কৃষিবিদ মোঃ মাহবুব হাসান জুয়েল (৩৫), পিতা-মোঃ মোফাক্খারুল ইসলাম (অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক), মাতা গৃহিনী । তিন ভাই এবং দুই বোনের মধ্যে জুয়েল দ্বিতীয়। সে শেরপুর জেলায় জন্মগ্রহন করে । বিবাহিত জীবনে তার একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে । সে হাজী দানেশ Science and Technology University হতে কৃষি শিক্ষায় অনার্স ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি সম্প্রসারনে মাষ্টার্স ডিগ্রী অর্জন করার পর তানজিনিয়ায় ব্রাকের International program এ কর্মরত ছিল । তানজিনিয়া যাওয়ার পূর্বে সে ম্যালেরিয়ার ভেকসিন নিলেও সেখানে সে পর পর ২ বার ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং মারাত্মকভাবে অসুস্হ হয়ে পরে । ডাক্তার বিশ্রাম নিতে উপদেশ দিলেও ব্রাকের কাজের চাপে এক সময় ভয়ানক অসুস্হ হওয়ায় ব্রাকের International program এর দায়িত্বে নিয়োজত অফিসার তাকে স্হানীয় ক্লিনিকে ভর্তি করেন । সেখানে ডায়াগনোসিসের আধুনিক যন্ত্রপাতি না থাকায় ভুল চিকিৎসার কারনে কোমায় চলে যায় । এমতাবস্হায় ১৭ দিন অতিবাহিত হওয়ার পর অবস্হার কোন উন্নতি না হলে তাকে রাজধানী দারুসালামের আগাখান হাসপাতালে ভর্তি করা হয় । এখানে ডাক্তাররা ডায়াগনোসিসের পর তার শরীরে Hypoxic brain injury এবং TB Meningo-encephalitis রোগ সনাক্ত করে । এই দীর্ঘ সময়ে তার বাবা ব্রাকের International program এর দায়িত্বে নিয়োজত অফিসারদের সাথে বারবার যোগাযোগ করলেও তারা জুয়েলের সাথে কথা বলতে দেন না শুধু জবাবে তার ভালো থাকার কথা জানান । শেষে তার বাবা মেজ ছেলেকে তানজিনিয়ায় পাঠিয়ে খবর নিতে গেলে সেখানে সে জুয়েলকে মৃতপ্রায় অবস্হায় দেখতে পেয়ে ব্রাকের সহায়তায় জুয়েলকে ঢাকায় নিয়ে আসে এবং শেষে সেন্ট্রাল হাসপতালে পুনরায় ডায়াগনোসিস করার পর মিরপুর ১৪ তে সিআরপি হাসপাতালে ভর্তি করে । এখানে তাকে প্রতিদিন ৩ বার করে থেরাপি দেওয়ার পাশাপাশি TB Meningo-encephalitis এর চিকিৎসা দিচ্ছেন । ডাক্তারদের মতে তাকে Hypoxic brain injury এর চিকিৎসার জন্য Singapur এ নিলে ভাল হওয়ার সম্ভবনা রয়েছে। এর জন্য অনেক টাকার প্রয়োজন যা তার পরিবারের জন্য বহন করা অসম্ভব হয়ে দারিয়েছে ।
আসুন আমরা সবাই মিলে আমাদের সাহায্যের হাত বারিয়ে দিয়ে একজন তরুন মেধাবী কৃষিবীদকে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং একটি নিস্পাপ শিশুকে তার বাবার আদরে ও হাসিখুসিতে বেড়ে ঊঠতে সহায়তা করি ।
জুয়েলকে সাহায্যে পাঠানোর ঠিকানাঃ
Bank Account Information: Swift Code: ibblbddh
Md. Mofakkharul Islam, MSA-13188
Islami Bank Bangladesh
Sherpur Town Branch, Sherpur
Bangladesh.
বিঃদ্রঃ- এখানে অনেক সাংবাদিক আছেন, দয়া করে পোষ্টটি জাতীয় পত্রিকায় প্রকাশ করে একটি দরিদ্র পরিবারের পাশে এসে দারান ।