কবিতা/ কবিতা /কবিতা/ কবিতা/ কবিতা/ কবিতা/ কবিতা/ কবিতা/
ফেরা
আমি নির্বাসিত হয়েছিলাম
সমাজ সভ্যতা আর নিয়ন আলোর বিপরীতে
নির্বাসিত দ্বীপে নিসঙ্গ থেকেছি বহুকাল
সময়ের মানচিত্রে তৈলচিত্র বটে।
নগরীর বেশ্যা পাড়ায় নাকি
আমার ঘর গেরস্থলি!
আমি নাকি ইথার সঙ্গমে ভাসি
তাই বিনা নোটিশে আমাকে
দেখলাম আপাদমস্তক গৃহবন্দি।
তোমাদের চাপিয়ে দেওয়া সন্ধিতে
স্বাক্ষর করা আমার পোষাবে না।
আমি নির্বাসিত হলাম
জল মানবের দেশে।
নির্বাসিত দ্বীপে অমিয় ঈশ্বর
উন্মুক্ত করে গেল পথ,
সভ্যতার নিয়ন আলোয় অবিরাম
উপেক্ষিত স্বপ্নে শুরু হলো ফেরা।