বেশ কিছুদিন আগে আম্রিকার সাবেক বৈদেশ মন্ত্রী'র একখান গুরুত্বপূর্ন মন্তব্য নিয়া কিছু কথা কৈছিলাম। বড়দা'দের বৈদেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত সাবেক এই মন্ত্রী কন্ডোলিসা রাইস সেই সুময় মিডলইস্টের এই কাউকাউ অবস্থার পরিপ্রেক্ষিতে যথার্থই বলেছিলেন "উই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ক্রিয়েটিভ কেওস ইন মিডলইস্ট"......হোয়্যাট এ বাণী টু এক্সপ্লেইন বর্তমান মিডলইস্ট!!!
ভদ্দর মহিলারে আমার আইজ একখান বিরাট থ্যাংকু দিবার মুঞ্চাইতাছে......একেতো সাকসেসফুলি এই কেওস সৃষ্টি করতে পারছে তার উপ্রে এখন এই কেওস এর সিকোয়েন্সিয়াল কন্সিকোয়েন্স হিসাবে সৃষ্ট ইউরোপগামী রিফিওজিদের নিয়া কি চমেতকার ভাবেই না হাত গুটিয়ে বসে আছে! আর যাই হোক এই রিফিউজি'র ঢল তো আর আটলান্টিক পাড়ি দিয়ে আম্রিকা মুল্লুক আসতে পারবে না!!!!
অথচ এই বড়দা'র সাথে মিলে এই কেওস তৈরীতে হাত মিলানো মাইজ্যাদা-সাইজ্যাদা'রা (বিলাত সহ ইউরোপের দেশ গুলো) এখন বিপদে আছে রিফিওজি'র এই ঢল নিয়ে।।।।
.....হোয়্যাট এ সাকেসেস অফ গ্রেট কুটনামী (....ওয়েল কুটনীতি তো কাইন্ড অফ কুটনামীই!)।
.....অসহায় মুসলমান এই মানুষগুলো আর আমাদের সো-কলড্ মুসলিম ভ্রাতৃত্ববোধ নিয়ে যত কম বলা যায় ততই ভাল। ....নাইলে বিশ্বের মুসলিম নেতৃত্ব যে বড় 'উদোম' হয়ে যায়!!!!!
ধন্যবাদ ইউরোপের নন-মুসলিম মানবতাকে। মিডলইস্টের বিলাসব্যাসনে ব্যস্ত সো-কলড্ মুসলিম নেতৃত্ব যখন এদেরকে 'গান্ধা আর মিসকিন' হিসেবে দুর দুর করেছে সেখানে ইউরোপ তাদের বুকে টেনে নিয়ে যায়গা দিচ্ছে পরম মমতায়।
জয় হোক মানবতার আর আমরাও শিখি 'ভ্রাতৃত্ববোধের' নতুন সংগা।।।।।।