মানুষের জীবনে সবচেয়ে প্রিয় সময় হচ্ছে তার শৈশব। অধিকাংশ মানুষ যে কোন কিছুর বিনিময়ে তার শৈশবেই ফিরে যেতে ইচ্ছুক। কেন মানুষ তার শৈশবে ফিরে যেতে চায়? এই প্রশ্নের সঠিক জবাব পাওয়া বড় মুশকিল। মাঝে মাঝে মনে হয়, হয়ত শৈশবেই জীবন থাকে সবচেয়ে সুন্দর, জটিলতা এবং স্বার্থ বিহীন। তাই মানুষ যখন জীবনের চলার পথে নানান দায়িত্বের বেড়াজালে কিছুটা হাঁপিয়ে উঠে, তখনই মুক্তির খোঁজে সে ফিরে যেতে চায় তার শৈশবে। আমি নিশ্চিত শৈশব নিয়ে আপনাদেরও এমন অনেক স্মৃতি জমা আছে। অনেক সময় শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে থাকে ইতিহাস এবং সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া নানা গল্প। আমরা এমন গল্প শুনতে দারুণ আগ্রহী। তাই ব্লগে লিখুন আপনার শৈশবের নানান গল্প বা জীবনের স্মৃতিমুলক কাহিনী।
স্মৃতি মূলক লেখা প্রকাশের নিয়ম:
১। একজন লেখক জীবনের যে কোন মুহূর্তের স্মৃতিচারণ লিখতে পারেন। তবে আমরা আশা করব সবাই শৈশব/ কৈশোরের দিনগুলো নিয়ে লিখবেন।
২। খুব বেশি ব্যক্তিগত না হলে পুরানো দিনের ছবি সংযুক্ত করুন। এই ব্লগের মাধ্যমে হয়ত আপনার জীবনের এই গল্প আরো কয়েক বছর পরে অন্য কেউ পড়তে পারেন
৩। লেখা প্রকাশ করে গ্রুপে এবং আপনার ফেসবুক ওয়ালে ব্লগ লিংকটি শেয়ার করুন। যেন বাইরের পাঠকরাও পড়তে পারেন।
৪। আজ ১০ মে থেকে শুরু হয়ে পুরো মে মাস ব্যাপী এই স্মৃতিচারণ মূলক লেখা প্রকাশের সময় পাবেন। এখান থেকে নির্বাচিত তিনটি লেখাকে উৎসাহ দেয়ার জন্য বই প্রদান করা হবে।
৫। আপনারা জানেন গত বছর ব্লগ দিবসের অনুষ্ঠানটি আমরা অনিবার্য কারনবশত স্থগিত করেছিলাম। এর অন্যতম কারণ ছিলো ব্লগ স্মরণিকা প্রকাশের জন্য আমরা ব্লগারদের কাছ থেকে তেমন মান সম্মত কোন লেখা পাই নি। একটি ভালো মানের বই প্রকাশ করা বর্তমানে কিছুটা খরচ সাপেক্ষ বিষয়। তাই আমরা চাই নি, শুধুমাত্র প্রকাশ করার জন্য মানহীন লেখা দিয়ে কোন বই প্রকাশিত হোক। এবার আমরা কিছুটা সময় নিয়ে এই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছি এবং ব্লগারদেরও কিছুটা সময় দেয়া হবে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে লেখা প্রস্তুত করার জন্য এই স্মৃতিচারণ মূলক বিষয়ে নির্বাচিত তিনটি লেখা সরাসরি উক্ত বইয়ে প্রকাশিত হবে। তবে এর বাইরে যারা থাকবেন তারা চাইলে ব্লগের স্মরণিকার জন্য পুনরায় লেখা পাঠাতে পারবেন। এই সংক্রান্ত দিক নির্দেশনা পরবর্তীতে প্রদান করা হবে।
৬। বলা বাহুল্য শৈশবের স্মৃতি সংক্রান্ত লেখায় আনুষ্ঠানিকভাবে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হিসাবে কোন বিচার হবে না। কারণ মানুষের প্রতিটি শৈশবের স্মৃতিই অমূল্য। তবে আমরা লেখার মান এবং অন্যান্য বিবেচ্য বিষয়কে আমলে নিয়ে তিনটি লেখাকে নির্বাচিত করব যা ব্লগ স্মরণিকায় প্রকাশিত হবে। এছাড়া বাকি লেখাগুলো থেকে সর্বোচ্চ তিনটি লেখার জন্য উপহার হিসাবে থাকবে বই যা এই প্রতিযোগীটা শেষ হবার পরপরই প্রদান করা হবে।
এই সংক্রান্ত অন্য কোন প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৩ দুপুর ১:০২