নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঠোপথ২৩

মেঠোপথ২৩ › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই

০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২১

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই

ট্রাম্প হচ্ছে একজন আপাদমস্তক বিজনেসম্যান। কমলা হ্যা্রিস যেহেতু ইন্ডিয়ান বংশোদ্ভূত তাই ইন্ডিয়ান ভোটার টানার জন্য সে নির্বাচনের আগে বাংলাদেশ প্রসঙ্গ টেনে জাস্ট একটা টূইট করেছে। এর পেছনে লবিস্টদের হাত থাকতে পারে। তবে ভারতীয় জনগনের বাংলাদেশ বিষয়ে কোন মাথাব্যথা নাই , আর আমেরিকান ইন্ডিয়ানদেরতো নয়ই। ইন্ডিয়ান পত্র পত্রিকা পড়লেই দেখা যায় যে , তারা কি পরিমান উত্তেজিত ছিল কমলা হ্যরিসকে নিয়ে। একজন ভারতীয়র জন্য সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট হতে পারাটা অনেক গর্বের বিষয়। ইন্ডিয়ানদের ভোট যে কমলার পক্ষে যাবে , এটা জানাই কথা। তবে কমলা হ্যরিস একজন মহিলা এবং সাদা আমেরিকান নয়। এই বিষয়টাই ট্রাম্প এর পক্ষে বেশি কাজ করেছে যেহেতু সে হোয়াইট সুপ্রিমেসীতে বিশ্বাষী । আমেরিকাতে আজতক কোন মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়নি। সেখানে একজন নন -হোয়াইট মহিলা প্রার্থীর জেতার সম্ভাবনা এমনিতেই ক্ষীন ছিল।

এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে । বাংলাদেশ যুক্তরাস্ট্রের কাছে নেহাতই একটা দরিদ্র ক্ষুদ্র দেশ। আমেরিকার মুল মাথাব্যথা রাশিয়া। ভারতের সাথে যুক্তরাস্ট্রের সম্পর্ক খারাপ এই ইস্যূতে। সম্প্রতি ভারতের ১৯টি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। view this link

পতিত স্বৈরাচারের এই দেশের জনগনকে দমন করে রাখার অন্যতম একটা অস্ত্র ছিল ভয়ের রাজ্য তৈ্রী করে রাখা। স্বৈরাচারের দোসররাও একই কায়দায় মানুষকে ভয় দেখিয়ে দমাতে চাইছে। তারা চারদিকে বলে বেড়াচ্ছে যে, ট্রাম্প এসে নাকি শেখ হাসিনাকে পুর্নবাসিত করবে !!! এরপর উপদেষ্টারা নাকি সব দৌড়ে পালাতে থাকবে!! বাস্তবতা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে বর্তমানে ভাল সম্পর্ক আমেরিকা প্রসাষনের। গনতান্ত্রিক আমেরিকায় প্রেসিডেন্টদের স্বেচ্ছাচারী হবার সুযোগ একেবারেই নাই। জাতিসংঘ যেখানে বাংলাদেশের পাশে আছে , সেখানে ট্রাম্প কোন দুঃখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে? কি কারনে ? স্বৈরাচারের দোসরদের যুক্তি হল মোদি - ট্রাম্প খুব ভাল বন্ধু !! কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বন্ধু বলে কোন কথা নাই , রাস্ট্রের স্বার্থই সব দেশের ক্ষমতাসীনদের কাছে মূখ্য।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩১

আমি সাজিদ বলেছেন: ট্রাম্প স্বৈরাচারকে ক্ষমতায় বসাবে না ঠিক। উড়ে এসে জুড়ে বসা কিংস পার্টির লাইন্সেন্স টু কিল আর রিসেট বাটনের চেক এন্ড ব্যালেন্সের জন্য ট্রাম্পের আসার দরকার ছিল।
ইয়ে, ট্রাম্পের বিরুদ্ধে জ্বালাও পোড়াও করার কোন মাস্টারপ্ল্যান করা যায় নাকি?

২| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫

তানভির জুমার বলেছেন: শেখ ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করলে সর্বপ্রথম টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বলে আশাবাদী আওয়ামিলীগ নেতাকর্মীরা।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

আমি সাজিদ বলেছেন: মনে পড়ে যায় বাইডেনের সেলফিকে ব্যানারে লাগিয়ে আওয়ামী লীগের সেই মহাসমাবেশের কথা। আপনারাও ট্রাম্পের ব্যানার লাগিয়ে স্লোগান দিন -
" ট্রাম্প আসলেও আমেরিকার ফরেন পলিসির চেঞ্জ নাই"
"মাস্টারমাইন্ডদের সাথে ট্রাম্প আছে"
আমি কে তুমি কে, রাজাকার রাজাকার , কে বলেছে কে বলেছে? ট্রাম্প আমেরিকার ট্রাম্প আমেরিকার

তবে ইলেকশন না দিয়ে এখন লুঙ্গি তুলে বসে থাকার উপায় নাই। দেশের জনগণ মূর্খ হোক/ শিক্ষিত হোক/অশিক্ষিত হোক, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউই ক্ষমতায় আজীবন বসে থাকতে পারবে না। বাংলাদেশের মানুষ ভুল করবে, ভুল থেকে শিখবে, স্বৈরাচার নামাবে , বাচ্চা কাচ্চাদের কান ধরে পড়ার টেবিলে নিয়ে যাবে।

৪| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪০

আহরণ বলেছেন: হুমমমমমমমমমমমম.... ওর স্যালাইন রেডি আছে @ ভাইয়া?

৫| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের রাজনীতি এখন যে পর্যায়ে আছে কোনো কিছু আগাম বলার সুযোগ নেই।

৬| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫০

ক্লোন রাফা বলেছেন: অবশ্যই কিছু ইমপ্যাক্ট পড়বে। আপনি ঠিকই উপলব্দি করার পর এই পোষ্ট প্রসব করিয়াছেন। মোদির সাথে ট্রাম্পের একটা সম্পর্ক আছে ! সেটার কিন্চিত পরিমান হোলেও মোদি ব্যাবহার করবেন। আমেরিকার পুরো প্রশাসন কিন্তু পাল্টে যায় প্রেসিডেন্টের সাথে। কাজেই বাইডেন প্রশাসনের মত সহায়তা পাবেননা ড.ইউনুস।
ট্রাম্প একজন অনৈতিক ব্যাবসায়ি । টাকার বিনিময়ে লবিং করা খুব সহজ তার কাছে ! বিগত সাশনে সেটাই পরিলক্ষিত হয়েছে। শুধু সেটা নয় , পুতিনের সাথেও ভালো সম্পর্ক । কাজেই কিছুটা আশাহত হোতেই পারে বাংলাদেশের বর্তমান সরকার। তবে সরাসরি কোন হস্তক্ষেপ করবেনা ট্রাম্প যা বাইডেন প্রশাসন করেছে! এটার জন্য কিছুটা সস্তিতে থাকতে পারেন ড. ইউনুস।

৭| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৩

অগ্নিবেশ বলেছেন: ট্রাম্প চাচায় আবার মুসলমানদের দ্যাখেতে পারে না। এই পাগলে কি যে করব বুঝতারি না।

৮| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৮

কাঁউটাল বলেছেন: Trump IS BACK !!!!!! B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

৯| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২০

প্রহররাজা বলেছেন: তেমন কিছু হবে না, খালি টাকা দেয়া বন্ধ হবে আর আমেরিকায় দলবল নিয়ে গিয়ে বড় বড় লেকচার দেয়া বন্ধ হবে।

১০| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২১

কাঁউটাল বলেছেন:

১১| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৩

কাঁউটাল বলেছেন:

১২| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫

অগ্নিবেশ বলেছেন: ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদী
জয়ের পথ প্রশস্ত হতেই ট্রাম্পকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে ট্রাম্পের সঙ্গে তাঁর কিছু পুরনো ছবি পোস্ট করে মোদী লেখেন, ‘‘চলুন একসঙ্গে কাজ করি!’’ ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানালেন তিনি। সেই সঙ্গে বিশ্ব শান্তি, স্থিতি বজায়ে মিলিত ভাবে কাজ করার কথাও বললেন ভারতের প্রধানমন্ত্রী

পাগলাগুলা সব জোট বেধেছে, একে একে পুটিন আর কিম বাইর হবে, হাসিনারে মোদি বাচাইছে, ইউনুসও এখন মোদীর পায়ে ড্রাইভ দেবে।

১৩| ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০১

অগ্নিবেশ বলেছেন: গান্ধী মইরা ভুত হইছে, চরমপন্থীদের শিক্ষা দিতে পাচটা চরমপন্থী দল একজোট হইছে, এইবার জমবে মজা। মুমিনরা এইবার সেকু মাকুর ধুতির নীচে আশ্রয় লইবে। লও ঠ্যালা।

১৪| ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তেনারা ভাবছে ট্রাম্প কোলে কইরা হাসিনাকে সিংহাসনে বসাইয়া মুজিবের কবরে মিলাদ মাহফিল কইরা হোয়াইট হাউজে ঢুকবে।

১৫| ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭

জুল ভার্ন বলেছেন: পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার চ্যালাচামুণ্ডাদের ধারণা- মোদির অনুরোধে ট্রাম্প ডক্টর ইউনুস সাহেবের সরকারকে ফেলে দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসাবে।

১৬| ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ট্রাম্প কোলে কইরা হাসিনাকে সিংহাসনে বসাইয়া দিবে।

১৭| ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

জ্যাকেল বলেছেন: টেরাম মামু মুদিরে ভালা পায়, এর লিগা মুদি নানা হাসু নানির লাগিয়া ফায়দা লিবার চেস্টা করবিক। সে বুঝা লাগিচ্চে। কিন্তু মামুরা!

আমেরিকার আগের পেসিডেন যেইটা সাইন কইরা দিয়া যায় সেইটা বদল হইবার কুনু চান্স নাইক্কা। ইডাও মাথায় রাখন লাগবো। নাকি? B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.