নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

সঠিক ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের মুসলিম ইসরায়েল নামক গজবে আক্রান্ত

০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে। তাদের জন্য মহাশাস্তি রয়েছে।

# সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের তাফসির - তাফসিরে ইবনে কাছির
১০৫। মুসনাদে আহমাদে রয়েছে যে, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান (রা.) হজ্জের উদ্দেশ্যে মক্কায় আসেন। যোহরের নামাজের পর তিনি দাঁড়িয়ে বলেন, রাসূল (সা.) বলেছেন, আহলে কিতাব তাদের ধর্মের ব্যাপারে মতানৈক্য সৃষ্টি করে ৭২ দল হয়ে গেছে। আর আমার এ উম্মতের ৭৩ দল হয়ে যাবে।অর্থাৎ সবাই প্রবৃত্তির অধীন হয়ে পড়বে।কিন্তু আরো একটি দল রয়েছে এবং আমার উম্মতের মাঝে এমন লোকও হবে যাদের শিরায় শিরায় কূপ্রবৃত্তি এমনভাবে প্রবেশ করবে যেমন কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তির শিরায় শিরায় বিষক্রিয়া পৌঁছে যায়। হে আরববাসী! তোমরাই যদি তোমাদের নবি (সা.) কর্তৃক আনিত জিনিসের উপর প্রতিষ্ঠিত না থাক, তবে অন্যান্য লোক তো আরও অনেক দূরে সরে পড়বে।

* নবী (সা.) কর্তৃক আনিত জিনিস হলো কোরআন। আরবরা কোরআনের উপর প্রতিষ্ঠিত নাই বিধায় পারসিক ইরান ও ইরাক কোরআন থেকে আরো অনেক দূরে সরে পড়েছে।

সূরাঃ ৬২ জুমুআ, ২ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত; এর আগে তো এরা ছিল ঘোর বিভ্রান্তিতে।
৩। আর তাদের অন্যান্যের জন্যও যারা এখনো তাদের সহিত মিলিত হয়নি। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।
৪। ওটা আল্লাহরই অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি ওটা দান করেন। আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল।

# সূরাঃ ৬২ জুমুআ, ৩ নং আয়াতের তাফসির- তাফসিরে ইবনে কাছির
৩। এ আয়াতের তাফসিরে আবু হুরায়রা হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহর পার্শ্বে বসে ছিলাম, এমন সময় তাঁর উপর সূরা জুমুয়া অবতীর্ণ হয়। জনগণ জিজ্ঞাস করেন হে আল্লাহর রাসূল (সা.)! ‘ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম’ দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে? কিন্তু তিনি কোন উত্তর দিলেন না। তিন বার এ প্রশ্ন করা হয়। আমাদের মধ্যে সালমান ফারসীও (রা.) ছিলেন। রাসূলুল্লাহ (সা.) তাঁর হাতখানা সালমান ফারসীর (রা.) উপর রেখে বললেন, ঈমান যদি সারিয়্যা নক্ষত্রের নিকট থাকত তাহলেও এই লোকগুলোর মধ্যে এক কিংবা একাধিক ব্যক্তি এটা পেয়ে যেত।(ফাতহুলবারী ৮/৫১০, মুসলিম ৪/১৯৭২, তিরমিযী ৯/২০৯, ১০/৪৩৩, নাসাঈ ৫/৭৫, ৬/৪৯০, তাবারী ২৩/৩৭৫)।

সহিহ বোখারী ৪৯৯ নং হাদিসের (সালাতের ওয়াক্ত সমূহ অধ্যায়) অনুবাদ-
৪৯৯। হযরত যুহুরী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দামেশকে আনাস ইবনে মালেকের (রা.) নিকট গিয়ে দেখতে পেলাম, তিনি কাঁদছেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি যা যা দেখেছি তার মধ্যে এ নামাযই আজ পর্যন্ত অবশিষ্ট ছিল। কিন্তু এখন নামাজও নষ্ট হতে চলেছে।

* মধ্যপ্রাচ্যের আরব ও পারসিকরা মিলে ঈমানকে সাহাবা যুগেই সারিয়্যা নক্ষত্রের নিকট পাঠিয়ে দেয়। সেজন্য কারবালায় ইমাম হোসেন (রা.) তাঁর প্রতি পক্ষে একজন মুমিন ব্যক্তিও পাননি। তারপর পারসিকরা সারিয়্যা নক্ষত্রের নিকট থেকে ঈমান ফিরিয়ে আনলেও মধ্যপ্রাচ্যের আরব ও পারসিকরা সেই ঈমানকে বরণ করে নেয়নি।

সূরাঃ ৯ তাওবা, ১০১ নং আয়াতের অনুবাদ-
১০১। মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে আছে তাদের কেউ কেউ মুনাফিক। মদীনাবাসীদের মধ্যেও কেউ কেউ মোনাফেকী রোগে আক্রান্ত। তুমি তাদের সম্পর্কে জান না। আমরা তাদের সম্পর্কে জানি।আমারা সিগ্র তাদেরকে দু’বার শাস্তি দেব। এরপর তারা মহা শাস্তির দিকে যাত্রা করবে।

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের প্রত্যেক বড় দল হতে এক একটি ছোট দল (জিহাদে) বের হয় যাতে অবশিষ্ট লোক ফিকাহ (দীনের গভীর জ্ঞান) অর্জন করতে থাকে। আর যাতে তারা নিজ কওমকে ভয় প্রদর্শন করে, যাতে তারা সাবধান হয়।

* ফকিহ প্রধান পারসিক ইমাম আবু হানিফা (র.)সারিয়্যা নক্ষত্রের নিকট থেকে ঈমান ফিরিয়ে আনলেও মধ্যপ্রাচ্যের আরব ও পারসিকরা এর বিরোধীতা করে তারা সালাফী, ইবাদী, শিয়া, শাফেঈ, মালেকী ও হাম্বিলী হয়। ফকিহ প্রধান পারসিক ইমাম আবু হানিফা (র.) তাদের নিকট সবচেয়ে বেশী উপেক্ষিত থাকেন।

সূরাঃ ২ বাকারা, ৩৪ নং আয়াতের অনুবাদ-
৩৪। আর যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করেছিল; সে অমান্য করল ও অহংকার করল।সুতরাং সে কাফেরদের অন্তর্ভূক্ত হয়েগেল।

সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আর আনুগত্য কর রাসুলের, আর যারা তোমাদের মধ্যে আমির।কোন বিষয়ে তোমাদের মধ্যে বিরোধ দেখাদিলে উহা উপস্থাপিত কর আল্লাহ ও রাসুলের নিকট। ওটা উত্তম এবং পরিনামে ভাল।

সহিহ মুসলিম, ৪৬১৪ নং হাদিসের (কিতাবুল ইমারাহ) অনুবাদ-
৪৬১৪। আবু হুরায়রা (রা.) সূত্রে নবি করিম (সা.) থেকে বর্ণিত। তিনি বলেন যে ব্যক্তি আমার আনুগত্য করল, সে আল্লাহর আনুগত্য করল। আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল। যে ব্যক্তি আমিরের আনুগত্য করে সে আমারই আনুগত্য করল। আর যে ব্যক্তি আমিরের অবাধ্যতা করল সে আমারই অবাধ্যতা করল।

সহিহ মুসলিম, ৪৪৫৬ নং হাদিসের (কিতাবুল জিহাদ) অনুবাদ-
৪৪৫৬। হযরত ইবনে আব্বাস (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার আমিরের মধ্যে এমন কোন ব্যাপার দেখে, যা সে অপছন্দকরে তবে সে যেন ধৈর্য্য অবলম্বন করে। কেননা, যে লোক জামায়াত থেকে কিঞ্চিত পরিমাণ সরে গেল এবং এ অবস্থায় মৃত্যুবরণ করল সে জাহেলিয়াতের মুত্যুই বরণ করল।

সহিহ আল বোখারী, ৩২৪৭ নং হাদিসের (আম্বিয়া কিরাম অধ্যায়) অনুবাদ-
৩২৪৭।হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত। নবি করিম (সা.) বলেছেন, এ দায়িত্ব (মুসলিম নেতৃত্বের) চিরকাল কুরাইশদের হাতেই থাকবে। যতদিন তাদের দু’জন লোক অবশিষ্ট থাকবে।

মেশকাত ২২৪ নং হাদিসের (ইলম অধ্যায়) অনুবাদ-
২২৪। হযরত আওফ ইবনে মালেক আশজায়ী (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, স্বয়ং আমির অথবা আমীরের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত ব্যক্তি অথবা কোন অহংকারী ব্যতীত অপর কেউ ওয়াজ করতে পারে না।

* কোন মতবাদ গৃহিত হওয়র জন্য তা’ কুরাইশ বিশ্ব আমির কর্তৃক অনুমোদীত হওয়ার দরকার ছিলো। মধ্যপ্রাচ্যের আরব ও পারসিকরা সালাফী, ইবাদী, শিয়া, শাফেঈ, মালেকী ও হাম্বিলী মতবাদ গ্রহণ করে কুরাইশ বিশ্ব আমির কর্তৃক অনুমোদীত হওয়া ছাড়াই। সংগত কারণে তারা অহংকারী সাব্যস্ত হয়। আর অহংকারীকে আল্লাহ কাফের বলেছেন।

সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির ইমাম বানাব; সে বলেছিল আমার বংশধরগণ হতেও; তিনি বলেছিলেন, আমার প্রতিশ্রুতি জালেমদের প্রতি প্রযোজ্য হবে না।

সহিহ মুসলিম, ৪৫৭৬ নং হাদিসের (কিতাবুল ইমারাহ) অনুবাদ-
৪৫৭৬। হযরত জাবির ইবনে সামুরা (রা.)কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, বারজন খলিফা অতিবাহিত না হওয়া পর্যন্ত ইসলাম পরাক্রান্ত অবস্থায় চলতে থাকবে। তারপর তিনি যে কি বললেন, তা’ আমি বুঝতে পারিনি। তখন আমি আমার পিতার নিকট জিজ্ঞাস করলাম তিনি কি বলেছেন? তিনি বললেন নবি করিম (সা.) বলেছেন, তাঁদের সকলেই হবে কোরাইশ বংশোদ্ভুত।

সহিহ তিরমিযী, ৩৭০১ নং হাদিসের [ রাসূলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবীগণের মর্যাদা অধ্যায়] অনুবাদ-
৩৭০১। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) আল আব্বাসকে (রা.) বললেন, আগামী সোমবার আপনি আমার কাছে আসবেন এবং আপনার সন্তানদেরকেও সাথে নিয়ে আসবেন। আমি আপনার জন্য এবং আপনার সন্তানদের জন্য একটি দোয়া করব, যার দরুন আল্লাহ আপনাকেও উপকৃত করবেন এবং আপনার সন্তানদেরও। সকালে তিনি গেলেন এবং আমরাও তাঁর সাথে গেলাম। তিনি আমাদের গায়ে একখানা চাদর জড়িয়ে দিলেন, এরপর বলেন, হে আল্লাহ আল আব্বাস ও তাঁর সন্তানদের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়দিক থেকে এমনভাবে মাফ করে দিন, যার পর তাদের আন কোন অপরাধ বাকি না থাকে। হে আল্লাহ তাঁকে তাঁর সন্তানদের অধিকার পূরণের তৌফিক দিন।

রাযীন এ বাক্যটি অতিরিক্ত বলেছেন, খেলাফত এবং রাজত্ব তার সন্তানদের মধ্যে বহাল রাখ- মেশকাত ৫৮৯৮ নং হাদিস।

* ইব্রাহীম বংশীয় কুরাইশ বংশের সবচেয়ে সবচেয়ে পরাক্রান্ত আব্বাসীয় আমির হারুনুর রশিদ মুসলিমদের মান্যতার জন্য হানাফী মাযহাব পরিশোধন করে অনুমোদন করেন। কিন্তু মধ্যপ্রাচ্যের আরব ও পারসিকরা সালাফী, ইবাদী, শিয়া, শাফেঈ, মালেকী ও হাম্বিলী মতবাদ গ্রহণ করে এবং হানাফী মাযহাব পরিত্যাগ করে আমিরের অবাধ্য হয়। তথাপী তারা আব্বাসীয় ও তুর্কী হানাফী শাসনে থাকাকালিন ইহুদী আক্রমনে আক্রান্ত হয় নাই।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের আরব ও পারসিকরা হানাফী শাসন থেকে বেরিয়ে গেলে ইহুদী ইসরায়েল তাদের ঘাড়ে চেপে বসে। এদিকে তুর্কীরা ইউরোপীয় হয়ে যায় এবং মধ্যপ্রাচ্যের আরব ও পারসিকরা আমেরিকার সহায়তায় হানাফী সাদ্দামকে পরাজিত ও হত্যা করে। এখন শিয়ারা ইসরায়েলের মোকাবেলা করছে এবং অন্যরা বসে তামাসা দেখছে।

আব্বাসীয় আমির পরিশোধীত ও অনুমোদীত হানাফী মাযহাব গ্রহণ করে পারসিক উজবেক, কাজাখ, তাজিক ও আফগানরা। রাশিয়া এসব জাতিকে দাবায়ে রাখতে গিয়ে দাবায়ে রাখতে পারে নাই। তারপর আফগানদের ঘাড়মটকাতে আমেরিকা, বৃটিশ ও নেটো এসে পরাজিত হয়।

সূরাঃ ৮ আনফাল, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী প্রস্তত রাখবে। এর দ্বারা তোমরা সন্ত্রস্ত রাখবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এছাড়া অন্যদেরকে যাদের সম্পর্কে তোমরা জাননা, আল্লাহ জানেন।আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে এর পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না।

সূরাঃ ২৯ আনকাবুত, ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৯। যারা আমাদের উদ্দেশ্যে জিহাদ করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়নদের সঙ্গে থাকেন।

* পারসিক ভাবাপন্ন হানাফী পাকিস্তান আনবিক অস্ত্রবানিয়ে তাদের শত্রু হিন্দুদেরকে সন্ত্রস্ত রাখছে এবং পারসিক ভাবাপন্ন হানাফী বাংলাদেশ হিন্দু ও বোদ্ধ থেকে অস্তিত্ব রক্ষার জিহাদে লিপ্ত রয়েছে।

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে একশত জন থাকলে এক হাজার কাফিরের উপর জয়ী হবে।কারণ তারা বোধশক্তিহীন সম্প্রদায়।
৬৬। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন।তিনিতো অবগত আছেন যে তোমাদের মধ্যে দূর্বলতা আছে।সুতরাং তোমাদের মধ্যে একশত জন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজন উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহর অনুমতিক্রমে তারা দুই হাজারের উপর বিজয়ী হবে।আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

* শতকরা দশভাগ ধৈর্যশীল না হওয়ায় ভারতীয়, চীনা, মায়ানমারী ও রাশিয়ান হানাফীরা দূর্গতির মধ্যে রয়েছে।

সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির ইমাম বানাব; সে বলেছিল আমার বংশধরগণ হতেও; তিনি বলেছিলেন, আমার প্রতিশ্রুতি জালেমদের প্রতি প্রযোজ্য হবে না।

সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্লাত বা জাতি।তিনি পূর্বে তোমাদের ‘মুসলিম’ নাম করণ করেছেন। আর এতে (এ কোরআনেও তোমাদের ‘মুসলিম’ নাম করণ করা হয়েছে) যেন রাসুল তোমাদের জন্য সাক্ষ্যি হন এবং তোমরা স্বাক্ষী হও মানব জাতির জন্য। অতএব তোমরা সালাত বা নামাজ কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহর সাথে যুক্ত থাক। তিনি তোমাদের অভিভাবক। কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি।

সূরাঃ ২৫ ফুরকান, ৭৪ নং আয়াতের অনুবাদ-
৭৪। আর যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতি পালক! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য ইমাম কর।

সহিহ আবুদাউদ, ৬০১ নং হাদিসের (নামায অধ্যায়) অনুবাদ-
৬০১। হযরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ঘোড়ায় চড়েন। তিনি তার পিঠ থেকে পড়ে যাওয়ায় তাঁর শরীরের ডান দিকে আঘাত পান। এমতাবস্থায় তিনি বসে নামাজে ইমামতি করেন এবং আমরাও তাঁর পেছনে বসে নামাজ পড়ি। নামাজ শেষে মহানবি (সা.) বলেন, ইমামকে এ জন্যই নিযুক্ত করা হয়, যেন তার অনুসরন করা হয়। সুতরাং ইমাম যখন দাঁড়িয়ে নামাজ আদায় করবে তখন তোমরাও দাঁড়াবে। এরপর ইমাম যখন রুকু করবে তখন তোমারও রুকু করবে এবং ইমাম যখন মাথা উঠাবে তখন তোমরাও মাথা উঠাবে। এরপর ইমাম যখন ‘সামিয়াল্লাহু লিমান হামিদাহ’ বলবে তখন তোমরা বলবে ‘রাব্বানা ওয়া লাকাল হামদ’। ইমাম যখন বসে নামাজ পড়বে তখন তোমরাও বসে নামাজ পড়বে।

সহিহ তিরমিযী, ১৯৮ নং হাদিসের (নামাজ অধ্যায়) অনুবাদ-
১৯৮। হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ইমাম হচ্ছে যামিন এবং মোয়াজ্জিন হলো আমানতদার। হে আল্লাহ! ইমামকে সৎপথ দেখাও এবং মুয়াযযিনকে ক্ষমা কর।

সহিহ সুনানে ইবনে মাজাহ, ৩৯৫০ নং হাদিসের (ফিতনা অধ্যায়) অনুবাদ-
৩৯৫০। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.)বলতে শুনেছি আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে, তখন সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকবে।

* মুসলিম জাতির পিতা ইব্রাহীম (আ.)। সে হিসাবে গোটা মুসলিম জাতি তাঁর বংশধর। কোরআন অনুযায়ী ইমামগণ তাঁর সেরা বংশধর। কারণ তাঁরা আল্লাহর নিকট তাঁর প্রার্থনার ফসল। আর অনুসরনের জন্য মুত্তাকীদের দীনের যামিনদার ইমাম নিযুক্ত করা হয়। সুতরাং তাঁদের সর্ববৃহৎ দল অবশ্যই উম্মত এবং হেদায়াত প্রাপ্ত। তাঁরা হানাফী, তথাপী মধ্যপ্রাচ্যের আরব ও পারসিকরা সালাফী, ইবাদী, শিয়া, শাফেঈ, মালেকী ও হাম্বিলী মতবাদ গ্রহণ করে এবং হানাফী মাযহাব পরিত্যাগ করে ইসরাইলী ইহুদী হামলার মুখে পড়ে আছে। তাদের কেউ কেউ আবার ইসরায়েলের বন্ধু। কিন্তু তাতে লাভ হবে না, ইহুদী ইসরায়েল তাদের মুসলিম বন্ধুদেরকেও ছেড়ে দিবে না। তারা এক এক করে মধ্যপ্রাচ্যের সব মুসলিমদেশকেই ধরবে। সব শেষ মধ্যপ্রাচ্যের হানাফী বিরোধীদের ইসরায়েলের হাতে পরাজয়ের পর হানাফীদের হাতেই ইহুদী বিনাশ ঘটবে। পূর্ব দিক থেকে এরা যখন কালো পতাকা নিয়ে লাখে লাখে আসতে থাকবে তখন আর ইহুদী এদেরকে সামলাতে পারবে না।তবে এরা আসবে মধ্যপ্রাচ্যের হানাফী বিরোধীদের পরাজয়ের পর। এর আগে আসলে হানাফী বিরোধী মুসলমানেরাই তাদের সাথে যুদ্ধ করবে। সেজন্য তারা হানাফী বিরোধী মুসলিম থেকে নিরাপদ হয়ে তারপর ইহুদী বিনাশে অগ্রসর হবে।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৫

নতুন বলেছেন: রাজনিতি না বোঝার কারনেই ইসরাইল সমস্যার সমাধান হচ্ছে না।

ইহা ধর্মযুদ্ধ না। রাজনিতিক সমস্যা।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সব মিলিয়েই মুসলিমরা এখন নিজেরাই নিজেদের বোঝাতে পরিণত হয়েছে।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২১

নতুন বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ী করে বিজ্ঞান চর্চা বন্ধ করে ১৪০০ সালের ৪ বিয়ে, নারীর পর্দা আর জিজিয়া কর আদায়ের ভাবনায় পরে থাকলে বর্তমানের আধুনিক সমাজে নেতৃিত্ব দেওয়া যাবেনা।

আমেরিকায় আমীশ বলে একটা গোস্ঠি আছে, বর্তমানের মোল্যারা আমাদের দেশের আমিশ জাতীতে পরিতন হতে যাচ্ছে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলাম মনে করে অন্য কিছুর চর্চা করলে ইসলামের উপকার পাওয়া যাবে না। বিভ্রান্ত দল সমূহ ইসলামের অপব্যখ্যা করে মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্থ্য করছে।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৩

রাসেল বলেছেন: আপনার এই আত্মসমালোচনার জন্য ধন্যবাদ। যা আমাদের সকলের প্রয়োজন, আত্মসমালোচনা আমাদের সংশোধনে সাহায্য করতে পারে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: নিজের ভুল নিজে ধরতে পারা অবশ্যই ভালো দিক। নিজের ভুল অন্যে দরতে গেলে ভুল ধরতেই দেরী হয়ে যায়। ফলে যথাসময়ে ভুল সংশোধন করা যায় না।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪১

জ্যাক স্মিথ বলেছেন: যুদ্ধ থেকে মুক্তির উপায় হচ্ছে দুটি- হয় শত্রুকে ধ্বংস করতে হবে না হয় সমোঝোতা করতে হবে। যাদের সাথে পারবো না তাদের সাথে লাগতে যাবো কেন? এই সব কুরআন হাদিস থেকে কখনো কোন সমাধান পাবেন না।

ইজরাইলের হাতে যত মুসলিম হত্যা হয়েছে, তারচেয়ে ঢের বেশি হত্যা হয়েছে নিজেদের সাথেই যুদ্ধ করে। দু্‌ই সাপ্তাহ আগেও ওমানের এক মসজিদে বোমা বিস্ফোরণে ৫২ জনের মত মুসলিম মারা গিয়েছে শতশত আহত হয়েছে, এমন বোমাবিজ আছে প্রায় প্রতি সপ্তাহেই।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব হচ্ছে ইসলামকে ভুলভাবে বুঝার কারণে।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫১

সৈয়দ কুতুব বলেছেন: জ্ঞান বিজ্ঞান চর্চা এবং কঠোর পরিশ্রম না করে কোন সূরা কত বার পড়লে রিজিক বাড়ে, দোয়া কেনো কবুল হয় না এসব নিয়ে যারা চিন্তিত তারা সবখানে মাইর খাবে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতি উত্তম কথা।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪১

জুল ভার্ন বলেছেন: কেন ফিলিস্তিনিদের প্রতি এই লানত? ওদের কি দোষ???

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে একশত জন থাকলে এক হাজার কাফিরের উপর জয়ী হবে।কারণ তারা বোধশক্তিহীন সম্প্রদায়।
৬৬। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন।তিনিতো অবগত আছেন যে তোমাদের মধ্যে দূর্বলতা আছে।সুতরাং তোমাদের মধ্যে একশত জন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজন উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহর অনুমতিক্রমে তারা দুই হাজারের উপর বিজয়ী হবে।আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

* ফিলিস্তিনের জয়ের জন্য তাদেরকে ইসরায়েলের ১০% হওয়া দরকার। কিন্তু ইসরায়েল ও তাদের মিত্রের ১০% নয় ফিলিস্তিন ও তাদের মিত্ররা। সংগত কারণে ফিলিস্তিনিদের কাজ হলো হিজরত। তাদের ৪০% জর্ডানে হিজরত করে ভালো আছে। ৬০% যখন হিজরত করেনি তখন তাদের কাজ ইসরাইলের শাসন মেনে সেখানে বসবাস করা। কিন্তু তারা সেটা না করে অসম যুদ্ধে লিপ্ত হয়ে মার খাচ্ছে।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

সোনাগাজী বলেছেন:



কবি, আপনি যেগুলো বুঝেন না, সেই এলাকায় যাইয়েন না।

১ কোটী ৪০ লাখ ইহুদী ২০০ কোটী মুসলমানের চেয়ে বেশী বুদ্ধিমান, এটা বুঝে যদি মুসলমানেরা ব্যবস্হা নেন, তারা টিকবেন; না,হয় আপনার মত ভাবলে, মুসলমানেরা এইভাবে অশান্তিতে থাকবে।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসরায়েল তাদের যোগ্যতা অনুযায়ী জয় পাবে। তারপর মুসলিমও তাদের প্রতিরোধ যুদ্ধে সাফল্য পাবে।অবশেষে তারা পৃথিবীতে ইহুদী আর রাখবে না।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

কামাল১৮ বলেছেন: জ্ঞান বিজ্ঞানে উন্নতি করা ছাড়া তাদের সামনে আর কোন পথ নাই।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: জ্ঞান বিজ্ঞানে উন্নতি করা ছাড়াও দখল সূত্রে মুসিলিম অবশেষে জয়ী হবে।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

জ্যাক স্মিথ বলেছেন: হাজার বছর ধরে সভ্যতা, সংস্কৃতিতে অনেক কিছু পরিবর্তীত হয়, আজ থেকে ১০০ বছর পরেও বিশ্ব আর বর্তমানের মত থাকবে না অনেক কিছুরই পরিবর্তন হবে, তো হাজার বছর পর কি হবে না হবে তা নিয়ে আত্নতুষ্টিতে ভুগার কিছু নেই।
একসময়ের বিখ্যাত বাবরী মসজিদে এখন মা-কালির পুঁজা হচ্ছে সুতরাং ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে তার শতভাগ নিশ্চয়তা কেউ দিতে পারে না, এসব হাদিসের অলীক কাহিনী পড়ে নিজের মুল্যবান সময় নষ্ট করবেন না।

হাদিসের অলীক কাহিনী জোড়াতালি লাগিয়ে হাজার বছর পরে মুসলীমরা ইহুদী নিধন করবে সেই আশায় এতটা গর্বীত যে হচ্ছেন ওই সময় কি আপনি জীবিত থাকবেন? না নেতনিয়াহু জীবত থাকবে? নেতানিয়াহুর অপকর্মের জন্য তার ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করতে চান কেন? নেতানিহু কখনো দাবী করছে- হামাসের দাদার দাদা আমার দাদার দাদাকে মেরছিল তাই আমি হামাস নির্মূল করতেছি? =p~

আমাকে আজ কেউ যদি চড় থাপ্পর দেয়,আমি তার প্রতিবাদ না করতে পেরে যদি এই আশা বুক বাধি - আজ থেকে ৫০০ বছর আর আমার বংশে একজন বীরের জন্ম হবে তারপর সে আমাকে যে মেরছে তার বংশ নির্মূল করবে। তাহলে কি খুউব বুদ্ধিমানের কাজ হবে? =p~

আপনারা হলেন ব্লগার, সেই আপনারাই যদি এমন প্রাগঐতিহাসিক চিন্তাধারা লালন করেন তাহলে দেশের লক্ষ লক্ষ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের কি অবস্থা! ভাবা যায়!

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আব্বাসীয়রা ভাবেনাই তাদের খেলাফত শেষ হবে। তুর্কীরা ভাবে নাই তাদের সাম্রাজ্য শেষ হবে। চেংগিস ভাবে নাই এককালে তার নাম নিশানা থাকবে না। ‍বৃটিশ ভাবেনাই তাদের দেশ এত ছোট হবে। সোভিয়েত রাশিয়া ভাবেনাই সেটা ভেঙ্গে যাবে। একদা ইহুদী মূণ্য পৃথিবী হবে এটাও এখন কেউ ভাবতে পারছে না। ইহুদী মুসলিমদের মাঝে যে পরিমাণ ক্ষোভ সৃষ্টি করছে তাতে তারা পৃথিবীকে ইহুদী শূণ্য করতেই পারে।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৮:১১

বিষাদ সময় বলেছেন: সঠিক ইসলাম থেকে দুরে সরে যাওয়ায় না, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের ধর্মকে মোডিফিকেশন না করতে পারার খেসারত আমরা দিচ্ছি।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা সঠিক ইসলামে থাকলে আমাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ আমাদের রক্ষা করতেন। আমরা সঠিক ইসলামে না থাকায় আমাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন না।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৫

কামাল১৮ বলেছেন: ঈশ্বর এই ভূমি ইহুদির দিয়েছে।এখন প্রশ্ন হলো ঈশ্বরের শক্তি বেশি না আল্লার শক্তি বেশি এটাই দেখার বিষয়।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৯:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ ইহুদীদেরকে মনে হয় অনেকটা সময় দিবেন। সম্ভবত মধ্যপ্রাচ্যে তারা একটা সাম্রাজ্য স্থাপন করবে। তারা শুধু মক্কা-মদীনা দখল করতে পারবে না বলে হাদিসে আছে। তাদের সাম্রাজ্য কিছুকাল স্থায়ীও হতে পারে। তারা সব দখল করতে পারার পরেও মক্কা-মদীনা দখল করতে না পারা দেখে আপনার মত ঈমান হারা কিছু লোকের ঈমান ফিরেও আসতে পারে। আল্লাহ কখন কি করে সেটা একান্তই তাঁর ইচ্ছা। ইহুদীরা যে পরিমাণ শক্তি সঞ্চয় করেছে তাতে তারা একটা সাম্রাজ্য আশা করতেই পারে। ইসরায়েলের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ইরান। তাদেরকে নিয়েই ইসরায়েল ইদুর বিড়াল খেলছে। তাতেই মনে হচ্ছে এরা অনেক দূর যাবে। মুসলিমদের মধ্যে হানাফী সবচেয়ে বেশী। তারা এখন চুপচাপ আছে। কারণ মধ্যপ্রাচ্যের প্রায় সকল মতবাদ তাদের বিরোধী। বিশেষ করে সালাফীরা তাদেরকে অনেক অসম্মান করে কথা বলে। শিয়ারাও তাদেরকে অসম্মান করে। হানাফীরা এদেরকে রক্ষা করতে আসবে না। ইহুদীরা এদের দেশ সমূহ নিয়ে নেওয়ার পর হানাফীরা ইহুদীর বিরুদ্ধে তৎপর হবে। তখন উজবেক, তাজিক, কাজাখ, তুর্কী, চেচেন, তাতার, উইঘুর, আফগান, পাবিস্তানী, বাংলাদেশী সবাই ইহুদীর বিরুদ্ধে একত্রিত হবে। এ সম্মিলিত শক্তি ইহুদীর বিরুদ্ধে হারবে না। এরা জয়ী হওয়ার পর এরা বিশ্বে কোন ইহুদী রাখবে না।

১২| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৫

আহরণ বলেছেন: ইসলাম ধর্মের গালগল্প আর বাস্তবতা এই দুইয়ের পার্থক্য বুঝতে পারলেই কেবল মুসলমানদের উন্নতি হবে, @ জাগতিক ভাইয়া?

০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: একশত বছর আগে যদি বলা হতো আমেরিকায় স্বামী এবং বাংলাদেশে স্ত্রী শুয়ে শুয়ে কথা বলবে এবং একজন অন্যজনকে দেখবে, তাহলে লোকে এটাকে গাল-গল্প বলতো, কিন্তু এখন এটাই বাস্তব। একদা উট, দুম্বা, ভেড়া ও ছাগল চরানো আরব সাড়ে আটশত বছর একাধারে সাম্রাজ্য চালাবে- পূর্বের এমন গল্প লোকে গালগল্পই বলতো, কিন্তু সেটাই বাস্তব হয়ে ছিলো। সুতরাং গালগল্প আর বাস্তবতার পার্থক্য বুঝতে যাওয়া বৃথা কাজ।

১৩| ০৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১২

কিরকুট বলেছেন: বাংলাদেশ কি সঠিক রাস্তায় আছে ? ভারত পাকিস্থান আফগানিস্থানি মৌলোভীরা কি বাংলাদেশের জন্য গজব হবে?

০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ কখনই সঠিক রাস্তায় ছিলো না। একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিলো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু স্বাধীন দেশে বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিলো। নব্বইতে স্বৈরাচার তাড়িয়ে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিলো, বিস্ময়করভাবে ছিয়ানব্বইতে তারাই স্বৈরাচারী হয়ে গিয়ে ছিলো। ২০০৬ সালে ত্ত্তাবধায়কের ক্ষেত্রে ষড়যন্ত্র রুখে দিতে আন্দোলন হয়েছিলো। কিন্তু তারপর যারা ক্ষমতায় আসে তারা বিস্ময়করভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়। এখন বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে যারা ছিলো তাদের ক্ষমতায় বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে। এমনকি এসময় বিসম্য়করভাবে পঙ্গু ও পাগল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হচ্ছে। সুতরাং এখানে কখন কি হয় সে বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু বলা যায় না। আপনি দোয়া করবেন যের মরার আগে আমি অন্তত আর এবার ভোট দিতে পারি।

১৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৭

nicolai বলেছেন: থানক য়ৌ ফোর শারে ি লিকে ঠí ìন ফো ফনাফ fnaf world

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আসতাগফিরুল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.