আমি বললাম-
এই নিন একটি কবিতা
এবার এটাকে সূর্যে প্রতিবর্তন করে দেখুন
আলো বিচ্ছুরিত হয় কি না
অথবা কানে কানে জিজ্ঞেস করুন
মধুচন্দ্রিমা কি সম্পন্ন হয়েছে ।
আমি বললাম-
তাকে সেটে দিন কম্পিউটারে স্ক্রিনে
কিংবা ঘুরতে দিন কোন ঘড়ির সাথে
দেখুন অস্তিত্ব প্রমাণ করে
কোথাও পৌঁছাতে পারে কি না।
আমি বললাম-
তাকে নিয়ে যান
ইলেকট্রিক পার্টসের দোকানে
বৈদ্যুতিক তারে প্রতিস্থাপন করে দেখুন
কেউ কোথাও তড়িতাহত হয় কি না
আমি বললাম-
ছেড়ে দিন কালের চাকায়
দেখুন কোন আবেদন সৃষ্টি করে ফিরে
নাকি অযথাই
কারো নামের পিঠ প্রদর্শন করে ।
আমার কোন কথাই শুনলো না তারা
কবিতাটাকে দড়ি দিয়ে বেধে
নির্যাতন শুরু করে- চাইলো,
কবিতাটা নিজেই স্বীকারোক্তি দিক
তাদের নির্যাতনে কবিতার মৃত্যু হলো
অমিত সম্ভাবনার কথা জানাতে পারল না
মুর্খরা জানল না
ব্যবচ্ছেদে যায় না পাওয়া কবিতা।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৭