বিষয়টা খুবই গুরত্বপূর্ন কারো যদি জানা থাকে ফ্লাইং সসার কোথায় পাওয়া যাবে এবং দাম কি রকম হবে তাহলে আমাকে জানালে খুবই উপকৃত হতাম। ভাই আমি একটা যন্ত্রনা থেকে মুক্তি চাই। ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে ইতিমধ্যেই শুরু হয়েগেছে মহাযানজট ঈদ আসতে আসতে এটার আকার যে ভয়াবহ রূপ ধারণ করবে তাতে কোন সন্দেহ নেই। হয়ত এমনও অবস্থা দাড়াবে যে বাস থেকে হেটেই তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। কিন্তু হেটেতো আর এতটা পথ যাওয়া যায়না তাই আমার ফ্লাইং সসারটা খুবই দরকার।
আমি বোধহয় জন্ম থেকেই শুনে আসতেছি (জন্মের আগেও হতে পারে) ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চার লেন হবে এবং আমার নাতিও যে একথা শুনবেনা তার নিশ্চয়তা আমি তাকে দিতে পারিছনা।
কারন আমাদের রাজনৈতিক দলগুলো এরছাইতেও মহাগুরত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত। তারা একটার পর একটা ইসু সৃষ্টি করে আর আমরা সাধারণ (গাধা) মানুষ তাই নিয়ে মেতে থাকি।
ঢাকা থেকে চট্রগ্রাম যেতে যেখানে সর্বোচ্চ ৫ ঘন্টা লাগার কথা সেখানে এখন লাগে ১০ - ১২ ঘন্টা রোজার শেষ সাপ্তাহে সেটা দাড়াবে ১৬ - ১৮ ষন্টা। এই সড়কে বর্তমানে ২৫ - ৩০ হাজার গাড়ী চলাচল করে। আথচ এর আর্ধেক পরিমান গাড়ী চলাচলের উপযুক্ত নয় এই সড়ক। তার উপর রাস্তার যা ভয়াবহ আবস্থা এক্কেবারে কাহিল। আমার মনে হয় এই মহাসড়কটাই আমাদের অর্থনীতি, রাজনীতি ও সমাজের উৎকৃষ্ট প্রতিচ্ছবি।
মহাসড়কের মহাভোগান্তি থেকে বাছতেই ফ্লাইং সসারটা দরকার। কোথায় পাবো জলদি জানান।