ইহা ষ্ট্রবেরি(অবশ্যই হাতেরটা

কিন্তু এগুলা পাইনবেরিস
যা দেখতে অনেকটা ষ্ট্রবেরি মত কিন্তু স্বাদ আনারশের মতো।
২।
উভযচর বাস, স্কটল্যান্ড।এই বাসটি জলে ও স্থলে সমান ভাবে চলতে সক্ষম!!!
এটার বিষয় আমার মাথার উপর দিয়া গেছে।
৩।
যমজ বেবি। বাপের মাথায় মাল আছে।
মায়ে ও কম যায়না ভাগা ভাগি কইরা দিছে।
৪।
রহিম ভাই আর তার কি্উটি বোন।
মেসির সাথের টা কিন্তু বোন না, মা।
৫।
সুন্দর না? হেতের বাপের নাম শুনলে তো মিস ওয়াল্ড কইবেন। মিঃ বিলগেটস।(লাইনে আহেন ফাষ্ট বুক

আর এইডা স্টিভ জব্স এর নাতি(মিছাকতা

৬।
এইডার নাম বলে মায়ামি বিচ!!!!!!!!!
তাইলে আমাগো কক্সবাজারকে ময়াময়ী বিচ বলা উচিৎ।
৭।
চট্টগ্রামের রোড টা বিদেশি মনে হয় না?
এইডাও বাংলাদেশ "হাতিরঝিল" ।
৮।
এলা কন কোনটা(রে) নিবেন।
পেপসি না সেভেন আপ জিগাইছি

খুব খেয়াল, পেপসি মনে কইরা বেগুন নিয়েন না কইলাম

৯।
পৃথিবীর সবচাইতে বড় তরমুজ।
জাপানিরা কেমনে জানি এই রকম চেপটা তরমুজ উৎপাদন করে। মনে হয় সাজাইয়া রাখার সুবিধার্থে টয়টা কম্পানির উদ্ভাবন।
১০।
থামস আপ ড্যাডি। কিপ ইট আপ।
অহন কিপস ইউ ডাউন।
১১।
সব্জি দিয়া মানুষ!!
মানুষ দিয়া বাঘ !!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২