“আমার যখন যা ইচ্ছা হয়, আমি তাই করি।”
“আমার যখন যা ইচ্ছা হবে, আমি তাই করবো।”
এই চিন্তাধারা হলো শয়তানের ধর্মের চিন্তাধারা।
আল্লাহ কুরআনে বলছেন: (তারা নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে)
শয়তানের ধর্ম হচ্ছে সবকিছুতে স্বাধীনতা চাওয়া।
এবং আল্লাহর ধর্ম হচ্ছে সবকিছুতে আল্লাহর দাসত্ব করা।
আপনার যদি এমন মেন্টালিটি থাকে, তাহলে আপনাকে ভাবতে হবে, আপনি কি সত্যিই মুসলমান ?
কারণ মুসলমান হওয়ার শর্ত হলো— একজন মুসলমান সেই ব্যক্তি, যিনি নিজের সব ইচ্ছা ও চাহিদা আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করেন।
মুসলিম হওয়ার মানে হলো, আল্লাহর হুকুম ও নিষেধের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করা। ইসলাম আমাদের শেখায়, আমাদের সকল কর্মকাণ্ডে আল্লাহর رضا, নির্দেশনা ও বিধানকে অগ্রাধিকার দিতে হবে।
এটি একটি আত্মসমর্পণের ধর্ম, যেখানে আমাদের ইচ্ছাগুলো আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলে যেতে হবে। যখন আমরা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি, তখন আমাদের জীবন সঠিক পথের দিকে পরিচালিত হয়।
আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তাওফিক দান করুন।
আমিন।