নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগোপন জীবনের ওপিঠ।

সা-জ

ভবনা গুলো

সা-জ › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ

১৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

একা একা নিঃসঙ্গ হয়ে বেঁচে থাকা বেশি কষ্টের, বড়ই বেদনাদায়ক। এরপরও কারো কারো এমনই নিঃসঙ্গ বন্ধুহীন জীবন বেছে নিতে হয়। এই জীবনের মাঝে আর আনন্দ থাকে না। অসুস্থ্য হয়ে পড়লে পাশে কেউ থাকে না। কেউ নিয়ম করে খাবার তুলে দেয় না, ওষধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেয় না। এমনই আরো অনেক প্রযোজনীয় জিসিনগুলো সময় মতো চাহিদা মাফিক পাওয়া যায় না।
এইসবের মধ্যে লুকিয়ে থাকে অভিমান, নিজেকে আড়াল করার প্রচেষ্টা, একগুয়ে মনোভাব এবং নিজের প্রতি চরম উদাসীনতা।
নিজেকে একঘরে করে রাখা, না পাওয়ার দুঃখবোধ স্বাধীন চেতনার মানুষগুলোকে অনেকটা সময় এই রকম একটা অবস্থায় নিয়ে যায়। এভাবে নিজেকে সাবার কাছ থেকে লুকিয়ের রাখার ফলাফল ভালো হয় না। মানুষের সাথেই চলতে হয়, মানুষের কাছেই যেতে হয়। সব মিলিযে মানব আত্মার প্রকৃত জয় তখন হয় যখন মানুষের প্রতি কল্যাণ কামনার একটা সুন্দর মন থাকে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২২

মোগল সম্রাট বলেছেন:


এখনকার সময় নিঃসঙ্গ নামের কোন শব্দ আর অবশিষ্ট আছে নাকি? এক একটা স্মার্ট ফোন মানে শত শত মানুষের সাথে বসবাস করা।

২| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ৮:২৮

সা-জ বলেছেন: এক একটা স্মার্ট ফোন মানে শত শত মানুষের সাথে বসবাস করা। তা ঠিক
কিন্তু কত জনের সাথে সঠিকভাবে যোগযোগ রক্ষা করা যায়।

৩| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.