নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

পরিবার-পরিকল্পনা মন্ত্রণালয়ের চোখ কি সামুতে পরে না? (রম্য | রিপোস্ট)

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

বুঝলাম না! বরাবরের মতো এটাই কি সামুর প্রোডাকসন টাইম নাকি??? গতবছরও এই সময়টাতে লক্ষ্য করেছি সামুর নতুন বাচ্চা জন্ম নিছে (যদিও সারা বছর সেগুলার আর তেমন খবর নাই)! তাই ঐ বছর জনস্বার্থে দিছিলাম। এ বছর আবারও নতুন বাচ্চা-কাচ্চা জন্ম নেওয়া দেখে দিলাম। যদিও সংগ্রহীত তারপরও যেভাবে সামুর নতুন বাচ্চা-কাচ্চা নিয়ন্ত্রণহীণভাবে জন্ম নিচ্ছে তাদের খেদমতে কাজে লাগবে আশা করে শেয়ার করছি। গতবারে এবং এবারের কমেন্টে পাওয়া নামগুলোও যোগ করে দিলাম।

মনিটর আলম,
থ্রিডি জামান,
মাউস চৌধুরী,
মজিলা আক্তার,
অপেরা খাতুন,
কেবল দেওয়ান,
মডেম খন্দকার,
ডিভিডি খান,
গুগল মিয়া,
প্রোফাইল চৌধুরী,
শিডিউল আলম,
ফোল্ডার শেখ,
রিফ্রেশ মাহমুদ,
ইমেইল পাটোয়ারী,
ল্যাপটপ আনোয়ার,
অ্যাভাস্ট চক্রবর্তী,
আইবিএম চট্টোপাধ্যায়,
আইপড কিবরিয়া,
কামরুজ্জামান এক্সেল,
ইন্টেল চক্রবর্তী,
হাব রায়,
আসুস মজুমদার,
সিম্যুলেশন রোজারিও,
সার্ভার তালুকদার,
র্যাম মোহন রায়,
অ্যাপেল খান,
কেসিং আক্তার,
ডুয়েল রানা,
অডিও হাওলাদার,
এক্সপি সিং,
ভিসতা মোল্লা,
ডিভাইস অধিকারী,
আন্ডু মিয়া,
ফোর জি রোজারিও,
ক্র্যাশ রাহুল,
ফরম্যাট মজুমদার,
অ্যাডোবি গাংগুলি,
রিমোট চৌধুরী,
ফোর কে রিয়াজ,
সাইফুল হাব,
এলসিডি জুয়েল,
মাল্টিপ্লাগ শ্রমণ ,
বেগম ওয়েব,
এক্সপি সিং,
পেনড্রাইভ হাওলাদার,
শেয়ারিং শফিক,
পিসি সরকার (এই নাম বিখ্যাত যাদুকর পিসি সরকারের দখলে অনেক আগে থেকেই ছিল) ইত্যাদি...


সংযুক্তি:

*শায়মা বলেছেন:
অনলাইন ক্লাস বিবি
হুরমতী বূয়া
কমেন্ট খান
মিঃ নিক
মাল্টিমিয়া
ব্যান চৌধুরী
জবাবভাই ( জটিলভাই এর জমজ ভাই)

*মোঃ মাইদুল সরকার বলেছেন:
কপি বেগম
পেস্ট পোদ্দার
কাট কুদ্দুস
এডিট আনিস

*কৃষিজীবী বলেছেন:
এম বি চৌধুরী
মাইক্রোসফট ফখরুল
উইকিলিকস কাদের
ইভিএম হুদা
ভিপিএন নুরু
গুগল রাব্বানী
ইয়াহু বদরুল

*জগতারন বলেছেন:
ব্যাটারী হুজু্‌র
বাডাইল হুজুর

*জিকোব্লগ বলেছেন:
ম্যাক মাহমুদ
ম্যাভেরিক্স মনির
সিয়েরা বেগম
মোজাভে মোল্লা
ক্যাটালিনা খাতুন
ভেনচুরা চৌধুরী
লিনাক্স মণ্ডল
ফেডোরা মুখার্জী
ওরাকল ব্যানার্জী
ডেবিয়ান চ্যাটার্জী
উবুন্টু ঠাকুর

*রাফখাতা- অপু তানভীর বলেছেন:
ব্লগ পাটোয়ারী
পোস্ট রহমান
কমেট খাতুন
স্টিকি রায়হান

*মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভুয়া পিসি
মনিটর মনির
প্যাড পাঠান

আজব লিংকন বলেছেন:
ওয়াইফাই বিল্লাহ
রাঊটার মনির
টাইপ ছি তনু
নেটফ্লিক্স মণি
ওয়ারলেস বাবু

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৯

আজব লিংকন বলেছেন: ওয়াইফাই বিল্লাহ
রাঊটার মনির
টাইপ ছি তনু
নেটফ্লিক্স মণি
ওয়ারলেস বাবু

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৫

জটিল ভাই বলেছেন:
আপনার নিকটাও কিন্তু চমেৎকার! :)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১০

শায়মা বলেছেন: কমেন্ট খান
মিঃ নিক
মাল্টিমিয়া
ব্যান চৌধুরী
জবাবভাই ( জটিলভাই এর জমজ ভাই)


এসব ব্লগীয় নিক হতে পারে....

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৮

জটিল ভাই বলেছেন:
ভীমরতি আনার
লিম ভার্ট প্রো
মস্তিষ্কবিকৃত কবি

নামগুলি কেমন? :P

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৪

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা মরে গেলাম হাসতে হাসতে!!!!!!!!!!!! :P

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩১

জটিল ভাই বলেছেন:
আরে তুমি মরলে ব্লগ চালাবে কে? এই নতুন জন্ম নেওয়া বাচ্চাদের তুমিইতো একমাত্র আশ্রয়স্থল। সেইফ হোম =p~
তুমি না থাকলে কে তাদের সেইফ করবে? :P

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫০

শায়মা বলেছেন: আহা আহা সেভ দ্যা চিল্ড্রেন এনজিও খুলে ফেলি.....

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০০

জটিল ভাই বলেছেন:
ভাবছি একটা মাল্টি খুলবো। খুললে সেইফ করে দিবাতো? =p~

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: ক্লাসি বস্তি, ক্লাসিছাগু, ক্লাসি মডেল, ক্লাসি কাটমোল্লা - এই নাম গুলি কেমন লাগে? এই ক্লাসির ওস্তাদও কিন্তু কম যান না, ওনার আজকের একটা পোস্টে আট দশটা আইডি থাকার কথা বলেছেন । ওনার পরের আইডিটা মনে হয় হবে " আমাকে ব্যান করবেন না প্লিজ" ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫০

জটিল ভাই বলেছেন:
জানি আপনিও পুরাতন ব্লগার। নতুনরূপ খারাপ নয়। কিন্তু নতুনরূপে যেনো নিজের বুদ্ধির দীপ্তি কমে না যায়। আমি জানি আপনি চাইলেই যে নামগুলো সাজেস্ট করেছেন সেগুলো যথেষ্ঠ্য ক্রিয়েটিভভাবে সাজেস্ট করতে পারতেন। কিন্তু প্রতক্ষ্য উদ্দেশ্য প্রণোদিত হবার কারণে নামগুলো মূল পোস্টে যুক্ত করতে না পারায় আমার ভীষণ খারাপ লাগছে। আপনার নিকটে অনুরোধ আপনি ক্রিয়েটিভ নামসমূহ সাজেস্ট করুন যেনো তা মূল পোস্টে যুক্ত করে ধন্য হতে পারি।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: জ্যেষ্ঠ ব্লগার হিসেবে (বয়স এবং এই ব্লগে সিনিয়র দুই হিসেবেই) আপনার কাছে একটু জিজ্ঞাসা ছিল।
ব্লগের ব্যান বিশেষজ্ঞ ব্লগার পাদাড়ু'র ২৪ সেপ্টেম্বরের পোস্টে একজন মডারেটর কমেন্ট করেছেন -"আপনার সকল ব্লগিং সুবিধা ফিরিয়ে দেয়া হয়েছে যাতে আপনার নিজের প্রকাশিত লেখাগুলোর মাঝ থেকে পছন্দের বা প্রয়োজনীয় সকল পোস্ট চাইলে সরিয়ে নিতে বা অন্যভাবে সংরক্ষণ করতে পারেন। "

পাদাড়ু যখন সেমিব্যানে ছিলেন, তখন কি ওনার পক্ষে উনার পোস্টগুলো ওয়ার্ড প্যাডে সেভ করে নেওয়া সম্ভব ছিল না? পোস্ট সংরক্ষণ করার জন্য ব্যান তুলে নিতে হবে এই বিষয়টা কি করে হয় আপনার অভিজ্ঞতার আলোকে আমাকে একটু বোঝাতে পারবেন কি?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৬

জটিল ভাই বলেছেন:
আপনি যেভাবে জ্যেষ্ঠ বলছেন, তেমন কিছু আমি নই। হয়তোবা আপনার চাইতেও অনেক নবীন। তাই অবশ্যই জানেন যে, ব্লগে মডু নিয়ে উল্টা-পাল্টা বললে কি হতে পারে। এমনওতো হতে পারে যে আপনি মডুর মাল্টি =p~
ক'দিন আগেও বুঝা যায়নি হাসিনার পতন হবে। কারণ গেইমটা অনেক গভীর। কর্তৃপক্ষ যা চায় তাই হবে। বরং এসব বিষয়ে কথা বলতে গিয়ে না আবার নীতিমালার বেড়াজালে দেখা যাবে পাশার দান উল্টে গেছে। তাই আদার ব্যাপরি হয়ে জাহাজের খবর না নেওয়াই কি উত্তম নয়? :P

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৮

গোবিন্দলগোবেচারা বলেছেন: ওই মডারেটর আরো বলেছেন " ব্লগ নীতিমালার কিছু নির্দিষ্ট ক্লজ যেমন অযৌক্তিক ব্যক্তি আক্রমন, স্থূল সমালোচনা, বিরোধিতার নামে ইচ্ছেকৃতভাবে কাউকে অপদস্থ করার চেষ্টা করার বিষয়ে ব্লগ-টিম নিশ্চিত হওয়া মাত্রই 'সোনাগাজী' নামক আইডিটিকে চূড়ান্তভাবে বন্ধ করে দেয়া হবে।"
ব্লক কর্তৃপক্ষ যদি নিশ্চিত না হয় তাহলে এতদিন পর্যন্ত পাদাড়ুর অ্যাকাউন্টটি সেমিব্যান করে রাখা হলো কেন?
শুধু অনুমান বা হিংসা বা অপরের অভিযোগের কারণে কোন প্রমাণ ছাড়া কি একজনকে সেমিব্যান করে রাখা যায়?
এ ধরনের অপকর্ম যদি ব্লগের এডমিন করে থাকে, নিশ্চিত না হয়ে যদি কাউকে শাস্তি দিয়ে থাকে, তবে এডমিনের কি কোন বিচার /শাস্তি হওয়া উচিত না?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৮

জটিল ভাই বলেছেন:
পূর্বের মতোই বলতে হয়, আদার ব্যাপারির জাহাজের খবর না নেওয়াই উত্তম =p~

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৯

গোবিন্দলগোবেচারা বলেছেন: প্রশ্নগুলো আমি ওই পোস্টেই করতাম কিন্তু পাদাড়ু আমাকে কমেন্ট ব্যানে রেখেছে বলে ওখানে কমেন্ট করতে পারলাম না। আপনার পোস্টগুলি বিচিত্র হয় বলে এখানে আসতে ভালো লাগে তাই এখানেই কমেন্ট করলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০০

জটিল ভাই বলেছেন:
আপনার পোস্টগুলি বিচিত্র হয় বলে এখানে আসতে ভালো লাগে তাই এখানেই কমেন্ট করলাম।
এই অংশের জন্যে আন্তরিক জটিলবাদ এবং কৃতজ্ঞতা। আপনার ভালো লাগা আমায় আনন্দিত করলো ♥♥♥
আমার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ আপনার দিকে সুনজর প্রদান করুন এই আশা ব্যক্ত করছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.