ইংরেজী নববর্ষ ও বর্ষ গণনার একাল - সেকাল। পর্ব-১
বর্ষ গণনার সেকাল-একাল
সময়ের বিবর্তনে আমরা এখন ২০১২ খ্রিষ্টাব্দে দাঁড়িয়ে। মানব জাতির সূচনা থেকে সময় নিরুপনের জন্য অব্দ বা বর্ষ গণনার প্রচলন হয়। সব যুগে একই ধরনের বর্ষ গণনা পদ্বতি না থাকলেও কোনো না কোনো ধরনের বর্ষ গণনার ধারাবাহিকতায় বর্তমান বিশ্বে বিভিন্ন নামে বর্ষ গণনা করা হয়ে থাকে। এসব বর্ষের মধ্যে কোনটি আন্তর্জাতিকভাবে, কোনটি অঞ্চল বিশেষে এবং কোনটি দেশ বা জাতি ভিত্তিক। কেবলমাত্র খ্রিষ্টাব্দ ও হিজরী সাল বিশ্বব্যাপী প্রচলিত। আর অন্যান্য যত অব্দ বা বর্ষ চালু আছে তা দেশ বা জাতিকেন্দ্রিক। অবশ্য পূর্বে প্রচলিত বহু অব্দের নাম জানা যায় যা এখন আর চালু নেই। ২০১২ সালে পদার্পন উপলক্ষে বিশ্বে প্রচলিত খ্রিষ্টাব্দ ও হিজরী অব্দসহ অন্যান্য অব্দ বা বর্ষের পরিচিতি উপস্থাপন করা হলো-
সব্বাইকে ইস্টিং ডিস্টিং শুভাগমন পেক পেক পেক
খ্রিষ্টাব্দ
পৃথিবীর সর্বত্র খ্রিষ্টাব্দ বহুল প্রচলিত। দিওনিউস এক্সিগিউয়ুস ৫৩০ খ্রিষ্টাব্দে এর প্রচলন করেন।
• খ্রিষ্টাব্দ গণনার সূচনাঃ হযরত ঈসা (আ) (খ্রিষ্টমতে যিশু খ্রিষ্টের) এর জন্মের বছর থেকে। পরে জানা যায়- যে বছর খ্রিষ্টাব্দ গণনা করা হয়, যিশু সম্ভবত তার ৪ বছর আগে জন্মগ্রহন করেছিলেন।
• খ্রিষ্টাব্দের প্রসারঃ ১৪০০ সালের আগে খ্রিষ্টাব্দের প্রচলন ছিল সীমিত এলাকায়। পঞ্চদশ শতাব্দীতে খ্রিষ্ট অধ্যুষিত দেশগুলো এ রীতি গ্রহন করে।
• বছরের প্রথম দিনঃ বর্তমানে প্রথম দিন ১ জানুয়ারি। এর আগে বছরের প্রথম দিনটি ডিসেম্বরের ২৫ থেকে ২৫ মার্চ তারিখের মধ্যে বিভিন্ন দিনে পড়ত।
• মাস সংখ্যাঃ ১২
• বছর হয়ঃ ৩৬৫ দিনে। প্রতি – চতুর্থ বছরে অধিবর্ষ বা
লিপইয়ার হয় ৩৬৬ দিনে বছর।
• লিপিয়ার প্রচলন করেনঃ রোমান সম্রাট জুলিয়াস সিজার
• দিবসের শুরুঃ রাত ১২ টার পর থেকে
হিজরী সন
বিশ্বের সব দেশে হিজরী সন প্রচলিত। এটি মুসলমানদের ধর্মীয় সন। কারন রোযা, হজ্ব, উমরা, কুরবানী, ঈদের নামাযসহ অনেক বিধান হিজরী সন অনুযায়ী পালিত হয়।
• প্রেক্ষাপটঃ মহানবী হযরত মুহাম্মদ (সা) হিজরতের বছরকে ভিত্তি করে হিজরী সনের প্রচলন করা হয়।
• সূচনাঃ হযরত উমর (রা) সময় থেকে।
• প্রথম মাসঃ মহররমকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়।
• হিজরী সন শুরুঃ হিজরী সনের শুরু হলো ঠিক হিজরতের দিন থেকে নয়, তার পরিবর্তে ঐ বছরের ১ মহররম থেকে। প্রথম দিনটি ছিল শুক্রবার ১৬ জুলাই ৬২২ খ্রিষ্টাব্দ।
• প্রচলনঃ খলিফা উমর (রা) ৬৩৮ – ৩৯ খ্রিষ্টাব্দে এ অব্দের প্রচলন করেন।
• চন্দ্রবর্ষঃ হিজরী সন হচ্ছে চন্দ্রবর্ষ।
• দিবসের শুরু হয়ঃ সূর্যাস্ত থেকে।
• হিজরী বার মাসের নামঃ মহররম, সফর, রবিউল আওয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, সাবান, রমজান, শাওয়াল, জিলকদ ও জিলহজ্জ্ব।
• সময় গণনা করা হয়ঃ সূর্যাস্তের পর থেকে।
• হিজরী সনে বছর হয়ঃ ৩৫৪ দিনে।
• নববর্ষের প্রথম দিনঃ ১ মহররম।
• সপ্তাহের দিনের নামঃ ইয়াওমুস সাবত, ইয়াওমুল আহাদ, ইয়াওমুল ইসনাইন, ইয়াওমুস ছালাছা, ইয়াওমুল আরবায়া, ইয়াওমুল খামাসা ও ইয়ামুল জুম’য়া।
সবাই ভালো থাকবেন।
পেক পেক পেক
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৭