কিছুদিন আগেই জানানো হয়েছিল যে, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর কাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় একটি প্রোগ্রামের আয়োজন করেছেন যেখানে আমরা ক'জন ব্লগার উপস্থিত থাকবো এবং যুক্তরাষ্ট্র নির্বাচনের ফলাফল লাইভব্লগ করবো। এটি মূলত সিএনএন-এ সরাসরি সম্প্রচারিত হবে। আমাদের জন্য মিডিয়া রুম থাকবে যেখানে আমরা ছাড়াও অ্যাম্বাসির কিছু লোকজন থাকবেন তাদের আইপ্যাড নিয়ে। দেশের কিছু সাংবাদিকদের সঙ্গেও স্কাইপের মাধ্যমে কথা বলা হবে বলে শুনেছি।
এদিকে কলেজে চলছে টেস্ট পরীক্ষা। ভাগ্য ভালো আশেপাশে কোনো পরীক্ষা পড়েনি। নইলে দারুণ এই সুযোগটা মিস করতাম। এর আগেও দু'বার এমন প্রোগ্রামে যোগ দিতে পেরেছি, যার মধ্যে একটা ছিল গুগলের কর্মকর্তাদের সঙ্গে । ভালোই লাগে, কলেজে পড়ার সময়ই এসবের সুযোগ পাওয়া বেশ মেমোরেবল। দেখা যাক, কাল কী হয়।
যে তিনজনকে আমন্ত্রণ পাঠানো হয়েছে তাদের মধ্যে সামুর কেউ আছেন কি না জানি না। সামুতে লাইভ আপডেট দিবো কি না তাও জানি না। অত সকালে সাধারণত বাংলাদেশীরা ঘুমিয়েই থাকেন। দেখা যাক, দিতেও পারি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের মাথা ঘামানোর কথা না। কিন্তু এ বিষয়ে একটি কথাই যথেষ্ট, 'নির্বাচন যুক্তরাষ্ট্রের, কিন্তু প্রভাব সারাবিশ্বের।'
কাল ভোরে জেগে থাকলে এই পেজে চোখ রাখতে পারেন। লাইভ ব্লগ কোথায় করা হবে সেটা এখানেই জানিয়ে দিব।