আমি সরকারী কর্মকর্তা (কর্মচারী)। ঘটনা সমুহের বেশীর ভাগ নিজস্ব অভিঞ্জতা, কিছু লোকমুখে শোনা।
ঘটনা-১
গত জুন মাসে একটা ট্রেনিং এর টিএ/ডিএ বিল দিছিলাম। তো গত সপ্তাহে অফিসের বড় বাবু (হেড ক্লার্ক) কে বললাম বিলের কি অবস্থা? উনি বললেন "একাউন্টস আফিসের মোতালেব এর কাছে খোজ নেন।"
মোতালেব সাহেব ৩য় শ্রেণীর কর্মচারী, সিবিএর নেতা। তাকে গিয়া বললাম, আমার একটা বিল ছিলো, প্রায় দুই মাস আগে দিছিলাম
মোতালেব- আপনি কে ?
আমি- আমি আমুক অফিসের এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
মোতালেব- ও আচ্ছা, কিন্তু আপনারে কোনদিন ওই অফিসে দেখি নাই
আমি- আমি আগে কখনো আসি নাই তো তাই মনে হয় ছিনতে পারেন নাই
(মনে মনে কহিলাম জনাব মোতালেব সাহেব আমি খুবই লজ্জিত)
মোতালেব- ঠিক আছে আগামি সপ্তাহে আইসেন আর চেক নেওয়ার সময় আমার সাথে দেখা কইরা জাইয়েন
ঘটনা-২
আমার বাসা তেজকুনিপাড়া। আফিস মতিঝিল। আফিস শেষে বাসে ফার্মগেট নামি। তাহার পর হাটিয়া বাসায় আসি। পুর্বে ইন্দিরা রোডের নিকটে আসিয়া রাস্তা পার হইতাম তাহার পর পুলিশ বক্সের নিকত আবার রাস্তা পার হইয়া বাসায় আসিতাম। এখন ইন্দিরা রোডের নিকটে আসিয়া বাম দিকে ৪০০ গজ হাটিয়া রাস্তা পার হই, আবার ডান দিকে ৪০০ গজ হাটি, কিছু দূর গিয়া আবার বাম দিকে ১৫০ গজ হাটিয়া রাস্তা পার হই, আবার ডান দিকে ১৫০ গজ হাটিয়া বাসায় আসি। কারণ জনগণের সেবক পুলিশ (পুরিষ বলিতে পারিলে ভালো লাগে) ভাইয়েরা আমার মতন কিছু ব্যাক্তি কে বাশ প্রদান করিতে ঊক্ত স্থান সমুহে বাশেরর বেড়া দিয়াছেন।
ঘটনা-৩
আমার বন্ধু এক সহকারী প্রকৌশলী আইবিএর এমবিএ তে চান্স পাইয়াছে। সে ঢাকার বাইরে, এক প্রধান প্রকৌশীর দপ্তরে কর্মরত। সে ঢাকায় আসিতে চায়। তাহার বসের প্রস্তাব - তুমি আইবিএর এমবিএ তে পড়িয়া কি করিবা? তুমি এইখানে একখানা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া যাও।
(চলিবে)