নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার ডাকাত পিএম ইব্রাহিম ১৮ হাজার বাংগালীকে চাকুরী দিতে পারে।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৩



পাকিস্তান ভ্রমণ শেষ করে, দেশে ফেরার পথে মালয়েশিয়ার পিএম এসেছিলো ড: ইউনুসকে দেখতে ও বাংলাদেশের অবস্হা বুঝতে; ৫ ঘন্টার এই বিরতিতে পিএম ইব্রাহিম আনোয়ারের কাছে ড: ইউনুস "বিপ্লবের গল্প" করেছেন ও অনেক কিছু চেয়েছেন। সবগুলোও হাউকাউ বিষয়; দরকারী বিষয় ছিলো, মালয়েশিয়া কিছু বাংগালী শ্রমিক নিবে কিনা?

পুরানো কোন চুক্তি অনুসারে ১৮ হাজার শ্রমিক যাওয়ার কথা ছিলো মালয়েশিয়ায়; আনোয়ার নাকি বলেছে, সেই ১৮ হাজারকে নিবে। আসলে, নিতে পারবে কিনা বলা মুশকিল; কারণ, মালয়েশিয়ায় প্রয়োজনের চেয়ে অনেক বেশী বিদেশী শ্রমিক অবস্হান করছে এই মহুর্তে।

আনোয়ার ইব্রাহিমের সরকার ও তার আগের সরকারগুলো দরকারের চেয়ে বেশী লোকজন এনেছিলো, বিশষ করে বাংলাদেশের অদক্ষ শ্রমিক। এখনে মালয়েশিয়ায় থাই, কম্পুচিয়া, ভিয়েতনামের দক্ষ শ্রমিকের ভালো করছে; অদক্ষ শ্রমিক লাভজনক নয়।

যাক নিলে ভালো; ১৮ হাজার লোক ঢাকার ১ বস্তিতেই পাওয়া যাবে।

কিন্তু ড: ইউনুস কতজনের জন্য চাকুরী সৃ্ষ্টি করেছেন ২ মাসে? ১৮ জনের জন্য কিছু করলেও চলতো; কিন্ত ২/৩ লাখ মানুষ চাকুরী হারায়েছে আন্দোলনের কারণ!


মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩১

হাবিব ইমরান বলেছেন:

ড. ইউনুসের জায়গায় আপনাকে বসালে কেমন হয়? পারবেন?

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৪

সোনাগাজী বলেছেন:




আমার মনে হয়, আমি ভালো করতাম।

আমি মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্হা বুঝার চেষ্টা করি; ড: ইউনুস মানুষের অবস্হা নিয়ে চিন্তিত নন, তিনি যেই আন্দোলনের ফলে ক্ষমতা পেয়েছেন, সেটা নিয়ে ব্যস্ত আছেন।

২| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মাহাথির রাজনীতি ছাড়ার পর আনোয়ার এখন ঝামেলা মুক্ত।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১৪

সোনাগাজী বলেছেন:




আনোয়ার বিশাল বড় ক্রিমিনাল; মালয়েশিয়া ফান্ডের ৪০/৪৫ বিলিয়ন ডলার লুকায়ে ফেলেছে।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি তো এই ডাকাতকে চেনেন; সে আবার ইউনুস সাহেবকে দেখতে এসেছে; ভীতিকর ব্যাপার।

৩| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:২১

Sayed Kutub বলেছেন: আমেরিকা বাংলাদেশ কে নিয়ে কোন খেলায় মেতেছে কে জানে? ইসলামিক দলগুলো জোট গঠন করার সম্ভাবনা আছে। পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল নিয়ে সুশীল এবং ইসলাম পন্থী রা পাল্টাপাল্টি বয়ান দিচ্ছে। ঢাবির হল গুলো তে নতুন স্বাধীনতা উদযাপন উপলক্ষ্যে মুসলিম বোন দের গোরু এবং হিন্দু বোনদের মুরগীর মাংস খাওয়াচ্ছে। আজকে মুহাম্মদ সা এর নামে কুটুক্তির প্রতিবাদে ভারতের বিরুদ্ধে গরম গরম শ্লোগান হয়েছে। সে মিছিলে আবার স্কুল কলেজের পোলাপান ISIS এর পতাকা উত্তোলন করেছে। পুলিশ কয়েকজন কে আটক করেছে। হিজবুত তাহরীর এর সমন্বয়ক কে পুলিশ গ্রেফতার করেছে। অথচ ৫ই আগস্ট ঢাবি তে হিজবুত তাহরীর হাসিনার পতনের পর বিজয় উদযাপন করেছে কিন্তু কেউ কিছু বলেনি। ৫ই সেপ্টেম্বর সরকার পতনের একমাস উদযাপনের মিছিলেও ISIS এর পতাকা উড়েছে। এত এত উচ্চশিক্ষা, আধুনিক শিক্ষা সহজলভ্য হওয়ার পরও কেনো মানুষ আবার পিছে ফিরে যেতে চায় ভাবতে অবাক লাগে।। যাই হউক দেশের ভিতর অজানা অসুখ দানা বাধছে।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:২৪

সোনাগাজী বলেছেন:




হেজবুল্লাহ যেভাবে লেবাননকে দখল করে, ব্যর্থ দেশে পরিণত করেছে, আমরা এখন সেটার সেটার শুরুতে।

৪| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
















দেশের প্রতিটি নাগরিকেরই অধিকার রয়েছে দেশে একটি কাজ বেছে নেবার।
বিদেশ বিভূঁইয়ে প্রবাসী শ্রমিক হয়ে গিয়ে সন্তান পরিজন বিহীন বেঁচে থাকার কোন মানেই হয় না।

১৮ হাজার কেন এক জন শ্রমিকেরও বিদেশ যাওয়ার দরকার নেই ।
দেশে কাজ কর্ম করে খেতে হবে সেই পরিবেশ নিশ্চিত করুন

০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস ২ মাসে চাকুরী সৃষ্টি নিয়ে কিছু বলেছে? ইডিয়ট শিবির ও হেজবুল্লাহদের নিয়ে গান গাচ্ছেন!

৫| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:










মালয়েশিয়াতে অনেক সেক্টরে এখন বিদেশী শ্রমিক নেয়া হয় না । কেননা সেই দেশের মানুষ এটার প্রতিবাদ করেছে ।

কারণ মালয়েশিয়াতে বেকারের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে।
উল্লেখযোগ্য যে, ওই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি।

ফলে কিছু কাজ আছে যেগুলি কম পরিশ্রমের সেই কাজগুলি প্রবাসী শ্রমিকদের দিয়ে মালয়েশিয়ানরা আর করাতে চায় না। তাদের পেটে ও তো ভাত জোগানোর দরকার আছে।

০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



কম্পুচিয়ার লোকজনও মালয়েশিয়ায় কাজ পাচ্ছে না।

৬| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৩২

আজব লিংকন বলেছেন: "১৮ হাজার লোক ঢাকার ১ বস্তিতেই পাওয়া যাবে।"
কিভাবে? জন প্রতি কত টাকা লাগবে এই প্রসেসের জন্য। নিশ্চয়ই সরকার তাদের পুরো টাকা সরকারি ভাবে বহন করবেন না।

০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:২০

সোনাগাজী বলেছেন:



আদম বেপারীরা মালয়েশিয়া নিজে যায় ৪/৫ লাখ টাকায়।

৭| ০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:২৩

বঙ্গদুলাল বলেছেন: মাহফুজ আপনার পোস্টে এসে কমেন্ট করলে আপনি ডিলিট করে দিতেন?সে তো শিবির নয়।আপনি ফেসবুক ব্যবহার করলে বুঝতে পারতেন তাঁর প্রতি শিবির ক্ষুব্ধ এখন।শেখ হাসিনা চলে যাওয়ার আগে যে পরিমাণ ক্ষোভ তার প্রতি ছিল না, এখন তার চেয়ে দ্বিগুণ ক্ষোভ বাড়ছে মানুষের।গণভবনে তার মন্ত্রী, চেলাচামুন্ডাদের নিয়োগ সুপারিশ কোটি কোটি টাকা পাচার, যাচ্ছে তাই রাষ্ট্র চালানো এগুলো থামানো কোনোভাবে সম্ভব ছিল?যদিও অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে,প্রাণ হারিয়েছে কিন্তু এই দেশের ৬০/৭০% মানুষের মনে কথাকে আপনি গুরুত্ব দিবেন না?
মাহফুজের ফেসবুক আইডির লিংক দিলাম।বেশি রাগ না উঠলে দেখবেন একবার।

https://www.facebook.com/profile.php?id=100011449661831&mibextid=ZbWKwL

৮| ০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:২২

কামাল১৮ বলেছেন: পাম বাগানের জন্য প্রচুর শ্রমিক লাগে।সেখানে কাজ জন্য হতে পারে।

৯| ০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৮

নতুন বলেছেন: একটা গল্প মনে পরে গেলো।

প্রতিবেশির ছেলে স্কুলে ভর্তি হয়েছে কিন্তু পাশ করতে পারবেনা। পাশ করার পরে পাশ তো করেছে কিন্তু চাকুরী পাবেনা। চাকুরি পাবার পরে, চাকুরি তো পেয়েছে কিন্তু বেতন তো পাবেনা, বেতন পাবার পরে। ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.