প্রিয় ব্লগার ভাইয়েরা কেমন আছেন
২/৩ যাবত ব্লকে তেমন আসতে পারিনি তাই আজ আপনাদের সকলের সাথে একটা লিখা শেয়ার করলাম। যানি আপনাদের মূল্যবান লেখার ভিরে আমার এই লিখাটার কোন গুরুত্ত ই নাই, তবু দয়া করে যদি আপনার লিখাটা পরেন আপনাদের মন্তব্য জানান অনেক খুশি হব:-
আমার গ্রামে বিশেষ করে আমার গোষ্ঠিতে অনেক লোক দিন মুজুর। যারা দিনে আনে দিনে খাই তাদের অবশিষ্ঠ বলে কিছুই থাকে না। এখন ধান কাটার সময়, ধান চাল এর দাম অনেক কম, দিনমুজুর দের ইনকাম ভাল প্রতিদিন কাজ আছে উনাদের চেখারায় যেন এক তৃপ্তির হাসি।
কিন্তু কিছু দিন যেতে না যেতেই উদের কাজের পথ বন্ধ হয়ে যায় উরা হয়ে পরে বেকার। ডালের চালের চাউলের মূল্য আকাশ ছোয়া হয়ে পরে।উদের দু'চোখে শুদু অন্ধকার দেহতে পায় সেই চির চেনা হাসিটা আর উদের মুখে খুজে পাওয়া যায়না। ২০০৮ এ দেশে এসেছিলাম তখন ধান কাটা শুরু হয়াছে বাজারে নতুন ধান দাম অনেক কম তখন এক লোকের সাথে কথা বলে ধান কিনলাম ৫০০ মণ এবং তা মজুত করে রাখলাম। অনেক লোক তখন অনেক কথা বল্ল আমি বিদেশ থেকে এসে ষ্টক ব্যাবসা করছি আমি কোন কথায় কান দিলাম না। দুজন লোক রাখলাম ধান গুলা পাহাড়া দেবার জন্য। ৫মাস পর ধান এর দাম অনেক বেশি সম্ভত ১০০০ টাকা মণ। আমি ধান কিনেছিলাম ৪০০ টাকা মণ হিসাব মতে মণ প্রতি ৬০০ টাকা লাভ।৫০০ মণ ধান কিনেছিলাম ২লক্ষ থেকে কিছু বেশি এখন বিক্রি করতে পারব ৫ লক্ষ টাকার চেয়ে কিছু বেশি। লাভ আর লাভ এত লাভ অন্য কোন ব্যাবসায় আছে বলে আমার মনে হলনা।
কিন্তু আমি করলাম তার উল্টোটা আমার গোষ্টির মধ্যে যারা গরিব তিন বেলা খাবার যোগার করা অনেক কষ্ট হয়ে যায় তাদের মাঝে ৫৫০টাকা মণ বিক্রি করলাম । মণ পতি আমার লাভ ১৫০টাকা । দুই জন লোক ৫মাস পাহাড়া দিয়াছে তাদের কে দিয়েছি ৩০০০টাকা মাস মোট ৩৬০০০ টাকা আনুসাংগিক খরচ বাদ দিয়ে প্রায় ২০,০০০ টাকা লাভ হয়েছে। কম দামে ধানের কথা শোনে এলাকার ব্যাবসায়ী থেকে শুরু করে অনেকেই এসেছিল ৮০০ টাকা মণ দাম দেবে কিন্তু আমি আমার গোষটির লোকদের ছারা কারোমাঝে ধান বিক্রি করিনি।
এই বছর দেশে আসতে পারছিনা যানিনা উনাদের পাশে এসে কে ধারাবে?
বিনা মূল্যে ধান চাউল দেবার ক্ষমতা আমার নাই। তবু আমার ক্ষতিনা করে উনাদের একটু উপকার করার চেষ্টা করেছি, জানিনা কত টুকু সফল হয়েছি।
এবার আমার চিন্তা যদিও দেশে না যায় আমার একটা সংগঠন আছে যার নাম ডাঃ রকিব ফাউন্ডেশন ১০০০ মণ ধান কেনার চিন্তা করতেছি। কোন এলাকায় ধান, চাউল এর দাম কম একটু জানালে খুশি হব।
ধান + চাউলের দাম জানিয়ে আমাকে একটু উপকার করবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ বিকাল ৪:৩৬