নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। তেলাপিয়া সমাচার

০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৮



মাছ খাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী হাত-পা হারিয়েছেন। পরে জানতে পারেন তার খাওয়া মাছটি বিষাক্ত ছিল। তার বন্ধুরা জানিয়েছেন—তেলাপিয়া মাছ ভালো করে রান্না না করে খেয়েছিলেন ওই নারী। আর এ খবর সংবাদমাধ্যমে উঠে আসার পর অনেকের কাছে মনে হতে পারে, হয়তো তেলাপিয়া মাছটি বিষাক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি তেলাপিয়া মাছ বিষাক্ত?

মূলত যেকোনো মাছ বা সি-ফুড থেকে মারাত্মক খাদ্য বিষক্রিয়া হতে পারে। পানিতে ভিব্রিও ভালনিফিকস ব্যাকটেরিয়া থাকে। যা মানুষের শরীরে সংক্রমিত হলে মৃত্যু পর্যন্ত হয়। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন।

এ ব্যাকটেরিয়া ঠান্ডা পানিতে বংশ বিস্তার করতে পারে না। তবে যে পানিতে এই ব্যাকটেরিয়া থাকে, সেখানে থাকা মাছ ও সব জলজ প্রাণীর শরীরে থাকে এটি। কিন্তু জলজ প্রাণীর জন্য ব্যাকটেরিয়াটি ক্ষতিকর না হলেও মানবদেহের জন্য এটি ক্ষতিকর। ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম আর করিম রেজা এ ব্যাপারে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এবার তাহলে ব্যাকটেরিয়াটি কীভাবে ছড়ায়, এর লক্ষণ এবং প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জেনে নেয়া যাক।

যেভাবে ছড়ায় : কাঁচা, অর্ধ-সিদ্ধ বা কম রান্না করা মাছ বা সি-ফুড খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে এই ব্যাকটেরিয়া। তবে শেলফিস ও ওয়েস্টার থেকে বেশি সংক্রমিত হয় এটি। এছাড়া পানি থেকে ত্বকের ক্ষতের মাধ্যমেও সরাসরি শরীরে প্রবেশ করে থাকে।

লক্ষণ : এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে খাবার খাওয়ার পর বমি, পাতলা পায়খানা, প্রচণ্ড পেটব্যথা ও জ্বর হয়। এসব মূলত খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ। তবে ত্বকে সংক্রমিত হলে আক্রান্ত জায়গা গরম অনুভূতি, লালচে হয়ে ব্যথা হওয়া ও ফুলে কালচে হয়ে যেতে পারে। আর সংক্রমণ যদি রক্তে ছড়িয়ে পড়ে তাহলে মৃত্যুর শঙ্কা থাকে।

সাধারণত যাদের ইমিউনিটি কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও লিভারজনিত রোগ রয়েছে, তাদের ঝুঁকির পরিমাণ বেশি থাকে। এ ছাড়া রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিকের থেকে কমে যাওয়ায় শরীরের বিভিন্ন জায়গায় ফোস্কা ও গ্যাংরিন হওয়ার সম্ভাবনা থাকে।
এমন রোগীদের মৃত্যু হয় সেপটিক শকে।


গেল দেড় যুগ তেলাপিয়া খাইনা । একবার রান্না করা তেলাপিয়া থেকে ভয়ানক দুর্গন্ধে সচেতন হলাম । খাইনি অইদিন সেই মাছ । কদিন বাদে ড্রেন থেকে প্রচুর তেলাপিয়া মারতে দেখে সজাগ হলাম । বাসায় সেইথেকে তেলাপিয়া আনা বন্ধ । বাংলাদেশে বিস্তর মাছ আছে খাওয়ার । আমাদের মাছ সাপ্লাই যে দেয় তাকে বলা আছে চাষের মাছ আমাদের বাসায় দেবেন না ।
প্রতিরোধ ও চিকিৎসা : মাছ, সি-ফুড কিংবা অর্ধ-সিদ্ধ বা কম রান্না করা খাবার খাওয়া যাবে না। বিরত থাকাই শ্রেয়। পানিতে নামলে ত্বকের কোথাও কালচে, ফুলে যাওয়া কিংবা ব্যথা হলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর ত্বকে যদি ক্ষত থাকে তাহলে পুকুর, নদী বা সমুদ্রে নামা যাবে না। কারও মাঝে যদি মাছ বা সি-ফুড খাওয়ার পর এসবের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩০

Sayed Kutub বলেছেন: জাতীয় মাছ তেলাপিয়া বা পাঙাশ কে ঘোষণা করা হোক।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুস্থ্য থাকার জন্য খাদ্য সচেতনতা একান্ত জরুরী।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

আহা রুবন বলেছেন: দুর্গন্ধের কারণে কিছু দিন শুধু ছোট মাছ কিনতাম। ভাল কথা চাইনিজদের কিন্তু এসব রোগ হবে না।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

কামাল১৮ বলেছেন: অনেকটা কৈ মাছের মতো টেষ্ট বলে অনেক খেতাম।দামেও সস্তা

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৯:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জণসচেতনা মূলক পোষ্টের জন্য ধন্যবাদ ।
............................................................................
আমাদের দেশে প্রচুর তেলাপিয়া চাষ হয় ।
ভালো খামারীর চাষের মাছ যথেষ্ট সুসাদু
তবে কিছু কিছু অসাধূ ব্যবসায়ীর কারনে বাজারের মাছ ভালো না খারাপ তা বুঝা দায় ।
তাই আমি ও দীর্ঘ ৫/৭ বৎসর হলো কোন তেলাপিয়া কিনি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.