প্রিয় কর্তৃপক্ষ,
সামহোয়্যার ইন ব্লগ আমাদের অতি প্রিয় একটি কমিউনিটি। বাংলা ব্লগিংয়ে নতুন দিগন্ত উন্মোচনকারী এই ব্লগটির প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। নতুন দিগন্ত উন্মোচনকারী শব্দটার মধ্য দিয়ে, এই ব্লগটির গ্রহনযোগ্যতাকে তুলে ধরা যাবেনা। আসলে ব্লগিং জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে বাঙালি জাতিকে যেটি, এটা সেই ব্লগ।
শুরু থেকে এ পর্যন্ত ব্লগটির চলাফেরায় নানান উত্থান-পতন হয়েছে। উত্থান বলতে বুঝিয়েছি, ব্লগের ফ্যাসিলিটিজ। সামুর ডেভলপারদের নিরলস প্রচেষ্টায় এটা দিন দিন যোগ্য থেকে যোগ্যতর হতে চলেছে।
সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নতুন ব্লগারদের সংখ্যা। কিন্তু সেই সাথে এও লক্ষ্যনীয় যে, দিন দিন সামুর মেধাবী ব্লগাররা ব্লগ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন।
পতন বলতে সেই দিকটাকেই ইনডিকেট করেছি। যারা অভিমান করে চলে যাচ্ছেন, তাদের সম্পর্কে কিছু বলার নেই। কর্তৃপক্ষেরও তাদের জন্য কিছু করার নেই। কিন্তু তুচ্ছ কারনে যাদের ব্লগ বাতিল করা হয়েছে, তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা।
আমরা হতাশ হয়ে লক্ষ্য করছি, বর্তমান ব্লগ খুব বেশি মানহীন লেখায় ভূগছে। মানসম্পন্ন লেখা এবং আলোচনা-সমালোচনায় ভরা আগের সেই পরিবেশে এখন অনুপস্থিত। নতুন আসা ব্লগাররাও একবাক্যে সেটা স্বীকার করেন।
সামুর অলংকার তার ব্লগাররাই। আমরা বিশ্বাস করি সামুর মডারেশন প্যানেল গনতান্ত্রিক পন্থা অবলম্বন করে চলে। তাই কারো ব্লগ বন্ধ করে দিয়ে তার টুঁটি চেপে ধরার মতো গর্হিত কাজ না করলেই আমরা খুশি হই।
কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, এই গর্হিত কাজটিই কর্তৃপক্ষ কয়েকজন ব্লগারের সাথে করেছেন। এখানে কারো নাম উল্লেখ করছিনা, কারন তারা ভালো করেই জানেন, আমরা কাদের কথা বলছি।
এই ব্লগবাড়িতে পা রাখার সাথে সাথে মনে করি, বাড়িটির একজন সদস্য হয়ে গেলাম। তাই কোনো সদস্যদের অনুপস্থিতি আমাদের দুঃখ দেয় বৈকি। আমাদের এটুকু অন্তত জানার অধিকার আছে যে, কি কারনে কোনো সদস্যকে সরিয়ে দেওয়া হলো।
অনেকেই অনেকভাবে আপনাদের বুঝিয়েছেন, কিন্তু কর্ণপাত করেননি। তাই আমরা সবাই একজোট হয়ে আপনাদের কাছে এই দাবি তুললাম। যদি গনতান্ত্রিক পন্থায় মডারেশন করে থাকেন, আশা করি সমুচিত পদক্ষেপ নিবেন। কারণ, ১৫২ জনের এই দাবি কিন্তু পুরো ব্লগেরই দাবি।
আমাদের দাবিসমূহঃ-
১. যারা এই ব্লগের প্রান ছিলো, সেই সব ব্লগারদের আনব্যান করুন।
২. যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, আমাদের ইতিহাস নিয়ে তামাশা করে, সেইসব ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
৩. মডারেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনুন।
৪. প্রথম পাতায় একটি সোর্স রাখুন। যেখানে দেখা যাবে, ব্যানকৃতদের নাম। কি কারনে ব্যান হলেন এইসব ডিটেইলস।
পরিশেষে বলবো, আমরা এই ব্লগটিকে ভালোবাসি। তাই এ ব্লগের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি বলেই এ দাবিগুলো আপনাদের কাছে জানিয়ে গেলাম। আশা করি যথোপযুক্ত ব্যবস্থা নিবেন।
নিবেদক
সামহ্যোয়ার ইন ব্লগের আপামর ব্লগারগন
স্বাক্ষরখাতা
বিঃ দ্রঃ- কর্তৃপক্ষের জন্য নয়- প্রচুর ব্লগার স্বাক্ষর দিয়ে এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। কিন্তু কযেকজন ব্লগার সক্রিয়ভাবে আমাকে সহযোগীতা করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি- কাঠের খাঁচা, রাজসোহান, পাহাড়ের কান্না, স্বপ্নকথক, জীবনানন্দ দাশের ছায়া
৫ জনই ব্লগিংয়ে নতুন। কিন্তু ব্লগিংয়ের শিকড়ে হাত দেয়ার মতো নিষ্ঠা এদের আছে বলেই এরা এতো জনপ্রিয়। শুভ কামনা রইলো তোমাদের জন্য।
এছাড়াও আমার দাবির সাথে সঙ্গতি রেখে পোস্ট দিয়েছেন লালসালু, সায়েম মুন। ধন্যবাদ তাদের। আর ম্যাঙ্গো পিপল প্রথম থেকেই মেইল এর মাধ্যমে হেল্প করে আসছেন। তাকেও কৃতজ্ঞতা।
সিস্টেম ইন্জিনিয়ার কাউন্ট করছেন ফিডব্যাকপ্রদানকারীদের সংখ্যা। ধন্যবাদ তাকেও।
প্রচুর খাটুনি গেছে। যদি ব্লগারদের সহায়তায় আন্দোলন সফল হয়, নিজেকে ধন্য মনে করবো।
কাঠের খাঁচার পরামর্শ অনুযায়ী ফিডব্যাকের লিংক দিয়ে দিলাম। এখানে গিয়ে বাগ রিপোর্ট ''আদারস'' চুজ করুন। তারপর নিচে এই লেখাটি পেস্ট করে দিন।
আমাদের দাবিসমূহঃ-
১. যারা এই ব্লগের প্রান ছিলো, সেই সব ব্লগারদের আনব্যান করুন।
২. যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, আমাদের ইতিহাস নিয়ে তামাশা করে, সেইসব ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
৩. মডারেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনুন।
৪. প্রথম পাতায় একটি সোর্স রাখুন। যেখানে দেখা যাবে, ব্যানকৃতদের নাম। কি কারনে ব্যান হলেন এইসব ডিটেইলস।
যারা ফিডব্যাকে মেইল দিচ্ছেন, দয়া করে আর একটু কষ্ট স্বীকার করে সিস্টেম ইন্জিনিয়ার এর এই পোস্টে গিয়ে জানিয়ে আসুন। তিনি মেইলপ্রদানকারীদের নামগুলো কালেক্ট করছেন। নেক্সট স্টেপ এর জন্য কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।
আপডেট- প্রচুর সাড়া পাচ্ছি। গতকাল পর্যন্ত ১২১ জনই ছিলো। আজ সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৫২ জনে। সবাইকে অনুরোধ করবো ফিডব্যাকে মেইল দিন এবং সিস্টেম ইন্জিনিয়ার এর পোস্টে গিয়ে আপনার নামটা দিয়ে আসুন। আবারো ধন্যবাদ সবাইকে।