ভূমিপুত্র
কাঁচের থালার মতো ভাঙছে, নাড়ার মাঠের মতো পুড়ছে
অনেক রক্তে আর সম্ভ্রম হারিয়ে পাওয়া আমার স্বদেশ, সাধের বাংলাদেশ।
পুড়ছে মন্দির, মাজার, বৌদ্ধ বিহার, গীর্জা ও থান
পুড়ছে কীর্তনের খোল, বাউলের একতারা, সূফী সাধকের শিঙ্গা
পুড়ছে বাড়ি, যানবাহন, অফিস ও কারখানা
পুড়ছে অগণিত মানুষের সংসার, খোকার গাড়ি, খুকুর পুতুল
খেই হারিয়েছে উজল চাকমার গেংহুলির... বাকিটুকু পড়ুন