নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের ইফতার মাহফিলে কাদের সিদ্দিকী কি করেন ?

১৬ ই মার্চ, ২০২৫ রাত ৮:৪৯


বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম রাজনীতির প্রতি বিমুখ কারণ তারা পল্টিবাজ রাজনীতিবিদ দের কার্যক্রম দেখে হতাশ। রাজনৈতিক ভাবে সুবিধা নেয়ার জন্য তারা নিজেদের অর্জিত সম্মান বিসর্জন দিতে কার্পণ্য করেন না। জুলাই অভ্যুত্থানের পর এমনই একজন রাজনীতিবিদের পল্টিবাজি নিয়ে আলোচনা চলছে সর্বত্র। বলছি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কথা ! উনাকে যদি গিরিগিটি নামক প্রানীর সাথে তুলনা করা হয় ভুল কিছুই হবে না। জুলাই অভ্যুত্থানের পূর্বে তিনি প্রকাশ্য অথবা গুপ্ত ভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি দরদ ছিলো। ইহাতে তেমন কোনো সমস্যা ছিলো না কারণ আওয়ামী লীগের একসময়কার গৌরবউজ্জ্বল ইতিহাসের কারণে প্রগতিশীল ও স্বাধীনতা যুদ্ধের পক্ষ থাকা মানুষের মিলন মেলা ছিলো সেখানে। কালের বিবর্তনে এখন সে সব কিছুই অবশিষ্ট নেই। আওয়ামী লীগ এখন পুরোদস্তুর মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে। কিন্তু কাদের সিদ্দিকীর মতো মানুষ নষ্ট হয়ে গন্ধ বের হওয়া দলটির বিরুদ্ধে কখনো কঠোর অবস্থায় যেতে দেখা যায়নি। বরং তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য উহার জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন।

কাদের সিদ্দিকী অতীতকালে টাঙ্গাইলে এক স্কুলে বক্তব্য দেয়ার সময় বলেছিলেন তিনি জামায়াতের সাথে বেহেশতেও যেতে রাজি নন। জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের বিপক্ষে দাড়িয়েছিলো মুক্তিযুদ্ধের সময়। একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে এমন কথা শোনাই সবার নিকট আকাঙ্খিত ছিলো। অভ্যুত্থানের পর কাদের সিদ্দিকী যেন ইউটার্ন মারলেন। যে আপার জন্য তিনি জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন বর্তমানে সে আপাকে তিনি বাংলাদেশ ধ্বংসকারী বলে আখ্যা দিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কাদের সিদ্দিকী জামায়াতে ইসলামীর প্রশংসা করে বেড়াচ্ছেন এবং তাদের ইফতার মাহফিলেও গিয়েছেন । যাদের সাথে বেহেশতে যাওয়া অসম্মানজনক মনে করতেন কাদের সিদ্দিকী তাদেরই আয়োজিত মিলাদ মাহফিলে গিয়ে কি তিনি সম্মানিত হলেন ?

এবার আসি জামায়াত প্রসঙ্গে, জান্নাতী দলটির বিরুদ্ধে বেশি কিছু লিখতে চাই না কারণ আল্লাহ যদি নারাজ হন ! আল্লাহ যদি আমার এক চোখ কানা, এক পা লুলা করে দেন তাই এই দলের বিরুদ্ধে লেখার সা্হস পাই না। অতীতের মতো জামায়াতে ইসলামী একই ভুল এবারো করে বেড়াচ্ছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে বারবার তারা সঠিক উত্তর দিতে ভুল করছে। অনেকে ভেবেছিলো এবার জুলাই অভ্যুত্থানে প্রত্যক্ষ ভূমিকা রাখার পর ইহারা নিজেদের সংশোধন করবে। যেই লাউ সেই কদু ! জান্নাতী দলটি অতীতের মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অগ্রজদের মনোভাব ত্যাগ করতে পারে নাই। তারা একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কে ভারতের দান বলে দাবি করছে অন্যদিকে জুলাই অভ্যুত্থান কে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে প্রতিষ্ঠার জোর প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তাদের বিভিন্ন চ্যালাপেলা দাবী করেছে ১৯৭১ সালে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পায় নাই কিন্তু ২০২৪ সালে পেয়েছে। একাত্তরের বিপরীতে অভ্যুত্থান কে দাঁড় করিয়ে তারা সেই ঐতিহাসিক ভুলের পথেই ঘূর্ণিপাক খাচ্ছে।

নিজেদের অতীত কৃতকর্ম নিয়ে জামায়াত বরাবরই হিনমন্যতায় ভুগে। তাই তারা চেষ্টা করছে কিছু মুক্তিযোদ্ধা কিন্তু পল্টিবাজ রাজনীতিবিদ দের সাথে সুসম্পর্ক গড়ে তুলে নিজেদের আদি পাপ মোচনের। এরই ধারাবাহিকতায় তারা প্রথমে কর্ণেল ওলীর সাথে সখ্যতা করেছে। এক সময় ওলী সাহেব তীব্র জামায়াত বিরোধী লোক ছিলেন। বিএনপির সাথে জামায়াতের জোট কখনই ভালো চোখে দেখেন নাই তিনি। কিন্তু এখন তিনি পালটে গেছেন। উনার মুখে শোনা যায় জামায়াত নাকি মুক্তিযুদ্ধের বিরোধী ছিলো না। এবার দেখার পালা কাদের সিদ্দিকী সাহেব কি বলেন ! তাদের উদ্দেশ্যে তরুণ স্বাধীনতাকামী দের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই " মুরব্বিরা ভালো হয়ে যান "।

মন্তব্য ৫৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি জামায়াতের সাথে এখন জান্নাতে যেতে চান। আপনি চান না?

১৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: কিছু কথা থাক না গুপন :-P

২| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪৯

কথামৃত বলেছেন: দাওয়াত রক্ষা করা ওয়াজিব

১৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: অবশ্যি!

৩| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৩

জুল ভার্ন বলেছেন: রাজনৈতিক ভ্যাগাবন্ড গামছা কাদের, কেউ ডেকেছে তাতেই ধন্য।

১৬ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: ২০১৮ সালের এন্টি আওয়ামী লীগ জোটের কথা মনে আছে? মুনাফেক ব্যক্তি !

৪| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৫

নিমো বলেছেন: উনি আপনার পোস্ট লেখার উপলক্ষ তৈরি করেন।

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৭

সৈয়দ কুতুব বলেছেন: সেটা ঠিক আছে। এসব মানুষ আছে বলেই অনেকে করে খাচ্ছেন।

৫| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫৬

আদিত্য ০১ বলেছেন: কাদেরকে ১৯৯৭ সালে কি এমনি শেখ হাসিনা সংসদ থেকে গামছা দিয়ে বের করে দিছে। তখন দল থেকে কাদেরকে বহিষ্কার করাতে অনেকে বলেছিলো, আওয়ামীলীগের বড় একটা রাজনীতিবিদ চলে গেলো। আওয়ামীলীগের ক্ষতি হল। কিছুই না। বরং আগাছা যাওয়াতে ভালো হইছে। খুব শীগ্রই এই রকম আরও কিছু আগাছা মুক্ত করবে শেখ হাসিনা।এই আগাছাগুলার কারনে ৫ আগস্টের জামাতের ভাড়াটে পাকি কমান্ডোরা খুন করে আওয়ামীলীগের ওপর কৌশলে দোষ চাপিয়ে সাধারন মানুসদের রাস্তায় নামাইছে যা অনেক বছরের মেটিকুলাস ডিজাইন। তার উচিত ছিলো এই আগাছাগুলো পরিষ্কার করার। কাদের এরশাদের মতন পল্টি মাল। ২০১৮ সালে ড কামাল আর বিএনপির সাথে জোট করেছিলো।আওয়ামীলীগ থেকে যাওয়া বাতিল মালগুল ভাগাড়ে পড়ে পচে গলে শেষ হয়। এই সব নষ্ট মাল কাজে আসে না

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:১০

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা নিজেই এখন আগাছা হয়ে গেছেন। তিনি আবার কিসের আগাছা দূর করবেন? কাদের সিদ্দিকী গিয়েছে শেখ হাসিনার সন্দেশ নিয়ে জামায়াতের আমীরের কাছে। নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষ দাবী করা দল আর মুক্তিযুদ্ধের বিরোধিতা করা দল ভবিষ্যতে এক সাথে রাজনীতি করবে। এসব কেবল বাংলাদেশে সম্ভব !

৬| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫৯

আদিত্য ০১ বলেছেন: জামাত খুব চেষ্টা করছে ৭১-এর পাকি শান্তিবাহিনীর লেজটা লুকাতে। মেটিকুলাস ডিজাইনের স্লোগান "তুমি আমি কে রাজাকার!"। কিন্তু এই লেজ তাদের থাকবেই, এইটা কেটে না লুকিয়ে পরিচয় বা বৈশিষ্ট্য লুকানো যায় না

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:১১

সৈয়দ কুতুব বলেছেন: ইহা সঠিক মন্তব্য করেছেন।

৭| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:০০

রিফাত হোসেন বলেছেন: নদীর বর্তমান অবস্থার তালে তালে চলতে চান আর কি!

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:১১

সৈয়দ কুতুব বলেছেন: এরা মুনাফেক !

৮| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:২২

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনা নিজেই এখন আগাছা হয়ে গেছেন। তিনি আবার কিসের আগাছা[/sb
আপনার উত্তর আমি আগে থেকেই জানি। শেখ হাসিনা বা আওয়ামীলীগ আপনারা দেখতে পারেন না। এগুলা বলবেনই। শেখ হাসিনা পাঠাইছে কাদেরকে। হাহা। গল্প লিখা শুরু করেন, বাজারে কাটতি হবে। তবে আপনার গল্পগুলোকে কাউটালরা চটি হিসেবে আখ্যায়িত করবে।
অপেক্ষা করেন অল্প কিছুদিন, অনেক কিছু বাকি আছে শেখ হাসিনা ও আওয়ামীলীগ জনগন কিভাবে আনে? আপনারাও আনার জন্য কান্না কাটি করবেন। কিন্তু সেই কান্না দেখাতে পারবেন না। মি টেন পার্ছেন্ট নতুন খাম্বা দিয়ে কোন হাওয়া ভবন বানায় বা গ্রেনেড মারে। অনেক টুইস্ট আছে। আপনারা গেঞ্জিরা শুধু ২০১২ এর পরের সময়ের সাথে পরিচিত আর ইলিয়াস পিনাকির বানানো রসবোধ পিনিকের ইতিহাস গল্প গেলানোর মধ্যে আছেন

অনেক কিছু দেখবেন যা বলছেন তার বিপরীতে কারন... অনেক

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৩২

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা একবার ইউনূস প্রসঙ্গে বলেছিলেন, ঘুষকর যদি খারাপ হয় তবে সুদখোরও খারাপ। একই ভাবে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা যেমন খারাপ একই ভাবে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে তারাও গাদ্দার।

কে কি মনে করে তাতে আমার বয়েই গেলো ! যারা কমেন্ট যোদ্ধা তাদের কেহ কেয়ার করে না।

৯| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৩২

আদিত্য ০১ বলেছেন: আপনার বিএনপি বা আপনার নেত্রী খালেদা বা তারেক নিয়ে একটা প্রশংসামূলক পোস্ট চাই। তাদের কৃত কু কর্মগুলো আর দুর্নীতি ওপর সাদা চুনের মত প্রলেপ হিসেবে আপনার পোস্টটা যদি কাজে দেয়। প্রথমে লিখবেন আপোহীন নেত্রী , তারপর লিখবেন দেশ নায়ক তারেক তোমার অপেক্ষায় আমরা ব্লগ থেকে ক'জন। হিন্টস দিলাম আর কি। তাড়াতাড়ি লিখেন, নয়ত ক্ষমতায় গেলে আর লিখার সময় পাবেন না। হাওয়া ভবনে হাওয়ার ঝড়ে এইসব চুনের প্রেলেপ উবে যাবে

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: তারা অনেক খারাপ কাজ করেছে। কিন্তু ৫= ১৫ কখনোই না।

১০| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৪০

আদিত্য ০১ বলেছেন: শেখ হাসিনা একবার ইউনূস প্রসঙ্গে বলেছিলেন, ঘুষকর যদি খারাপ হয় তবে সুদখোরও খারাপ। একই ভাবে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা যেমন খারাপ একই ভাবে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে তারাও গাদ্দা
হা হা হা.. তারেক তার চ্যালা চামচা মিলে কত পাচার করেছিলো জানি। আপনি কেমনে জানবেন, ঐটা আপনি পেপারে পড়বেন তাও সেগুলো অনেকে ভুলেই গেছে, যাইহোক আপনার দল আসুক নতুন হাওয়া ভবন হোক নতুন গিয়াস উদ্দিন আল মামুন নিয়ে সব খেয়েফেলুক, তাতে কি। ৫=১৫ না ৯০=১৫ হোক।

কমেন্ট তো করি আমরা, আর আমাদেরকে সামুটিম আগেই ওয়ার্নিং দিয়ে রাখছে এক পোস্ট দিয়ে, ঐখানে আমার কমেন্ট দেইখেন, "এই ব্লগে আমার আইডি ব্যান করলেই মনে হচ্ছে আমার ভাত মাছ আটকে যাবে বা আমি অচল হইয়ে যাবো।" কিন্তু কাউটালরা ব্লগারও, তারা সামু টিম চালায়/

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: এত এত জনপ্রিয় নেত্রী কে সাধারণ জনগন ধাওয়া দিয়ে পাঠিয়ে দিলো দাদাদের দেশে! জনগণ সিদ্ধান্ত নিবে তারা খাম্বা কে ভোট দিবে না তাহাজ্জুদের আউলিয়া কে ভোট দিবে।


সামু কে চালায় জানি না। তবে কমেন্ট যোদ্ধা হিসাবে আপনাদের কথা বোঝাই নাই।

১১| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৪৭

আদিত্য ০১ বলেছেন: ব্লগে আসি মজা নেওয়ার জন্য আর কমেন্ট করি। সিরিয়াস হইলে আপনার মত ব্লগ লিখতাম প্রতিদিন ১/২টা করে। আমাদের মত কমেন্ট যোদ্ধারা কমেন্ট করে আপনাদেরকে বড় সড় লেখক বানাতে। এইটুকু বুঝলেন না। আমাদের কমেন্ট যোদ্ধা বানিয়ে তিরষ্কার করলেন। মজা ব্লগে মজা পেতে বা নিতে আমার বেশ ভালো লাগে। কমেন্ট লিখে মজা পাই

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: আমি ব্লগে মোটেও সিরিয়াস না। কিন্তু যে কোনো লেখা আমার লিখতে খুবই কম সময় লাগে। তাই লিখি! আমি লিখতে ভালবাসি। আমার নিকট প্রতিটি মন্তব্য গুরুত্বপূর্ণ। কিন্তু ১/২ জন আছে যারা ট্যাগিং করে উসকানি দেয় যাতে তাদের কুৎসিত প্রতি মন্তব্য করে আমাকে ব্যান খাওয়াতে পারে। তারা হচ্ছে আমার দৃষ্টিতে কমেন্ট যোদ্ধা !


আমি কোনোভাবেই ভালো লেখক না। আপনার কোথাও ভুল হচ্ছে।

১২| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ১:৫৬

আদিত্য ০১ বলেছেন: এত এত জনপ্রিয় নেত্রী কে সাধারণ জনগন ধাওয়া দিয়ে পাঠিয়ে দিলো দাদাদের দেশে জনগন ধাওয়া যদি দিতো, তাইলে আপনারা এনছিপির চ্যালা মুন্ডা বা জামাতকে দেখতে পারেন না কেন। তারাই তো নাটের গুরু। জামাতই আগস্টের ক্যুর মুল চালক। আর আপনারা গিয়ে আগুনে ঘী ঢালছেন। আর এখন সেইটাই নাম হইছে তৌহিদি-জনতা। হা হা। আদৌ কি সেটা জনতার ছিলো। তাইলে নির্বাচন চান কেন? ইউনুসকে জনগনরা আন্দোলন করে বসাইছে। উঠতে বসতে নির্বাচন চান কেন। সবই জনগন করছে আপনাদের মতে। দোষ দিতে জনগন নাম ভাঙ্গাঈয়া। কিন্তু স্বার্থ হাসিলে শুধু গুটি কইয়েক। তাল গাছ আমার এইটাইপ মনোভাব নিয়ে হয় না। ১৫ বছর ক্ষমতার বাইরে আপনার দল ছিলো তাই বইলে যে পীর আওলিয়া না। ২০০১-২০০৬ আমরা দেখছি, আপনারা এখন এগুলো পড়েন তাও কাটছাট। ১৫ বছরের দুর্নীতি ২০০১-২০০৬ এর ধারে কাছেও না। ২০০১-২০০৬ পাচ বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইছে, এইটা কি জানেন?

১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:০৭

সৈয়দ কুতুব বলেছেন: প্রশ্ন:এনসিপিকে কেন দেখতে পারি না?
উত্তর : পুরোপুরি দেখতে পারি না ইহা সঠিক নয়। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে পুরাতন কুটিল রাজনীতি করলে তাদের প্রতি মানুষের আগ্রহ কমে যাবে। প্রবীণ রাজনীতিবিদ দের শ্রদ্ধা করে না। ঢাবি সিন্ডিকেট দলের বড়ো পদগুলোতে। ছাত্রদের বুকের রক্তের উপর দিয়ে কয়েকজন উপদেষ্টা হয়েছে কিন্তু তারা এখন বেকারত্ব নিয়ে কোনো কথা বলেনা। হাজার শ্রমিক বেকার হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিতে দেখি নাই। বিরোধি পক্ষ(আওয়ামী লীগ) অনেক নেতা কর্মী জেলে অথবা রাস্তাঘাটে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে যা কোনোভাবেই নতুন বন্দোবস্তের সাথে যায় না। অপরাধী হলে বিচারের মাধ্যমে সাজা হবে। থানা হেফাজতে বা ডেকে নিয়ে হত্যা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিপরীত। এদের পিছনে একটি কালো শক্তির সাপোর্ট আছে। সব শেষ বুদ্ধি বেশ্যাদের কথা শোনে এরা। নিজেদের ভাবনা চিন্তা নাই।

১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:০৮

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত-শিবিরের ঐতিহাসিক চরিত্র বদলায় নাই। মাসুদেরা আসলে কোনোদিন ভালো হয় না।

১৩| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:০০

আদিত্য ০১ বলেছেন: বিএনপি ভালো বা বিএনপি দুর্নীতি করে নাই, করলেও কম করছে, এই ধরনের গাজাখুরি গল্প লিখে ভিউ পাবেন, কারন দাবার গুটির চাল একটু ভিন্ন দিকে গেছে। কিন্তু এই চাল আবার ভিন্ন দিকে যাবে এইটাও মনে রাইখেন তাইলেই হবে, আর মনে না রাখলেও দাবার কাউন্টার এটাক বার বার আসে এইটা চিরাচরিত নিয়ম বা এভাবেই চলে

১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:০৯

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি যতই করাপশন করুক যেহেতু রিসেন্ট ক্ষমতাচ্যুত হয়েছে আম্লিক, এখন তাদের প্যানডোরার বাক্স খুলবে মানুষ।

১৪| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:২০

আদিত্য ০১ বলেছেন: আওয়ামীলীগ দুর্নীতি করেছে, এইটা আমরা স্বীকার করি।কিন্তু ২০০১-২০০৬ তারেক বাবর, গিয়াস, আরও কত যে নাম আসবে, খালেদা কি করছে। এইগুলা আপনারা মানতে চান না বা একেবারে হালকা করে দেখেন। আওয়ামীলীগ ক্ষনিকের জন্য দাবার গুটির চালে ভুল করেছে সেই খেসারত দিচ্ছে। আপনারা সেই মধুর খাচ্ছেন। নইলে এত বড় বড় কথা আসতো না। জুলাই-আগস্টের সবকিছু করেছে জামাত। আপনারা যাস্ট ঘী ঢালছেন। এইটাকে বলছেন জনতার। তাইলে জনতাই ইউনুসকে বসাইছে, ইউনুস আরও ১০ বছর থাকুক, আপনারা এত ব্যাকুল হইছেন। ট্যাম্পু স্ট্যান্ড বাজার মাঠ ঘাট সব খানে চাদা নিয়ে মারামারি করছে, এত ক্ষুদা আর তর সইছে না। আপনারা না এত ভালো। তাইলে এগুলা করেন কেন। ইউনুসকে বসাইছে জনগন, কারন আপনাদের মতে এই আন্দোলন করেছে জনগন, তাইলে আপনারা এত ক্ষমতা মধু খাওয়ার জন্য এত ব্যাকুল হইছেন কেন?

১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: কারণ দেশে দীর্ঘদিন নির্বাচন হচ্ছে না।

১৫| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:২৫

আদিত্য ০১ বলেছেন: শুনেন বিএনপি করলেও বিএনপি দুর্নীতি নিয়ে কথা বলার সৎ সাহস রাখবেন। বিএনপি প্যান্ডোরা বাক্স আওয়ামীলীগের চাইতে বেশি, একটু নেট ঘাইটেন।

আমরা আওয়ামীলীগের দুর্নীতি নিয়ে কথা বলি, শেখ হাসিনার ভুল নিয়েও কথা বলি। কিন্তু আপনারা বিএনপি মনে করে জান্নাতের বাগান আর খালেদা তারেককে মনে করে ফেরেশতা। তাদের ত্রুটি বা দুর্নীতি নিয়ে কথা বলতে চান না। এইটা যেদিন করবেন সেদিন মনে করবো বিএনপির প্রকৃত সমর্থক। নিজের দোষগুল ধইরেন, শুধু সেকেন্ডে আওয়ামীলীগ জইপেন না।

১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:৪০

সৈয়দ কুতুব বলেছেন: সেটা সময়ে দেখা যাবে।

১৬| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:২৯

আদিত্য ০১ বলেছেন: আপনারা মনে করেন নিজেদের একটা একটা ফেরেশতা আর যুক্তি বা তর্ক আপনারাই জানেন। প্রশ্ন শুরু করলে বিএনপি-র হইয়ে উত্তর সৎ সাহস নিয়ে দিতে পারবেন না। একটাও না। আওয়ামীলীগের দুর্নীতি নিয়ে আমরা অনেক সরব, আমরা সৎ সাহস নিয়ে বলতে পারিনা, কিন্তু জামাত বা বিএনপি যারা করে তাদের নাই। আর আপনারা বিএনপিকে জান্নাতের বাগান মনে করেন। পেপার কাটিং কিছু হইলেও আছে।

১৭ ই মার্চ, ২০২৫ রাত ২:৪০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ৩:৫৭

জ্যাকেল বলেছেন: ৭১ নিয়ে আম্লীগ ব্যবসা করে গেছে। ছাল বাকল সব বিকরি করে দিয়েছে এরপর নিজেরা ধ্বংস হইয়া গেছে। এখন বাকি আছে বাম ভেকধারী একদল সুচিল। এরা এখনো কুয়োর ব্যাংয়ের মত করে ভাবছে। তারা জানে না-
হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল!

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০১

সৈয়দ কুতুব বলেছেন: বাম ভেকধারী অথবা নয়া দেশপ্রেমিক সবাই কে জাতি চিনে। সো নো চিন্তা ডু সাহরী !

১৮| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৯

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: বিএনপি যতই করাপশন করুক যেহেতু রিসেন্ট ক্ষমতাচ্যুত হয়েছে আম্লিক, এখন তাদের প্যানডোরার বাক্স খুলবে মানুষ। র‍্যাব কে কারা গঠন করেছিলো? জানেন? আওয়ামীলীগকে শায়েস্তা করার জন্য তারা র‍্যাব বানাইছিলো। তখন আহসানউল্লাহ মাস্টারকে তারা মারছিলো। জনপ্রিয় মেয়র হানিফকে মেরেছিলো, এস এম কিবিরয়াকে মেরেছিলো, গুম করেছিলো র‍্যাব বানায়ে। এই র‍্যাবকে এখন বিএনপি বিলুপ্তি চায়। কেন তারাই গুম করার জন্য বানাইছিলো। আপনাদের চোখে বিএনপি জান্নাতে বাগান, সেখানে শুধু ফেরেশতা আর ফেরেশতা।

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১০

সৈয়দ কুতুব বলেছেন: আজকে এত ক্ষেপা কেন?

১৯| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:২১

আদিত্য ০১ বলেছেন: বুঝছি, বিএনপি জান্নাতের বাগান আর তারেক খালেদা হইলো ফেরেশতা কুলের শীরমনি। ২০০১-২০০৬ বিএনপি প্যান্ডোরা বাক্স আওয়ামীলিগের চাইতে বেশি। পাচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন
বুঝছি, বিএনপি জান্নাতের বাগান আর তারেক খালেদা হইলো ফেরেশতা কুলের শীরমনি। ২০০১-২০০৬ বিএনপি প্যান্ডোরা বাক্স আওয়ামীলিগের চাইতে বেশি। পাচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন
বুঝছি, বিএনপি জান্নাতের বাগান আর তারেক খালেদা হইলো ফেরেশতা কুলের শীরমনি। ২০০১-২০০৬ বিএনপি প্যান্ডোরা বাক্স আওয়ামীলিগের চাইতে বেশি। পাচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন
বুঝছি, বিএনপি জান্নাতের বাগান আর তারেক খালেদা হইলো ফেরেশতা কুলের শীরমনি। ২০০১-২০০৬ বিএনপি প্যান্ডোরা বাক্স আওয়ামীলিগের চাইতে বেশি। পাচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন


নেন আপনার আওয়ালীয়ার কুকর্মের ছোট্ট আমলনামা, এই রকম হাজারটা আছে, শুধু আপনাদের চোখে পড়ে না

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১০

সৈয়দ কুতুব বলেছেন: কেউই ফেরেশতা নয়।

২০| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:২৩

আদিত্য ০১ বলেছেন: আপনার পীর এভাবে আবার ফুলে মালা নিয়ে বিদায় নিবে

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১২

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে পীর নেই যা আছে সবাই বহিপীর!

২১| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:২৪

আদিত্য ০১ বলেছেন:
বিএনপি হল জান্নাতের বাগান, সে বাগানে বসে কুতুব সাহেব জান্নাতের ফল খায়

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১১

সৈয়দ কুতুব বলেছেন: বসুন্ধরা নিজেই ক্রিমিনাল গ্রুপ। আওয়ামী লীগ কত হাজার কোটি টাকা পাইসে বসুন্ধরা গ্রুপ থেকে?

২২| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৩০

আদিত্য ০১ বলেছেন: এখন এই ছোট্ট পেপার কাটিংগুলো ডিলিট দিয়েন, কি আর করবেন, বিএনপি হইলো ফেরেশতাদের আড্ডাখানা

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১৩

সৈয়দ কুতুব বলেছেন: হ্যা! ধন্যবাদ।

২৩| ১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:১৬

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: বসুন্ধরা নিজেই ক্রিমিনাল গ্রুপ। আওয়ামী লীগ কত হাজার কোটি টাকা পাইসে বসুন্ধরা গ্রুপ থেকে? [/sb
বিম্পির আউলিয়াদের নিয়ে ছোট্ট কিছু আমলনামা দিবো, তখন উত্তর রেডি রাইখেন। তবে চাইলে আপনার উত্তর আমি বানিয়ে দিতে পারি। আপনি কি উত্তর দিবেন তা আমি জানি

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: অপেক্ষায় রইলাম। ধন্যবাদ!

২৪| ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ৭:২৪

রোবোট বলেছেন: আপনার প্রশ্নের উত্তর, "ইফতার করেন।"

১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: বেস্ট এন্সার দিয়েছেন।

২৫| ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৭

মেঠোপথ২৩ বলেছেন: জামাতের আমীর লোকটা একটা পেডোফাইল। জামাত, হেফাজতকে একটু শক্ত হাতে টাইট দেয়া দরকার সরকারের। এদের কারনে ইসলাম ধর্ম বিতর্কিত হচ্ছে। এইসব ভন্ড বক ধার্মিকদের সর্বাবস্থায় বর্জন করতে হবে।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: জান্নাতি দল নারাজ হতে পারে। প্লিজ এভাবে বলবেন না। :-P

২৬| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: জামাত গত পনের বছরে গর্তে ছিলো।
হাসিনা না থাকাতে তারা গর্ত থেকে বের হয়েছে। জামাত মুলত ৭১ এর পরাজিত দল। এরা চাচ্ছে ৭১ এর প্রতিশোধ নিতে।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২০

সৈয়দ কুতুব বলেছেন: আর কাদের সিদ্দিকীর মাধ্যমে ৭১ এর পরাজিত শক্তির সাথে নেগোসিয়েশন করতে চায় আপা। ছিঃ!

২৭| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৩

কু-ক-রা বলেছেন: উহা (জ্যাকেল) সঠিক বলিয়াছে। জামাতি এবং বামাতি, এই দুই শয়তানের কবল হইতে বংগদেশকে উদ্ধার করিতে হইবে।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:০৩

সৈয়দ কুতুব বলেছেন: জামাতি রা নতুন মুক্তিযোদ্ধা ! তাদের বিরুদ্ধে কিছু বলবেন না প্লিজ! :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.