শেষ দেখাটা শেষ কবে আজ আর মনে নেই
তবে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের
ছায়া ঘেরা নির্জনতায়, হাতে হাত রেখে
আকাশ ছোয়া স্বপ্ন, ভবিষ্যতের ডানায়......
স্বপ্নের রঙ এতদিনে ফিকে হয়ে আসে
নতুন প্রলেপ পড়েছে বাড়িতে
আজ আর আগের মত নেই পুরোনো ঠিকানা
বদলে গেছে ফলের বাগান, হলেদেটে
বাতাবী লেবুর বন, বয়সী সাইকাস.......
সবকিছু বদলে গেছে বদলায়নি শুধু
অপেক্ষার প্রতিটি প্রহর.....
বিলেত ফেরত বাবু
আমার বিপনী বিতানে, চোখের তারায়
সংকোচ খেলা করে......সাথে বিলেতি-বাঙাল
আমি চলি অন্দরে, চোখের জল তরঙ্গে
বদলে যায় অপেক্ষার প্রতিটি প্রহর............













