সারাবিশ্বের প্রযুক্তির নানা সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা, আমাদের দেশের প্রযুক্তির খাতের বিষয়গুলো তুলে ধরা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রযুক্তি দুনিয়ায় নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া এমন বিষয় এখন সম্ভভ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। সাধারণ মানুষের জীবনমানের ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তথ্যপ্রযুক্তি। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের তথ্যপ্রযুক্তি নির্ভর অর্থনৈতিক কর্মকান্ড ও অগ্রগতি বিষয়ক নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় গত ৬ থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ (http://www.digitalworld.org.bd) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। প্রথমবারের মত অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিলো সমৃদ্ধির জন্য জ্ঞান।
আন্তর্জাতিক এ আয়োজনে ছিলো পৃথিবীর বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তিগত সেবা ও কর্মকান্ড শীর্ষক নানা কর্মকান্ডের নানা বিষয় নিয়ে আয়োজন। ছিলো তথ্যপ্রযুক্তির নানা বিষয়ের উপর সেমিনার, কর্মশালা, ক্যাম্প, উদ্যোক্তাদের নিয়ে আয়োজন, বিভিন্ন ই-সেবার নানা বিষয় তুলে ধরা সহ নানা অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন (বিআইসিসি) কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজক ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সহ আয়োজক ছিলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।
তিন দিন ব্যাপী প্রদর্শনীতে ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর শতাধিক সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নানা প্রকল্প প্রদর্শন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রকল্প, রোবট ও দেশীয় গেমস প্রদর্শিত হয় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর এক্সপেরিয়েন্স জোনে। এক্সপেরিয়েন্স জোনে ছিলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ইন্টারনেট সেন্টার ও হাইটেক এক্সপেরিয়েন্স সেন্টার। সেখান থেকে দর্শনার্থীরা হাইস্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন।
আয়োজনের ধারাবাহিকতা
তথ্যপ্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে গত বছর ডিসেম্বরের ৩-৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ই-এশিয়া শীর্ষক এশিয়ার অন্যতম বৃহৎ আইসিটি আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ব্যাক্তিদের উপস্থিতি ছাড়াও ছিলো তরুনদের অংশগ্রহণ। তরুনদের সঙ্গে কথা বলতে এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলেন বিভিন্ন দেশের বরেন্য তথ্যপ্রযুক্তিবিদ, বিশেষজ্ঞরা। ২০১১ এর ই-এশিয়া পর এবার ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ আয়োজন। ফ্রিল্যান্স আউটসোর্সিং, তথ্যপ্রযুক্তির বিশ্ব বাজার, ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার নানা বিষয় ছিলো এবারও। ছিলো তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা সম্প্রসারণ, মানসম্মত শিক্ষার বিস্তার নিয়ে সেমিনার ও আলোচনা।
ক্লাউড ক্যাম্প: এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্লাউড ক্যাম্প (http://www.cloudcamp.org)। বিশ্বের বিভিন্ন দেশে তরুণ এবং তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের ক্লাউড কম্পিউটিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিশ্বের বিভিন্ন দেশে ও শহরে নিয়মিত এই ক্লাউড ক্যাম্পের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউড ক্যাম্পের সহযোগিতায় ক্যাম্পে ক্লাউড কম্পিউটিংয়ের নানা রকম তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করেন অনলাইন প্রতিষ্ঠান গ্যাজলের প্রতিষ্ঠাতা আদিত্য ওয়াতালসহ অনেকে।
উদ্যোক্তা সম্মেলন: আইসিটি ভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ডিজিটাল ওয়ার্ল্ডে ছিলো উদ্যোক্তা সম্মেলন। ডিজিটাল এন্টারপ্রিনিয়র কনফারেন্স শীর্ষক এ সম্মেলনে ছিলো সফল উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, নেটওযার্কিং সহ নানা আয়োজন। উদ্যোক্তা সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্টের ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশনের পরিচালক টম স্ট্রোডথবেক, স্পার্কলাইন অ্যানালাইটিক্সের প্রতিষ্ঠাতা ভিনোজ ভিজেয়কুমার, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগসহ অনেক উদ্যোক্তা।
ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্মেলন: ২০১১ সালের ই-এশিয়াতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক সম্মেলন। এতে দেশের তরুন ফ্রিল্যান্সাররা অংশ নেন। এরই ধারাবাহিকতায় এবার ডিজিটাল ওয়ার্ল্ডে ছিলো ফ্রিল্যান্সিং সম্মেলন। দেশের ফ্রিল্যান্সারদের উৎসাহ ও সহযোগিতা প্রদানের জন্য এ আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডট কমের ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল) ডেভিড হ্যারিসন, ইল্যান্স ডট কমের ভাইস প্রেসিডেন্ট জেটিল ওলসেন ও পরিচালক (বিপনণ) অ্যালেক্স ইয়োনম, ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট (মার্কেট প্লেস অপারেশন) ম্যাট কুপার, ৯৯ডিজাইনস ডট কমের জেনারেল ম্যানেজার জেসন সু হোয়সহ অনেকে। সঙ্গে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশ অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশর সার্ভিসেস (বেসিস) নির্বাচিত বর্ষসেরা ফ্রিল্যান্সারগণ।
রোবট প্রদর্শণ: সম্মেলনের পাশাপাশি চলছে রোবট প্রদর্শনী। রোবো এক্সপোজিশন জোন নামের এ আয়োজনে ১১টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি প্রকল্প অংশ নেয়। দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে নাসা-লুনাবোটিক্স মাইনিং প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরী চন্দ্রবোট, এমআইএসটি’র লুনামিস্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের তৈরী উড়ন্ত কোয়াড্রো-ফ্যালকন, বুয়েটের রাফি এবং ই-বট, রুয়েটের কাঁকড়া ও স্পাই অব রুয়েট, কুয়েটের রিমোট হেলথ কন্ট্রোল ও অবস্ট্যাকল স্কিপার, আইইউটির আইসোমেট্রিক, চুয়েটের ভয়েস কমান্ড রোবট ও বাই-প্যাডেল রোবট। প্রতিটি রোবট দেখতেই দর্শকের ভিড় রয়েছে।
আরো যা ছিলো: সেমিনার ও কর্মশালা ছাড়াও ছিলো বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন। শিশুদের অংশগ্রহনে ছিলো চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসা রোধে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক আন্তর্জাতিক প্রচারণা টেইক ব্যাক দ্যা টেকের আনুষ্ঠানিক যাত্রা।
মূল লেখাঃ নুরুন্নবী হাছিব