ভাষার ব্যাবহারের মারপ্যাচ বড় কঠিন জিনিস....এই ভাষার ব্যাবহারিক প্রয়োগেই কত সোজা জিনিসরে বাকা আর বাকা জিনিসরে সোজা দেখনো হয়। বিশেষ করে সাম্বাদিকরা আর আইনজীবিরা এই কাজে দারূন পারদর্শি।
বিলাতে আর যাই হোক আইনের শাসন (...আইনের শাসন কথাটার মানে অনেক ব্যাপক, লম্বা-চওড়া বিশ্লেষনে আপাতত যাচ্ছি না) ব্যাপারটা আছে। এখানে মাঝে মাঝেই পত্রিকায় হত্যাকান্ডের দায়ে অপরাধীকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেয়ার খবর দেখা যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় অপরাধী 'মার্ডার' এর দায় অশ্বীকার করেছে কিন্তু তার দ্বারা 'ম্যান-স্লটারিং' (!) প্রমানিত হওয়ায় কম্পারেটিভলি লঘু শাস্তি দেয়া হয়েছে। প্রথম প্রথম ব্যাপারটা আমার কাছে খুবই কনফিউজিং মনে হতো.....কিন্তু মামা ধীরে ধীরে সবই বুঝে আসিলো। । । ভাষার ব্যবহার মামা সবই ভাষার ব্যবহার। একই হত্যাকান্ড কিন্তু খুন নয়!!!
অনেকটা আমাদের এক বন্ধুর মতো। এই পোলা একটু কিপ্টা টাইপ দেখে তারে আমরা কিপ্টা বললে সে খুব মাইন্ড খাইতো!!! তার ভাষায় (...ভাষার ব্যাবহার!) সে কোনমতেই কিপ্টা নয়, কিছুটা সঞ্চয়ী এই আর কি!!!! কিপ্টার চাইতে সঞ্চয়ী শুনতে ভাল লাগে....।
সোজাসাপ্টা কথায় কিছু লোক (....কে বা কাহারা সেই নাম নাইবা নিলাম!) আমার দেশের ভান্ডার লুট করেছে আর এটাকে হ্যাকিং নাম দিয়ে বাঙালকে হাই কোর্ট দেখানো হচ্ছে। সরকার বা মিডিয়া পাবলিকরে কেন যে এত বেকুব ভাবে সেইটাই বুঝি না?? আকলওয়ালা মাত্রই বুঝতে পারে অতি উপরওয়ালার (!) প্রচ্ছন্ন সায় আর ভেতরের লোকজনের হাত ছাড়া কোনভাবেই একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক এভাবে লুট (!) করা যায় না।।।।
এনিওয়ে আসুন আমরা ছাম্বাদিক ভাই বেরাদরদের কাছ থেকে হ্যাকিং এর উপ্রে আগামী কয়দিন বিস্তর গিয়ান লাভ করে দো-জাহানের অছেছ নেকী হাসিল করি আর 'হ্যাকিং' কিচ্ছার আডালে 'লুট' হওয়া আমার/আপনার টাকা আর 'লুটেরা'দের নাম নিশানা ভুলে যাই।।।
......বলে আগে বাডো বাঙাল।।।।