শধুমাত্র ২০১৩ সালেই ৭৬ হাজার কোটি টাকা পাচার হয়েছে!
ছোট্ট একটা হিসাব করার চেষ্টা করছিলাম, কিন্তু করতে গিয়ে প্রথমেই যে সমস্যাটা ফেস করেছি তা হলো ৭৬ এর পর ঠিক কতটা শুন্য দিলে ৭৬ হাজার কোটি সংখ্যাটা হয়!!!! সত্যি বলতে বেশ কিছুক্ষন সময় লেগেছে সংখ্যাটা গানিতিকভাবে লিখতে (.....তারপরও পুরোপুরি শিওর না শুদ্ধ হয়েছে কিনা!!!!)।
৭৬০০০০০০০০০০০০.০০
এবার একে ৩৬৫ দিয়ে ভাগ করলে, মানে প্রতিদিন পাচার হয়েছে -
২০৮২১৯১৭৮০.৮২ (দুইশত আট কোটি, একুশ লক্ষ, একান্নব্বই হাজার, সাতশত আশি টাকা বিরাশি পয়সা!)
এবার একে ২৪ দিয়ে ভাগ করলে, মানে প্রতি ঘন্টায় পাচার হয়েছে -
৮৬৭৫৭৯৯০.৮৭ ( আট কোটি, সাতষট্টি লক্ষ, সাতান্ন হাজার, নয়শত নব্বই টাকা সাতাশি পয়শা মাত্র!)
এবার এরে ৬০ দিয়া ভাগ করলে, মানে প্রতি মিনিটে পাচার হয়েছে -
১৪৪৫৯৬৬.৫১ (চৌদ্দ লক্ষ, পয়তাল্লিশ হাজার, নয়শত ছেষট্টি টাকা একান্ন পয়শা !)
এই সংখ্যারে আরো ছোট এবং ম্যানেজেবল সাইজে আনার জন্যে (....আমাদের মতন ছোটখাট আদমি আবার বড় বড় সংখ্যা হ্যান্ডেল করতে সবকিছু গুলাইয়া ফেলার ভয় আছে...!!!) আবারো ৬০ দিয়া ভাগ করলাম। মানে প্রতি সেকেন্ডে পাচার হয়েছে -
২৪,০৯৯.৪৪ মাআআআআআত্র (....নাহ্ এইটা কত তা লেখার দরকার নাই। এই সংখ্যাটা আমি দেইখ্যাই বলতে পারতেছি।......একক, দশক, শতক, হাজার বইল্যা কাউন্ট করার দরকার হচ্ছে না)।
প্রতি সেকেন্ডে মাত্র "চব্বিশ হাজার, নিরান্নব্বই টাকা চুয়াল্লিশ পয়সা (২৪,০৯৯.৪৪) পাচার হৈছে।।।।।
......ইটস্ জাস্ট এনাদার পি-নাট!!!!!!!