নাই
মায়ের কাছে প্রসব-বৃত্তান্ত শুনিতে চাহিলাম
মা কহিলেন, কহন যাবে না_
আমার চেনা-চেতন লুপ্ত হইল
পুরা জন্ম প্রক্রিয়া বোঝার জন্য সহচরী সন্ধানে কাল কেটে যায়
চরাচরে ।।
মিছিল কোন ফ্যাশান প্যারাড নয়
চুল খুলে, খোঁপা খুলেই লড়াই হবে
ইতিহাসের স্যার আশুতোষ বাবু
বললাম, স্যার মিছিল কী
তিনি বললেন কমল কুমার পড়ো
মিছিল হয়ে উঠলাম, চোয়াল শক্ত হলো
মৃগী রুগী ইতিহাস
জুতা শুকাও, হুশ হুকুমত কায়েম করার
দিন চলে যায়।।
আমি রমণীগর্ভসম্ভূত
সেদিন খালাসীটোলায় গেলাম
তারপর দেখলাম, লোকে চেতনচরণামৃত পানে বিভোর
আমি অপরে আসক্ত হয়ে আপন চিনি
তারপর অস্নাতা নারী আমায় ঋতুমতী করে
দেহে খেলে নাচের সঞ্চারী
অনৈসর্গিক ছন্দে আমি জিহ্বায় রাখি জীবগান
আজ আমার নিজের জন্য মায়া হয়
আমি যাই বীজ নিতে ঋতুমতী নিসর্গ নিটোলে
প্রাণ টলমল করে রুহের মঞ্জিলে।।
গোলাপি জোস্নার জন্য আমি কাঁদছি
আমি বায়না ধরেছি পরিত্যক্ত রঙ এনে দাও
প্রকৃতি তো রঙ দেয় না, রাঙায়
তোমাদের স্নায়ুরজ্জুতে আমারই চেতনা শেষ রাতে ফাঁস দেয় ।।