে, তোর দ্বারা এ কাজ হবেনা, ঐ কাজটি করা অসম্ভব"... ইত্যাদি ধরণের মন্তব্য আমাদের কে না চাইলেও শুনতে হয়। তাই সফল হবার অনেক জরুরী একটা মূলমন্ত্র হলঃ
বধির হয়ে যাওয়া।
আপনি যেটা করার জন্য মনস্থির করেছেন, সেটা এনিহাউ করুন। কারো কোনো নেগেটিভ কথাতে কান দিবেন না। কারন মানুষের কথার মধ্যে অদৃশ্য একটি শক্তি আছে সেটা নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক। মানুষের নেগেটিভ কথাতে কান দিলে আপনার কাজের উপর সেটার প্রভাব পড়তে বাধ্য।
সেজন্য চেষ্টা করুন সব সময় পজিটিভ থাকতে, এবং কেউ যখন বলবে-"তুই এটা পারবিনা" বা "এটা করা অসম্ভব"... স্রেফ কালা হয়ে যান! এক সময় আপনার সফলতা দেখে ওরাই বোবা হয়ে যাবে। :p
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯