'কেদারা' বাঙাল শব্দ ভান্ডারের অতি-অব্যবহারীত একখানা শব্দ। জানিনা বর্তমান ইয়ো-ইয়ো জেনারেশান নিখাদ বাঙাল এই শব্দখানার সাথে কতটা পরিচিত? তবে.....এই জিনিসে কাহারো পশ্চাতদেশ একবার থিতু হইলে বিচিত্র সব সমস্যার উদ্ভব হয়......বিশেষ করিয়া 'কেদারা'টি যদি কোন কারনে ক্ষমতার সহিত সংশ্লিষ্ট হইয়া থাকে। সাম্প্রতিক কালে ডাক্তার ও ক্ষমতাবানের অপ্রোয়োজনীয় কেদারায় আসীন হওয়া লইয়া বা 'কেদারা'য় আসীন হইয়া নামাজ পড়া সংক্রান্ত ফতোয়া লইয়া কি তুলকালাম (শব্দ খানার মজেজা এখনো বুঝে উঠতে পারলাম না......'তুল' এর সাথে 'কালাম' আসলো কিভাবে???) কান্ডটাই না দেখলাম!
আবার কোন কারনে বেচারা 'কেদারা'টি যদি রাষ্ট্রীয় ক্ষমতা চর্চার সহিত জড়িত থাকে তাহলে তো কথাই নাই......একদল ব্যস্ত থাকে নানা ফন্দিফিকিরে কিভাবে তাদের পশ্চাতদেশ উহাতে আজীবন গদিনশীল রাখা যায় তার চেষ্টায় আবার আরেক দল ব্যস্ত থাকে কি করিয়া গদিনশীলদের টানিয়া-হিচড়িয়া হৈলেও কেদারা চ্যুত করা যায় তার ধ্যানে!!!! বঙগদেশীয় কালচারে 'বস' এর কেদারায় অন্য কেহ বসা তো রীতিমতো বেয়াদবি হিসেবেই ধর্তব্য।
সে যাহাই হোক, এবার বিলাতের কিছু অবজারভেশান বলি। এখানকার অনেক বড় বড় কাজ-কারবারেই দেখেছি বস বা ম্যানেজারের চেয়ার বলে আলাদা কিছু নাই।......অনেক ক্ষেত্রে চেয়ার থাকলেও কাজের চাপে সারা দিনে চেয়ারে বসার সুযোগই হয়তো হয়ে উঠে না বেচারা ম্যানাজারের। আমার নিজের কর্মক্ষেত্রেও তিন ধরনের চেয়ার রয়েছে.....যার যার পছন্দ অনুসারে এর যে কোন একটা নিয়ে ডেস্ক এ বসলেই হলো। অবশ্য প্রায় প্রত্যেকেরই দেখা যায় একটা প্রিয় চেয়ার রয়েছে। একদিন তো আমার এক কলিগ কাজে এসেই সোজা ম্যানেজারকে বলে দেখি তোমার চেয়ার থেকে উঠতো এ্যালান.....সে তো কিছু বুঝে উঠতে না পেরে চেয়ার ছাড়তে ছাড়তেই জানতে চায় কেন কি হয়েছে? এর মাঝেই সেই কলিগ ম্যানেজারের বসা চেয়ার টা সরিয়ে নিয়ে অন্য একটা চেয়ার দিয়ে বলে, এবার এটাতে বসো.....কারন তুমি যেটাতে বসে ছিলা সেটা আমার ফেভারিট চেয়ার!!!! বেচারা ম্যানেজার হোয়্যাট দ্যা.....বলে একটা গালি (কাজে খুবই কনফাইন্ড স্পেস হওয়ার কারনে প্রায়ই ম্যানেজার আর কলিগদের ভাষা'র ব্যবহার নিয়ে আমি নিজেই বিব্রত হই....) দিয়ে নিজের কাজে মনোযোগ দিল।