আপনাদের জানিয়েছিলাম , আমরা কিছু তরুন বুয়েট ঢাবি জাবি ইত্যাদি ইউনি থেকে সংঘটিত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বেসিস এ একটা পিসি গেইম ডেভেলপ করার জন্য এই বছর এর প্রথম থেকে কাজ করছি ।
যেহেতু আমরা চাচ্ছি , আন্তর্জাতিক মানের একটি গেইম , সে জন্য আমাদের অভিজ্ঞতা কম থাকা এবং আর্থিক ও জনশক্তি গত সমস্যার জন্য বেশ দেরী হয়ে গিয়েছে । এখন খুব দ্রুত গতিতে বেটা ভার্সন রিলিজ দেয়ার কাজ চলছে ।
আমাদের ওয়েব সাইট নির্মাণ এর কাজো প্রায় শেষ ।
আমাদের ওয়েব সাইট এর এড্রেসঃ
ওয়েবঃ http://liberation71.com/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/Liberation71.BD
অফিসিয়াল ট্রেইলরঃ http://www.youtube.com/watch?v=106YY9yEZZQ
পোস্টারঃ
ফোরাম , ডাওনলোড , টিউটোরিয়াল ইত্যাদি সকল তথ্য আর আপডেট থাকবে এই সাইট এ । যারা আগ্রহী তারা মাঝে মাঝে ভিজিট করে সাইট টা থেকে আপডেট নিতে পারবেন । ডিজাইন প্রায় শেষ এখন কন্টেন্ট আপ্লোড চলছে ।
আশা করি কয়েক সপ্তাহের মধ্যেই সাইট টিতে আপডেট দিতে পারবো ।
----------------------------------------------------------------------
জরুরীঃ আমদের কিছু মডেল ডিজাইনার (৩ডি স্টুডিও /মায়া ) ও গেইম ডেভেলপার ( সি# এ দক্ষ হতে হবে ।) পেলে খুব উপকার হত ।
৩ডি মডেল ডিজাইন যদি কেউ পারনে এবং আমাদের সাথে হাত মিলিয়ে এই গেইম টির পিছে অবদান রাখেন তাহলে খুব ভালো হয় । কেউ আগ্রহী হলে এই পোস্ট এ কমেন্ট অথবা info@liberation71.com এ মেইল করতে পারেন ।
--------------------------------------------------------------------
এই পোস্ট টি মূলত দায়বদ্ধতা থেকে দিলাম । এর আগের পোস্ট এর পর আপডেট দেয়াটা সমীচিন বলে মনে করলাম ।