সম্প্রতি বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পৃথক দুটি মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মাহমুদুরের বিরুদ্ধে পত্রিকার প্রকাশক হাসমত আলীর তেজগাঁও থানায় দায়ের করা মামলায় রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তেজগাঁও থানায় দায়ের করা মামলার আদেশ দিতে বিব্রত বোধ করে এজলাস ছেড়ে উঠে যান মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার।
প্রথমবারের শুনানিতে মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার আসামিপক্ষের আইনজীবীদের হইচইয়ের কারণে একপর্যায়ে এজলাস ত্যাগ করেন। পরে প্রায় ২০ মিনিট পর মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হকসহ মেহেদী হাসান এজলাসে ওঠেন।
এজলাসে এনামুল হক বলেন, ‘আমি আদালতের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। সংশ্লিষ্ট বিচারকই রিমান্ড আবেদনের ওপর শুনানি করবেন এবং আদেশ দেবেন।’
পরে শুনানি শুরু হলে সরকারপক্ষ ও আসামিপক্ষের মধ্যে দফায় দফায় তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মাহমুদুর রহমান আদালতকে তাঁকে কীভাবে কারাগারে রাখা হয়েছে এবং কীভাবে আদালতে আনা হয়েছে, সে সম্পর্কে জানান। এ সময় বিচারক তাঁকে থামিয়ে দিলে মাহমুদুরের আইনজীবীরা আবার হইচই শুরু করেন। বিচারক শান্ত হওয়ার কথা বললে তাঁরা আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে কোনো এক আইনজীবী বিচারককে লক্ষ্য করে মোবাইল ফোনের কাভার ছুড়ে মারেন।
এতে উভয় পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা সবাইকে শান্ত হতে বলেন। যাঁরা আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানান সরকারপক্ষের আইনজীবীরা। বিকেল সোয়া তিনটার দিকে শুনানি শেষ হয়।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া আদালতের প্রতি পক্ষপাতের অভিযোগ আনায় বিচারক বিব্রত বোধ করে বলেন, ‘যেহেতু সমিতির সভাপতি এ ধরনের বক্তব্য দিয়েছেন, সেহেতু আমি আদেশ দিতে বিব্রত বোধ করছি।’
কোতোয়ালি থানায় মামলাটি করেন ওই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান মিয়া।
এদিকে উত্তরা মডেল থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা আরেকটি মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। কাল মঙ্গলবার এর ওপর শুনানি হবে।
প্রসঙ্গত, গত বুধবার ভোর চারটার দিকে কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে ‘প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্টের’ ৭ ধারা অনুযায়ী পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করা হয়।
গ্রেপ্তারের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।
দৈনিক প্রথম আলো থেকে কপি করা
কি আজব দেশে বাস করি একজন সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেয়া হচ্ছে।
কোন কারণে রিমান্ড?
উনাকে পুলিশ প্রশ্ন করছিল উনিও পাল্টা প্রশ্ন করছিলেন তাইকি সরকারী কাজে বাধা ?
মাতৃভূমি মা বাংলা আমাকে ক্ষমা কর এই বাকসালীরা যতদিন ক্ষমতায় আছে তত দিন আমি দেশে আসবনা।
এত অত্যাচার চোখভুজে সহ্য করা যায়না
পতিবাদ করতে হবে
আপোষহীন সম্পাদক মাহমুদুর রহমান চার দিনের রিমান্ডে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৮টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !
"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন
আমিত্ব বিসর্জন
আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।
"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন