"বিদেশী সংস্কৃতির আগ্রাসন, নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তা থেকে টেলিভিশনের নাটকে শিল্পকে রক্ষা করতে পাঁচ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা।"
নিউজটা প্রথম পাতায় আসতে পারতো কিন্তু বিনোদন পাতায় দেখে মর্মাহত হয়েছি। নাট্য জগতের নিউজ হলেই সেটা বিনোদন হয় না, বর্তমান আন্দোলনের সাথে জাতীয় স্বার্থ জড়িত। এ বিষয়টিকে যথেষ্ট গুরুত্তের সাথে নেওয়া উচিত। স্টার জলসার নাটককে কেন্দ্র করে আত্মহত্যা, বউ পেটানো, পারিবারিক কোলহ ইত্যাদি খবর এসব পত্রিকা গুলতেই আনেক এসেছে। নাট্য শিল্পীদের এ আন্দোলন পেটে লাথি পড়ার কারনে হোক অন্য যে কারনেই হোক না কেন আখেরে দেশের লাভ। দেশের সংস্কৃতিই রক্ষা পাবে।
কিন্তু, হতাশ হয়েছি যখন রাতে টিভি নিউজে শহীদ মিনার চত্তরে প্রতিবাদ সভার চলচিত্র দেখলাম। বিদেশী সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে গানে গানে প্রতিবাদ চলছে। চঞ্চল চৌধুরী গাইছেন ভুপেন হাজারিকার "মেঘ থম থম করে ...." আরো দেখা গেল রবিন্দ্র সংগীত গাইতে।
তো বাংলা হইলেই যদি নিজস্ব সংস্কৃতি হয়, রবিন্দ্রনাথ বা ভুপেনে যদি সমস্যা না থাকে তবে স্টার জলসা নিয়া চুল্কায়ে লাভ নাই। নিউজ বিনোদন পাতাতেই যাক।
বিদেশী সংস্কৃতির আগ্রাসন ঠেকানোর আন্দোলন ....বিনোদন ! ....বিনোদন !!....বিনোদন !!!
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯