এসো আমরা দু'হাত আকাশে তুলে ধরি
কেউ একজন নেমে আসুক আমাদের জন্য,
যে ভোটের অধিকারের কথা শোনাবে না।
এসো আমরা মস্তক মাটিতে অবনত করি
কেউ একজন উত্থিত হোক আমাদের জন্য
যে উন্নয়ন সূচক নিয়ে তুবরি ছুটাবে না।
এসো আমরা পাংশু চোখ বিস্ফোরিত করি
উচ্চ কন্ঠে বলি ভোটের অধিকার চাই না
যতখুশি আমাদের ভোট তোমরা দিয়ে দাও।
এসো আমরা বিষন্ন আত্মাকে নতজানু করি
বিনম্র কন্ঠে বলি- উন্নয়নের জোয়ার চাই না
যত খুশি তোমরা ফুলে ফেপে উন্নত হও।
আমাদের সামান্য প্রার্থনা--
হাভাতের ভাতের থালা কেড়ে নিও না,
মুমুর্ষুর স্বল্প আয়ুতে কাঁচি চালিও না।