নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সামুটিমের প্রতি অনুরোধ, সোনাগাজী নিকটাকে ব্যান করবেন না।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১



আমি "অনুরোধ" শব্দটি ব্যবহার করছি, কারণ আমি সামুতে সবচেয়ে বেশী সময় ব্লগিং করেছি এবং সামু আমাকে সেই "প্রিভিলেজ" দিয়েছে এবং সামুও সংগ্রাম করে টিকে আছে। প্রিভিলেজ প্রদানকারী সংস্হাসমুহ তাদের নিজস্ব রীতিনীতি লেখার সময়, কোনভাবে নাগরিক অধিকারকে "ওভাররাইট" করতে পারে না।

বর্তমান নিকের বাহিরেও, সামু আমার ৬টি নিক( চাঁদগাজী, খেলাঘর, ইপিআর২১,পাঠক৭১, পংবাড়ী, ফারমার ) ব্যান করেছে; দু:খের বিষয়, সেই নিকগুলোকে ব্যান করার সময় সোস্যাল মিডিয়ার নিয়ম মানা হয়নি; আমি সেগুলো নিয়ে কিছু বলিনি।

সোনাগাজী নিক সম্পর্কে টিম যেসব কথা খোলা ব্লগে বলছেন, সেগুলো সোস্যাল মিডিয়ার নিয়মের বহির্ভুত। আমি ব্লগিং ভালোবাসি, এবং আমাকে ব্লগে যেভাবে অপদস্ত করা হয়, সেই তুলনায় আমি কাউকে কিছুই বলি না; আমাকে যেন কারো রোষের শিকার হতে না'হয়, সেজন্য এই অনুরোধ।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৭

আঁধারের যুবরাজ বলেছেন: আমি সামান্য পাঠক এই ব্লগের। তবু আমি অনুরোধ করছি কর্তৃপক্ষের প্রতি আপনার নিকটাকে যেন ব্যান না করে। ব্যান কোনো সমাধান না।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২০

শায়মা বলেছেন: থাক এত উতলা হইওনা ভাইয়া। আমার মনে হয় ব্যান করা হবে না। এই পোস্টের পরে তো আরও নিশ্চয় ভাববে সামুটিম। তবে হ্যাঁ তুমি তো আগের পোস্টে দেখলাম এখনও গো ধরে আছো তুমি যাকে যা ইচ্ছা তাই বলবেই। তবে আমরা দেখেছি শুধু তোমার প্রিয় পাত্রদের ছাড়া মানে যারা বোকার মত তোমাকে তাল দেয় আর তুমি তাদেরকে ভালো ভালো করো। যাইহোক। এমন গো ধরে থাকলে তো সবাই কোনো নিয়ম নিতীর প্রতি শ্রদ্ধাশীল হবে না। :(
তুমি তো সবচেয়ে বেশি সময় ধরে ব্লগিং করছো এই কারণে মানুষকে এত বেশি ছোট করে যা তা লিখতে পারো না। কমেন্ট করার সময় তোমার কমেন্ট দেখে মনে হয় মানুষজনকে হার্ট করে তুমি মহানন্দ পাও মানে এটাকেই ক্রেডিট মনে করো। তাও আবার অযথা অহেতুক মানে অপ্রাসঙ্গিকভাবে কমেন্ট দিয়ে বসে থাকো। কেনো এবং কি ভেবে যে এমন করো সেটা তুমিও মনে হয় জানোনা । :(


২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



আমি আপনাকে ছোট করে কোন কিছুই লিখিনি; তবে, আপনি আমাকে নিয়ে পোষ্ট লিখে ছিলেন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: তাই নাকি??

আমাকে ছোট করে লেখোনি!!! B:-)
তোমার মনে হয় স্মৃতিভংশ বলে একটা সমস্যা আছে সেটাই হয়েছে। :)


যাইহোক আমি তো আমাকে ছোট করা নিয়ে কমেন্ট করিনি। আমি অন্যান্য প্রায় সবাইকে নিয়েই তোমার যে সমস্যা আর সেই সমস্যার কারণে তুমি প্রায় অপ্রাসঙ্গিকভাবে ব্যক্তি আক্রমন করে বসে থাকো সেসব নিয়ে বলেছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:




অন্যান্যদের নিয়ে আমার সমস্যা নেই; ওদের অনেকের সমস্যা আছে, ওরা লিখতে পারে না।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৪

জনারণ্যে একজন বলেছেন: আপনার মেরুদন্ড শক্ত ভেবেছিলাম, এখন সকাতর কাকুতি-মিনতি দেখে বেশ খারাপই লাগছে।

এই পোস্ট দিয়ে প্রকারন্তরে আপনি স্বীকার করে নিয়েছেন যে অন্যদের সাথে আপনার আচরণে সমস্যা ছিল। ভবিষ্যতে আশাকরি ওই একই ভুল আর করবেন না।

যে কাজ করলে এ ধরণের অনুরোধ জানিয়ে পোস্ট দিতে হয় (নিজের পার্সোনালিটির সাথে কম্প্রোমাইজ করে), সেই কাজ না করাই বেটার।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৯

সোনাগাজী বলেছেন:


আমার মেরুদন্ড আপনার মত শক্ত নয়: নীচে আপনার মেরুদনড:

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৩৪৯টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ বছর ১৪ ঘন্টা

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন গাজী নিকের যাত্রা শুরু হলে মন্দ হবে না।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



সোনাগাজীকে ব্যান করার কথা বলে হয়েছে; সোস্যাল মিডিয়ায় এই ধরণের কথা না বলাই দায়িত্বশীলতার পরিচয়।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৭

বিউটিফুল ইউ বলেছেন: "আমি হক কথা বলি তাই অনেকের কাছে আমি বেয়াদব, গোঁয়ার ইত্যাদি "

কারও মন রক্ষা করার জন্য নিক বাঁচানোর জন্য কখনো টক্সিক কারও কাছে মাথা নত করবনা। ইনফ্যাক্ট আমি আমার রব ছাড়া কারও কাছে মাথা নত করিনা।


আমি নিয়ম নীতি ভাঙ্গার অপরাধে শুধু ৩ জনকে নীতিমালায় আনার তীব্র সমালোচনা করছি। নীতি মালায় আনলে সবাইকে আনা উচিত। এই ব্লগে সম্প্রতি অনেকে নীতি মালা ভঙ্গ করছে। আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ব্যাক্তি আক্রমণ করেছে। আমি আপনার সাথে তাদেরও ব্যান চাই।

ব্লগে হত্যার উদ্দেশ্যে ব্লগারদের তালিকা প্রস্তুতকারী তার ৩ টি নিক থেকে প্রথম পাতায় লিখছে। মন্তব্য করছে। অথচ একজন নিবেদিত প্রাণ ব্লগার যিনি তার নিজের চেয়েও ব্লগকে বেশি ভালোবাসেন, তার মোট সময়ের ৯৫% ব্লগে দেন, সামুতে আসা কোন পোস্টই পাঠক ও মন্তব্য বিহীন রাখেন না তাকে ব্যান করা হচ্ছে।


২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



দেশে আন্দোলন হওয়ায় ১টি ভয়ংকর সরকারের পতন হয়েছে; কিন্তু যারা আন্দোলন করেেছে, তারা নিজেদের পরিচয় লুকায়ে রেখেছিলো; ইহা ভীতিকর ব্যাপার।

ব্লগার ঢাবিয়ান যেই লিষ্ট তৈরি করেছিলেন, ইহা ভয়ংকর অন্যায় কাজ ছিলো

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৯

বিউটিফুল ইউ বলেছেন: আপনি অনুগ্রহ করে ফেসবুকে আসুন। ব্লগার গোফরান ফেসবুকের পেজ স্টাবলিশ করার ক্ষেত্রে খুবই এক্সপার্ট। আশা করছি অতি দ্রুত তিনি আপনার লেখা বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে রিচ করাতে সক্ষম হবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



আমি ভাবছি।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩১

জনারণ্যে একজন বলেছেন: @ সোনাগাজী, ঠিক বুঝলাম না, মশা-মাছির মতো পোস্ট করার সাথে 'শক্ত-মেরুদণ্ডের' কি সম্পর্ক! একটু বুঝিয়ে বলবেন, কেমন।

নিক ফিরে পাওয়ার জন্য, ব্যান তুলে নেয়ার জন্য, এখানে আপনার মতো কান্নাকাটি কেউ করেছে বলে মনে হয়না।

আকাম করার পর ব্যান করলে নাকে খত দিয়ে সবার সামনে প্রতিজ্ঞা করেন যে ওই আকাম আর করবেন না। তারপর আনব্যান করলেই আবার সেই একই আকাম, আবার সেই ভুল শিকার করে অনুরোধ-উপরো......

একই নাটক বার বার দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:



আপনি এখনো কিছু লেখেননি; আপনি লিখতে সমর্থ হবেন না।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মনবল হারাচ্ছেন কেন? নতুন করে আবার শুরু করুন। আপনি আপনিই, অন্য কেউ নয়।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



মনোবল ঠিক আছে; বাংলাদেশে মানুষের অধিকার সহজে হরণ করা হয়; আমি আমার বেলায় ইহা যাতে না'ঘটে সেই চেষ্টা করছি।

মনে আছে, আপনি অসুস্হ হওয়ার পর, ডিপার্টমেন্ট আপনার বেতন দেয়নি।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

আজব লিংকন বলেছেন: সিনিয়র আপনার এই লেখাটি পড়ে অনেক ভাল লাগলো।
শুনেছি, অহমিকা অনেক জ্ঞানী মানুষদের বিনাশ ঘটিয়েছে।
ভাল থাকবেন। নিজের প্রতি যত্ন নেবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৮

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনি আগে আরো অনেক বেশী জ্ঞানী ছিলেন।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিক ব্যান করা বা না করার রাজনীতি থেকে মুক্ত থাকতে চাই ।
...........................................................................................
বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি
জাষ্টিস বা ফেক জাষ্টিস সবই সময়ের ফ্রেমে বন্দী ।
যা আমাদের দেশে প্রত্যক্ষ করছি ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:



খোলা ব্লগে এসব নিয়ে কথা বলা সামুটিমের উচিত নয়।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬

ভুয়া মফিজ বলেছেন: ঢাকায় আমাদের এলাকায় এক চোর ছিল। এই চোর ধরা পড়লে যখন পিটানো হইতো, আকাশ-বাতাস এক কইরা চিল্লাইতো.........আর করুম না, আর করুম না। তার কাকুতি-মিনতিতে সবাই তারে ছাইড়া দিত। কারন এই জগৎ সংসারে তার কেউ ছিল না। তাছাড়া তার বউও তার স্বভাবের কারনে ভাইগা গেছিলো। সেইজন্য লোকজন তারে দয়া কইরা ছাইড়া দিতো।

কিন্তু হালায় এমনই নির্লজ্জ ছিল যে, কয়েকদিন পরে আবার চুরি শুরু করতো। মোটামুটি প্রতি ছয় মাস / এক বছরে এই ঘটনা ঘটতো। এলাকার কমিশনার ত্যক্ত, মুরুব্বীরা ত্যক্ত, বাসাবাড়ি - দোকানের মালিকরা ত্যক্ত!!! শেষে একদিন সবাই মিল্যা চান্দা তুইলা তারে তার গ্রামের বাড়িতে একটা ঘর তুইলা দিলো। আর এলাকায় তার খোমা দেখানোই নিষিদ্ধ ঘোষণা করলো।

ইন্সপায়ার্ড বাই দ্যাট ঘটনা............আপনে এক কাম করেন। আপনের একাউন্ট ডিটেইলস দেন। আমি আপনেরে কিছু ডলার-ডুলার পাঠাই। সেই ট্যাকা দিয়া ফেইসবুকে একটা ঘর বানায়া থাকেন। লগে যারে যারে মন চায় লয়া যান। এর বাইরে আর কিছু লাগলেও জানায়েন, পারলে সবাই মিল্যা দিমু নে। তারপরেও নিত্যদিনের এই নাটক, কান্নাকাটি বন্ধ করেন; আর ক্ষ্যামা দ্যান।

আপনেরেই রিকুয়েস্ট করলাম, কারন আমাগো মডু প্যানেলের দয়ার শরীর। তারা এই নাটকে সমাপ্তি জীবনেও টানতে পারবো না। কাজেই তাগো কয়া কোন লাভ নাইক্কা!!!! B:-/

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:




আপনাদের এলাকায়, আপনার গণনায় যদি ১ জন চোর থেকে থাকে, আমার গণনায় একাধিক ছিলো।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১১

আমি ব্লগার হইছি! বলেছেন: এবার ব্যান করলে ফেসবুক বা এক্স এ লিখবেন। আপনার লেখা পড়তে আগ্রহী লোকের অভাব নেই।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভাবছি।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

ঢাকার লোক বলেছেন: আঁধারের যুবরাজ লিখেছেন,".. ব্যান কোনো সমাধান না"। আসলেই, সমাধান আপনার নিজের হাতে, অন্যদের সম্মান করতে শিখেন, পছন্দ না হলে এড়িয়ে যান, কাউকে অযথা হেয় করা থেকে বিরত থাকেন, দেখবেন কেউ আপনাকে ব্যানও করবে না, এ ধরণের অনুরোধও আপনাকে করতে হবে না !

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:




আমেরিকায় অনুরোধ সব সময় কাজ করে, আমি বাংলাদেশে অনুরোধ করে দেখছি! আমি লেখকদের সন্মান করি, অসৎদের সন্মান করি না।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৮

দেখা হবে রাজপথে বলেছেন: কি কন আপনি এখনো ব্যান খান নাই মুরুব্বী!!
হায় হায় এর আগের পোস্টে যেভাবে আর লিখতাম না, আর দেখা হইতো না, আল্লাহর কিরা কসম শেষ বইলা যেভাবে ঠোট ফুলিয়ে কান্নাকাটি করছিলেন;আমি ভাবছিলাম আপনি ব্যান ম্যান খেয়ে গাট্টি বোচকা গুটায় লয়ে বিবাগী হয়ে গেছেন!!

গত পোস্টে যেসব পোলাপান আপনারে শেষ বিদায় দিল তাগো কি হইব মুরুব্বি?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৪

সোনাগাজী বলেছেন:



বিদায় বলবৎ আছে; নিজের অধিকার রক্ষার চেষ্টা করতে হয়।

সামুতে আমি ১০ বছরের চেয়ে বেশী সময় ব্লগিং করছি। আমি ৫০০০ পোষ্ট লিখে, ১২০ হাজার কমেন্ট পেয়েছি; আপনি পেয়েছেন ২টি কমেন্ট; সেই ২টি কমেন্ট আমার করা।

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: অন্যের পোষ্টে বিশ্রী কমেন্ট করিয়েন না, আপনার পোষ্টে কেহ বিশ্রী কমেন্ট করলে তারে যা বলার বলিয়েন, সেটা তখন বলাই যায়। এই বয়সে এমন পোষ্ট ভাল লাগে না, অথচ নিজে সামান্য বুঝদার হলে আজ এই কথা আপনাকে লিখতে হত না। অনলাইনে মুলত আপনার কোন পরিচয় নেই, কারন কখনো প্রকাশ্যে নিজ নামে আসেন নাই, কোথায় যুদ্ধ করছেন লিখেন নাই, এখন কোথায় থাকেন তার কোন ছবি নাই, আপনি মারা গেলে আপনি কোন ধর্মের তাও কেহ জানবে না। সব প্রকাশ করে আসুন এবং আপনার পাপ্য সন্মান থাকলে সেটা নিন। তবে আমার মনে হচ্ছে বিদায় নিয়ে সুস্থ্য জীবন কাটান স্ত্রীকে নিয়ে, তবে স্ত্রী আছে কিনা তাও আমরা কেহ জানি না, আপনার সন্তান নাতী নাত্নী আছে কি না তাও আমরা জানি না। আমাদের জানালে আমরা দোয়া হলেও করতে পারবো।

আপনার বিদায়ে আনন্দ লাগছিল, আবার পরে দুঃখও লাগছিল। যাই হোক, যা ভাল মনে করেন, করেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:




আপনি অকারণ বাক্য ব্যয় করছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.