আমি আমার আমিকে চিনতে পারি না
মাঝে মাঝে মনে হয় আমি কে,
যেন অপরিচিত কেউ একজন
কখনো শরৎ চন্দ্রের 'শ্রীকান্ত' কখনোবা রবীন্দ্রনাথের 'অমিত' হতে ইচ্ছে করে
নির্মলেন্দু গুন এর 'মানুষ' কবিতার মত বলতে ইচ্ছে করে
আমি হয়তো মনুষ নই, মানুষগুলো অন্যরকম
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষ গুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়
আমি হয়তো মানুষ নই, সারাটাদিন দাঁড়িয়ে থাকি
গাছের মত দাঁড়িয়ে থাকি
সাপে কাটলে টের পাই না, সিনামা দেখে গান গাই না,
অনেক দিন বরফমাখা জল খাই না
কী করে তভও বেচেঁ থাকছি, ছবি আঁকছি,
সকালবেলা, দুপরবেলা অবাক করে
সারাটা দিন বেচেঁই আছি আমার মতে, অবাক লাগে