আমরা এক দল তরুন তরুনী , কিছু দিন আগে ৭১ টিম নামে একটা টিম গঠন করি । এই টীম টির মূল উদ্দ্যেশ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ৭১ সালের লিবারেশন নিয়ে যুদ্ধ ভিত্তিক গেইম ডেভেলপ করা । যা সম্ভবত বাংলাদেশ এ প্রথম হতে যাচ্ছে । নিচের ট্রেইলার টি দেখুন , আর আমাদের উতসাহ আর পরামর্শ দিয়ে অনুপ্রেরনা দিন ।

গেইম ট্রেইলার টিঃ
এতে এনেমি থাকবে পাকিস্তান সেনা বাহিনী এবং রাজাকার ।
আপাতত মিশন থাকবে ১৫ টি । মূল ক্যারেক্টার একটা হলেও , সম্ভবত ৭ জন বীর শ্রেষ্টের ক্যারেক্টার থাকতে যাচ্ছে ।
সবাই দোয়া করবেন যাতে তরুন দের এই চেষ্টা সফল হয় । গ্রাফিক্স ডিজাইনার , ডেভেলপার , সাউন্ড ইঞ্জিনিয়ার রা হার্ড এন্ড সোল চেষ্টা করছেন ।
আমাদের ওয়েবসাইট ( আন্ডার কনস্ট্রাকশনঃ http://www.liberation71.tk/ )
আর আমি জানি ব্লগের অনেকেই অনেক ভালো স্কিল আছে । আপনারা কেঊ যদি কাজ করতে আগ্রহী হন , তাহলে মন্তব্য করে জানান । আপনাদের ওয়লকাম জানাবো ।

ধন্যবাদ সবাইকে ।