নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভারত সম্পর্কের অবনতি! কার দায় কি????

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৬



সরনকালের সবচেয়ে খারাপ সময় পাড় করছে বাংলাদেশে-ভারত সম্পর্কে। কুটনীতি- বানিজ্য সবকিছুতেই যাচ্ছে তাই অবস্থা!!! সম্পর্ক খারাপ হবেই না বা কেন??? দিল্লি গত ১৭ বছর বাংলাদেশকে এক প্রকার ভারতীয় প্রদেশের মত করে রেখেছে পলাতক, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে। বিডিআর বিদ্রোহ ভারতের পরোক্ষে অবস্থান অনেকটা ওপেন সিক্রেট বিষয়। এছাড়া অসামঞ্জস্যপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি, দুই দেশের বানিজ্যিক ঘাটতি, ন্যায্য পানি, করিডোর, বাংলাদেশ থেকে ইচ্ছে মত সুযোগ-সুবিধা নেওয়ার বিষয়গুলিই‌ আছেই‌ । কিন্তু আমার আজকের বিষয় ভারতীয় আগ্রাসন নিয়ে না‌। একটু যদি ফ্ল্যাশ ব্যাক এ যাই, স্বাধীনতা পর ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক উন্নতি-অবনতি মধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু ২০০৯ এর পুর্বে ভারত কখনো প্রকাশ্যে ও নগ্নভাবে বাংলাদেশের একটি নির্দিষ্ট দলকে সমর্থন বা অভ্যন্তরীণ ব্যাপারে এভাবে হস্তক্ষেপ করেনি। এর দায় কি শুধু ভারতের???


২০০৪ সালে ১০ ট্রাক অস্ত্রের কথা মনে আছে!!! বর্তমানে কিছু হুজুগে পাবলিকেই দেখছি, দশ ট্রাক অস্ত্র, ভারতকে ভাগ করার স্বপ্নে বিভর হয়ে লুত্ফুর জামান বাররকে নায়কোচিত বীর বানিয়ে ফেলেছে‌। কিন্তু আমার কাছে ব্যাপারটি মোটেও এমন না!! নিছকই একটি হটকারীতা!! প্রথমত, বাংলাদেশর তিন দিক থেকে পরিবেষ্টিত একটি দেশ ভারত, যা কিনা পরমানু শক্তিধর আবার বাংলাদেশ থেকে ২২ গুন বড় একটি দেশে যখন আপনি, নিজ ভুখন্ড ব্যবহার করে বিচ্ছিন্নপন্থী (উলফার) বা স্বাধীনতাকামীদের অস্ত্র সরবরাহে করবেন, তারা কি মুখে কুলুপ এঁটে বসে থাকবে? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, একজন বাংলাদেশী হিসেবে, গত ১৬ বছর ভারতীয় আগ্রাসন আমাকে যেভাবে ব্যাহত করেছে, তেমনি বা়ংলাদেশের ভুমি ব্যবহার করে ভারতীয় বিচ্ছিন্নপন্থীদের অস্ত্র সরবরাহ করার খবর নিশ্চিয় একজন ভারতীয়কে উদ্বিগ্ন করে তুলেছে‌। ঠিক, নিউটনের ৩য় সুত্রের "Every action has the same & opposite reaction" এর মত করে কি গত ১৬ বছর আমরা ভারতের কাছ থেকে এই বিপরীত প্রতিক্রিয়া দেখেছি????

দ্বিতীয়ত, শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারী হয়ে উঠলো? শেখ হাসিনার প্রথম আমলের শাসন খুব বেশি ভারত কেন্দ্রিক বা স্বৈরাচারী মনোভাব ছিল বলে আমার মনে হয় না। বাজারে এমন কথা চাওর আছে, পশ্চিমা ও ভারতীয় কোম্পানিকে বা়ংলাদেশের জ্বালানী খনিগুলোতে ঠুকতে না দেওয়ার, তিনি ২০০১ ক্ষমতায় আসতে পারেনি। এরপরের সবচেয়ে বড় ইভেন্ট ২১ আগষ্টের বোমা হামলায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা!!!! বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায়ই সময় বিভিন্ন টকশোতে ২১ আগষ্ট সম্পর্কে বলছেন, "রাষ্ট্রীয় মদদ ছাড়া এ ধরনের হামলা অসম্ভব"!!! বিএনপির নেতা ও তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এই হামলার বিরুদ্ধে ও বিএনপি অবস্থান নিয়ে তীব্র নিন্দা জানিয়ে ছিলেন। সাংবাদিক ইলিয়াস, আমার দেশ আরো কিছু নিউজে দেখলাম, শেখ হাসিনা নাকি ভারতীয় "র" এর সাহায্য নিজেই এই হামলা ঘটিয়েছেন। এর কিছুই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নী!!! কোন
তথ্য -প্রমাণ ছাড়া, ব্যাকরাউন্ড মিউজিক দিয়ে একটি রিপোর্ট করা আর কি!!!! যদি এমন ই হয়, তবে তৎকালীন সরকার কেন জর্জ মিয়ার নাটক সাজালো???? তবে একটু সন্দেহ থেকে যায়, কারন‌‌, হাসিনা‌ নাকি জাতিসংঘ সহ বিদেশি কোন পর্যবেক্ষক দলকে বোমা হামলার বিষয়ে তদন্তে সহযোগিতা করে নি?

যাইহোক, ইহা একান্ত আমার ব্যাক্তিগত চিন্তা-ভাবনা‌। আমি কোন দল কানা বা কোন দলের অন্ধভক্ত না। রাজনীতি সচেতন ব্লগারগন নিজ নিজ অবস্থান থেকে উপযুক্ত বিষয়ে ব্যাখ্যা করলে হয়তো, দেশের আলোচিত দুইটি বিষয়ে উপসংহার টানতে পারবো।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:০৮

শ্রাবণধারা বলেছেন: বেশ ভালো একটি লেখা। র-এর সাহায্যে হাসিনা নিজেই নিজের উপর হামলা করেছে - এতো দেখি সাংঘাতিক অনুসন্ধানী সাংবাদিক!

আর ২০০১ সালে জ্বালানি খনিগুলোতে পশ্চিমা ও ভারতীয় কোম্পানিগুলোকে ঢুকতে না দেওয়ার কারণে হাসিনা ভোটে হেরেছে - এটা ডাহা মিথ্যা কথা। বাস্তবতা হলো, খুব সামান্য কিছু কয়লা ছাড়া, বাংলাদেশে এমন কোনো জ্বালানি খনিই নেই।

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৪০

কলিমুদ্দি দফাদার বলেছেন: বেশ ভালো একটি লেখা। র-এর সাহায্যে হাসিনা নিজেই নিজের উপর হামলা করেছে - এতো দেখি সাংঘাতিক অনুসন্ধানী সাংবাদিক!
ইহা এমনিতেই একটি ঘোলাটে বিষয়! আপনি তো দেখি কোন উপসংহার ছাড়া,‌আরো মাথা ঘুরায়ে দিলেন?? B:-)

আর ২০০১ সালে জ্বালানি খনিগুলোতে পশ্চিমা ও ভারতীয় কোম্পানিগুলোকে ঢুকতে না দেওয়ার কারণে হাসিনা ভোটে হেরেছে - এটা ডাহা মিথ্যা কথা। বাস্তবতা হলো, খুব সামান্য কিছু কয়লা ছাড়া, বাংলাদেশে এমন কোনো জ্বালানি খনিই নেই।
একদা আমেরিকার "ইউনোকল", কানাডার "নাইকো" বাংলাদেশের গ্যাসক্ষেত্র গুলো খনন করতো। যতদূর মনে পড়ে, দেশে উত্তোলন কৃত এই গ্যাস বিদেশি কোম্পানিগুলো আবার বাংলাদেশে বিক্রি করতো।

২| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: ভারত ভুল নীতি ধরে এগুচ্ছে।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০০

কলিমুদ্দি দফাদার বলেছেন: নিজের ভুল-ভ্রান্তি পর্যবেক্ষণ আত্মশুদ্ধি বুদ্ধিমানের কাজ।

৩| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৬:২৭

পারস্যের রাজপুত্র বলেছেন: হিমালয়ান বরফ বেল্টের অর্ধেক হাইড্রো পটেনশিয়াল আছে বাংলাদেশের মাথার উপরে। এ ইকনমিক গোল্ডমাইন ফর ইন্ডিয়া এন্ড লাইফলাইন ফর বাংলাদেশ। ভারত এই হাইড্রো-পটেনশিয়ালকে কাজে লাগাতে চায়। কিন্তু শিলিগুরি করিডোরে যায়গা না থাকায় বাংলাদেশের উপরদিয়ে হাই ক্যাপাসিটি বৈদ্যুতিক করিডোর নিতে চায়। এই বিষয়টা সম্ভবত বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি অথচ সবচেয়ে ধামাচাপা দেওয়া একটা ইস্যু। এই লেখা দুইটা পড়লে আরও বিস্তারিত বুঝবেন:

দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ গ্রিড বাংলাদেশের জন্য একটি মৃত্যুফাঁদ।

সাউথ এশিয়ান গ্রিডের নামে বৈদ্যুতিক করিডোরের ভয়াবহ পরিনাম

১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে হচ্ছে‌। বিস্তারিত পড়লে হয়তো আরো জানতে পারবো।
সময় করে আপনার পোষ্টে পড়ে মন্তব্য করবো। ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।

৪| ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ৮:১৬

চাষী২০২৫ বলেছেন:


সামু তো নতুন নতুন রাষ্ট্র-বিজ্ঞানীর জন্ম দিচ্ছে!

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: দেশদ্রোহী, রাজাকার, আলবটরগন ফাঁসিতে ঝুলে বাংলার মাটিতে সায়িত আছেন। কথিত নামধারী দেশপ্রেমিক মুক্তিযুদ্ধারা, তেলের ড্রামে বসে আমেরিকা পাড়ি জমিয়েছেন, নিউইয়র্ক বসে বিদেশি মদ্য পান করছেন। তরুন প্রজন্ম কাদের বিশ্বাস করবে???

৫| ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২ এবং ৩ নং প্যারায় বলেই দিয়েছেন। আসলে আমরা অনেক মানুষকে দেখি নিজে যা খুশি করুক, রিঅ্যাকশন এলেই খারাপ। বাইরের দেশ থেকে অস্ত্র এনে আরেক দেশের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করবেন কিন্তু তারা কিছু করলেই দোষ। আমি আপনাকে বোমা মেরে মারার চেষ্টা করব, চিকিৎসাও করতে দেব না, তারপর বলব আপনি নিজেই বোমা মেরে মরতে চেয়েছেন। আপনি কি জানেন এই ব্লগে এখনও সুশীল বেশধারী শুয়োর ছানা আছে যারা মনে করে শেখ হাসিনা নাকি নিজেই নিজেদের ওপর বোমা মারছেন?

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: প্রিয় আপা, ২১ আগষ্ট বোমা হামলা নিয়ে সুষ্ঠু বিচার, নিরপেক্ষ তদন্তের চেয়ে রাজনীতি করেছেন বেশি। ওনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, হামলার পর জাতিসংঘ সহ পশ্চিমা অনেক পর্যবেক্ষক দলকে হামলার ব্যাপারে কোন প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করেন নি। উক্ত ঘটনার এক নাম্বার আসামি মুফতি হান্নান গোপালগঞ্জের অধিবাসী। "ডালমে কুচ কালা হে"

৬| ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৩৪

মেঠোপথ২৩ বলেছেন: পোস্টে কইস্যা মাইনাস। একজন বাংলাদেশপন্থী এমন লেখা লিখতে পারে না। ব্লগের ভারতপন্থীদের জন্য আদর্শ লেখাই বটে !



১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:৩৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: যাইহোক, ইহা একান্ত আমার ব্যাক্তিগত চিন্তা-ভাবনা‌। আমি কোন দল কানা বা কোন দলের অন্ধভক্ত না।
ভুল- ভ্রান্তি নিয়ে মানুষ, আমি ও তার ও উর্দ্ধে নয়। আপনার বিচার-বিশ্লেষণ যুক্তি দিয়ে গ্রহনযোগ্য কোন পর্যবেক্ষন পেলে অবশ্যই চিন্তা-ভাবনার পরিবর্তন করবো।

বাংলাদেশেপন্থী মানেই কি হটকারীতা!!!! "সাপের লেজ দিয়ে কান চুলকানো"?
১০ ট্রাক অস্ত্র ভারতে প্রবেশ করলে না হয়, তৃপ্তির ঢেকুর তুলতাম।
বিডিআরের এই ম্যাসাকার, ১৬ বছরের শোষনের রিভেঞ্জ বাংলাদেশ কিভাবে নিবে?
ভারতের সাথে যুদ্ধ করবে????

৭| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: মৌন্য প্রতিবাদ চলছে চলবেই :P

৮| ১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৮

রিফাত হোসেন বলেছেন: পোস্টের সাথে সহমত। আমরা যারা দলকানা নই তাদের কথা বলেছেন।

এই পোস্ট লীগপন্থীদের ভাল লাগবে না। আবার হাসিনার ইতিবাচক নিয়ে লিখেন, দেখবেন যে দলপন্থিদের ভাল লাগবে না!
এদের কাঁধে আল্লাহ মনে হয় ১টি ফেরেস্তা রেখেছে! (আল্লাহ মাফ করুক) একটি সংগঠনের বা মানুষের ভাল ও উভয় দিক যে থাকতে পারে তা তারা স্বীকার করতে চায় না। জামাতও ব্যতিক্রম নয়। ১৯৭১ কে তারা যেন চিনেই না!!! ভুল করে মানুষ তওবা করলে, অনুশোচনা করলে মানুষ কেন! আল্লাহও মাফ করার কথা।

১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: জ্বি! চমৎকার বলেছেন। এদেশে কখনো সঠিক পথে বুদ্ধিদীপ্ত সংবাদ, বা জবাবদিহিতা ছিল বলে কখনো মনে হয় নি।
ক্ষমতায় আসার সাথে সাথে রাজনৈতিক দলগুলো বাতাসে পালের হাওয়ায় মত সংবাদ, বিচারব্যবস্থা, আইনকানুন
নিজেদের মত করে পরিচালনা করে। পুর্বের করা সকল অন্যায় বৈধ ছিল বলে একটি স্বচ্ছ ন্যারেটিভ তৈরি করে। নামধারী মিডিয়া হাউজ গুলো স্বার্থ হাসিল আর কিছু সুযোগ সুবিধার আশায় এক পাক্ষিক নিউজ করে সকল অপকর্ম গুলো আড়াল করে।

৯| ১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাংলাদেশপন্থি লেখা কোনগুলো হবে বুঝতে পারছেন না? বিম্পি-জামায়াত যা বলবে বা লিখবে তাই বাংলাদেশপন্থি। তারাই বাংলাদেশ। দেশে যে খুন-খারাপি-চাঁদাবাজি এসব নিয়েও কিছু লিখতে পারবেন না। আপনাকে কেবল শেখ হাসিনার ১৬ বছরের শাসন নিয়ে যা খুশি তাই লিখতে হবে, তাহলেই আপনি বাংলাদেশপন্থি।

১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: আংশিকভাবে আপনার সাথে একমত। কোন রাজনৈতিক দলের পুর্বের করা সকল অন্যায় অপকর্ম আওয়ামী ফ্যাসিবাদী বলে ছাড় বা বৈধ বলার সুযোগ নেই। বাংলাদেশেপন্থী মানে আমি নিজ দেশের স্বার্থ আগে বুঝি, "নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ না"

১০| ১৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৯

নতুন বলেছেন: ভারত শুরু থেকেই নিজেদের সার্থ দেখেছে যার দরুন ভারতবিদ্বেষ জনগনের মাঝে শুরু হয়েছে।
কিছু পাকিপন্হি দেশে আছে যারা ভারত বিদ্বেষ ছড়িয়েছে
ঐ পাকি লাভারা ভারতের বিরুদ্ধে কাজ করাকে জিহাদী জজবা বলে প্রচার করেছে

সহী বাংলাদেশী হইলে ভাদা বা পাদা না হইয়া বাংলাদেশী জনগনের ক্রয় ক্ষমতা, জনবল কাজে লাগিয়ে ভারত সহ অন্য দেশের সাথে বানিজ্যে সুবিধা নিতে চেস্টা করতো।

সেটা না করে কিছু মানুষ পাকিস্থানের সাথে ঐক্যের জন্য ফার্সী কথা বলা শুরু করেছে। আর কিছু ভারতে তাদের আফা আছে সেই আফসোষ করছে।

সহী বাংলাদেশী দালালের সংখ্যা কম।

১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভারত কেন পৃথিবীর সব দেশ নিজের স্বার্থ আগে দেখে!
ন্যায্য হিস্যা আদায় করতে কুটনৈতিক সক্ষমতা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা, স্টেবল অর্থনীতি, উন্নত সামরিক বাহিনীর সক্ষমতা অর্জনের কোন বিকল্প নেই‌। বাংলাদেশে সেই পথে না হেঁটে গেছে পাশ্ববর্তী দেশ ভাগ করতে?? পুর্বে একটি নির্দিষ্ট ভবন থেকে কান্ড জ্ঞানহীন নির্বোধের কিছু কর্মকান্ড কোন রকম কনসিকুয়েনস অনুমান করা ছাড়া যে, ফ্যাসিবাদীর বীজ বপন করে গেছে,‌ যার মুল্যে দিয়েছে সাধারণ জনগন।

১১| ১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

কাঁউটাল বলেছেন: দায় ভারতের

১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

কলিমুদ্দি দফাদার বলেছেন: দ্বিমত করার সুযোগ নেই!

১২| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৮

এইচ এন নার্গিস বলেছেন: কলা ছিলে দিলে বলে 'ছিলে দিলে কেন' ? আবার কলা খোসা সহ দিলে বলে 'ছিলে দাও নাই কেন'? যাই কর না কেন প্রশংসা নাই।

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:৪৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: মানুষ বোধ হয় এমনি!!!

১৩| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৯

কামাল১৮ বলেছেন: সব দায় আমাদের কপালের।

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:৫০

কলিমুদ্দি দফাদার বলেছেন: দেশ নিয়ে কম ভাবেন, সুখে থাকবেন।

১৪| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: আপনার বক্তব্যের সাথে মোটামুটি সহমত। প্রতিটা দেশ সব সময় চাইবে অন্য দেশের বিপরীতে নিজের স্বার্থ হাসিল করা । সত্যি বলতে কি এটাতে আমি দোষ দেখি না। এখন আমাদের রাষ্ট্রপ্রধানরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে যদি স্বেচ্ছায় অন্য দেশের কাছে নিজেদের দেশ বিকিয়ে দেয় তাহলে তাদের সুযোগ না নেওয়াটাই বরং অস্বাভাবিক।

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: এখন আমাদের রাষ্ট্রপ্রধানরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে যদি স্বেচ্ছায় অন্য দেশের কাছে নিজেদের দেশ বিকিয়ে দেয় তাহলে তাদের সুযোগ না নেওয়াটাই বরং অস্বাভাবিক। একদম!!! এইটার উপর আর কোন কথা নাই। আমার দেশের নেতা ভাল না, অন্য দেশকে গালি দিয়ে আমার কী লাভ! ওদের জনসম্মুখে দেশদ্রোহীতার বিচার করেন, আমি হাত তালি দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.