সামস্ এর ওয়ারফেজ ছেড়ে দেয়া উচিৎ। রাসেল ভাই এর কিবোর্ড প্লে কপি করতে যে শামস এর কয়েকটি প্যান্ট ভিজাতে হয়েছে তাতে কোনো সন্ধেয় নাই। রজার ভাই চেষ্টা করেছেন কিন্তু প্রতিভা তো আর কপি করে বাড়ে না। মিজান ভাই চেষ্টা করেছেন ভালই, তাকে কিছু বলার নেই শুধু এইটুকু ছাড়া যে, নিজের গলা দিয়ে গান গাইছেন নিজের মত করেই গান না? বিশ্বের কত খ্যাতনামা ব্যান্ড তাডের ভোকাল পরিবর্তন করেছে, তাই বলে কি আগের ভোকাল এর মত করেই নকল করতে হবে? তাহলে শিল্পির সাক্ষর কোথায়? কমল ভাইকে আর কি বলবো? সারা জীবন জা নাম কামাইলো বিগত কয়েক বছর তা হারানোর জন্যই এখনো গিটারের তার ধরে ঝুলে আছেন।
অনি ছেলেটা দুর্ডান্ত গিটার বাজায়। ভাইব এর আলবামটাতে যা বাজি্যেছে তা নিঃসন্দেহে প্রসংশার দাবি রাখে। তাকে অনুরোধ করা হচ্ছে ভাইব রি-ফর্ম করতে।
আর টিপু ভাই এর পাছায় একটা লাথি মারা দরকার। পর পর দু'টি ব্যান্ড মেটাল মেইজ(রজার এবং সাজ্জাদ) এবং ভাইব(অনি) ভেংগে ডেয়ার জন্য এবং ওয়ারফেজ এর মরোব্বা বানানোর জন্য। আর কত বাঁশ দিবেন এই ব্যান্ডটাকে? মাফ করেন।
ভাইসব! দয়া করে অ্যালবাম টি কিনবেন না। বরং ফকির কে ৫ টাকা দান করেন।
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৯