স্বপ্ন দেখা বলতে আসলে এইম ইন লাইফ টাইপ কিছু বুঝায়। ছোট বেলায় আমার একটাই স্বপ্ন ছিল। একটা স্ট্র এর এক মাথা থাকবে আমার মুখে। আরেক মাথা ডাইরেক্ট সুইমিংপুলের সাথে থাকবে। সুইমিংপুলে পানির জায়গায় থাকবে কোক। কোক এ ভাসতে ভাসতে আমি কোক খাব। পদার্থবিজ্ঞানের নিরবিচ্ছিন্ন ইলেক্ট্রন প্রবাহের মত সেটা হবে নিরবিচ্ছিন কোক প্রবাহ। ফ্লুয়িড ডাইনামিক্স এর কোন সুত্রই সেই কোক প্রবাহ থামাতে পারবেনা। স্বপ্নটা আসলে একদম ছোটবেলার। তাই সুইমিং পুল এর আসেপাশের স্বল্পবসনা তরুনিদের কথা ভাবা হয়নি ।
যাই হোক নানা মানুষ নানারকম স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। স্বপ্ন দেখাতে কোন দোষ নাই। মাঝে মাঝে অনেকের প্রাপ্তি স্বপকেও ছাড়িয়ে যায়। বাংলাদেশ যেদিন আশরাফুল এর সেঞ্ছুরিতে অস্ট্রেলিয়াকে হারাল সেদিন একজনের স্বপ্নকে ছাড়িয়ে গিয়েছিল। সেটা তখনকার বাংলাদেশ এর অধিনায়ক হাবা সুমন (হাবা= হাবিবুল বাশার)। হাবা সুমন এর সারাজীবন এর স্বপ্ন ছিল ডবল সেঞ্চুরী করে বাংলাদেশ কে টেস্ট জিতানো। কিন্তু সে কখনই ভাবেনি তার অধিনায়কত্বে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে। (ঐ সময় সেটা আসলেই অবাস্তব কল্পনা। এমনকি যে কোন স্পোর্টসে সব থেকে বড় অঘটনগুলার একটা ছিল সেটা)। যাই হোক হাবা সুমনের তখন মনে হয়েছিল সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ ।
তবে স্বপ্নের সেই ম্যাচ জিতানো আশরাফুল কে নিয়ে আমাদের স্বপ্ন পূরন হচ্ছেনা। জীবনের প্রথম টেস্ট এ সেঞ্চুরী করে ঢাকা এসে বলেছিলেন “ আমার প্রথম বল থেকে নিজেকে স্যাট (সেট) মনে হয় আর আমার টেস (টেস্ট) খেলতে খুব ভাল লাগে”। তাকে নিইয়ে আমাদের স্বপ্নের পরিধি যে আরো অনেক লম্বা ছিল ।
অনেকের জীবনের একমাত্র ড্রিম হল ড্রিম থিয়েটার এর কনসার্ট দেখা। মানুষভেদে স্বপ্ন ভিন্ন। নতুন বিয়া করা জামাইদের স্বপ্ন থাকে বউয়ের বাড়ি গিয়ে মুরগির রানটা, মাছের মুড়োটা, ল্যাংড়া আমটা খাওয়ার। ভালোবাসা হারানোর মানুষের স্বপ্ন থাকে ভালোবাসা ফিরে পাওয়ার। তবে ক্ষমতার স্বপ্ন অনেক বড় স্বপ্ন। যেমন খালেদা জিয়ার স্বপ্ন হল ক্ষমতা ফিরে পাওয়ার। হাসিনার স্বপ্ন সারাজীবন ক্ষমতায় থাকার ।
যাই হোক। প্রচন্ড টায়ার্ড। তারপরেও আটদিন পর লিখতে ইচ্ছে করল তাই লিখলাম। যে যাই বলুক স্বপ্ন সবাই দেখবেন। কারন স্বপ্ন দেখে এ জীবনে অনেকেই অনেক কিছু হাসিল করেছে। সেটা দিবাসপ্ন ফলেও ক্ষতি নেই, দিবা নামের সুন্দর কোনো মেয়ের স্বপ্ন হইলেও ক্ষতি নেই। কারন স্বপ্ন নিয়ে একটা ডায়লগ ছিল বসুন্ধরা টিভি কমার্শিয়ালে। স্বপ্ন হল সত্যি। ইটের পর ইট।
যাই হোক আমি স্বপ্ন দেখার জন্য ঘুমাইতে গেলাম। আপনারা দেশে দেশের বাইরে যে যেখান থেকে এই ফালতু লেখাটা পরলেন এবং পইরা মনে কষ্ট পাইলেন সবাই ভাল থাকবেন আর স্বপ্ন দেখবেন। কারন এরই মাঝে বেঁচে আছে সুখ দুঃখ হাসি কান্না আর (হানিফ সংকেত এর) ইত্যাদি।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫১