আমরা খুব দু:খের সাথে দেখছি , ম্যাচিউর ব্যক্তিদের চিন্তা ভাবনার লেবেল নাবালক বা ১৮/২০ বয়সের স্থরে অবস্থান করা নিয়ে । যারা নিজেদের শুধু রাজনৈতিক দলের দোষ চর্চার ভিতরে আবদ্ধ রাখে, রাজনৈতিক সব দলেরই দোষ গ্রস্থ এবং ক্ষমতায় আসলে তাদের একই দোষ পরিলক্ষিত হয় । খুন , চুরি , দু:নীতি , রাহাজানি, মাস্তানি , চাঁদাবাজি, ঘুষ ইত্যাদি কর্ম সব দলের ভিতরে দেখা যায় । আওয়ামী লীগের যে দোষ, সেই দোষ বিএনপি, জামাত, জাতিয় পার্টি, ইউনুস সরকার সহ সবার ভিতরেই আছে , কিন্তু কিছু লোক আছে শুধু আওয়ামী লীগের দোষ চর্চা করে এবং কিছু লোক শুধু বিএনপি জামাতের দোষ চর্চা করে । এই মেন্টাল সেটাপ থেকে তারা বের হতে পারে না বা চেষ্ঠা করে না ।
ইন্ডাস্ট্রি লেবেল একটা শব্দ প্রচলিত সেটা হোল প্রোডাক্সন সিস্টেম লস। এটা এমন জিনিস এটাকে ০% করা সম্ভব নহে । আগে আমরা বাসা বাড়ীতে ১০০ ওয়াটে বাতি জালাতাম এবং এই আলোর জন্য ৭০% বিদ্যুৎ শুধু অপচয় হোত , এটাই সিস্টেম লস । সব যন্ত্র পরিচালনা করতে গেলে সিস্টেম লস হয় । এখন আমরা যদি রাজনৈতিক দলে দোষ গুলোকে যদি উন্নয়নের সিস্টেম লস বলি, তাহোলে বিষয়টা বুঝতে সহজ হয় । কোন ইন্ডাস্ট্রির পারফরমেন্স বিচার করা হয় , ঐ ইন্ডাস্ট্রির সিস্টেম লস এবং প্রডাক্টিভিটির উপরে ।
মনে করুন দুইটা ইন্ডাস্ট্রি একই যন্ত্র ব্যবহার করে, একই জিনিস উৎপন্ন করে এবং দুটোরি সিস্টেম লস ৩০% কিন্তু একটা প্রতিষ্ঠান ঘন্টায় ৬০ টা আইটেম তৈরি করে এবং অন্যটি করে ২০ আইটেম ।
এখন এখানে যে প্রতিষ্ঠান ঘন্টায় ২০টা তৈরি করে তাকে যদি বিএনপি এবং যে প্রতিষ্ঠান ৬০টা তৈরি করে তাকে আওয়ামী লীগ বলি তাহোলে বিষয়টা সহজ হবে । এখানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের সিস্টেম লস বা দোষ( খুন, দু:নীতি, ঘুস ইত্যাদি) ৩০% উন্নয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু শুধু দক্ষতার জন্য একজনের উন্নয়ন মাত্রা ৬০ এবং অপর জনের ২০।
তাহোলে কে ভালো পারফরমার ? আমি জানি না আমাদের মেচিউর ব্যক্তিদের চিন্তা ভাবনার মেচুরিটি কবে আসবে ? শুধু বলি চিন্তা চেতনার সেট আপ পরিবর্তন করুন এবং ১৮/২০ বছর বয়সিদের মেন্টাল সেট আপ থেকে বেড়িয়ে আসুন । এটা যে কত বড় স্টুপিডিটি সেটা আপনারা বোঝেন না ।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২