অপ্রাকৃতিক
অযুত নিযুত দিবা রাত্রি ফুল ফোটাবার
অক্লান্ত শ্রমে নিযুক্ত থাকতে থাকতে
আজ মনে হচ্ছে, এইসব ফুল টুল ফুটে ওঠা
নিতান্তই প্রাকৃতিক প্রবাহ-এর সাথে
মানুষের কোন সম্বন্ধ থাকতে নেই।
প্রজাপতি কিংবা মৌমাছির ডানায় রৌদ্রের সাঁতার,
সুঘ্রাণ বয়ে নিয়ে ছুটে যাওয়া মাতাল বাতাস ,
আঙিনায় লুটিয়ে পড়া চাঁদ-
লাল- নীল- রঙীন উচ্ছ্বাস-
মানুষের এসবে কোন প্রয়োজন... বাকিটুকু পড়ুন