
যখন, খুব মন খারাপ হয়,
ছোট ছোট বাচচাদের মুখদেখি-
চোখে নৈসর্গিক ভালবাসার দেখি-
ঠোঁটে ভূবন ভূলানো হাঁসি দেখি।
যখ্ন, খুব বেশী উতলা হয় মন,
প্রজাপতি দেখি,
নানা রঙ্গে রাঙ্গা তাদের ডানা দেখি-
নাম না জানা হাজারও ফুলে ফুলে-
উড়ে যাওয়া দেখি।
যখন, বড়বেশী মনে পড়ে তোমাকে,
আকাশ দেখি –
নীল আকাশের বুকে –
সাদা সাদা মেঘ দেখি ,
সন্ধায় অস্তমান সূর্যটার
ক্ষনে ক্ষনে বদলানো রং দেখি।
যখ্ন, বড্ড বেশী একা একা লাগে,
পাখির উড়ে যাওয়া দেখি,
ঝাঁক- বেঁধে উড়ে যাওয়া পাখির ঝাঁক!
সবার পিছনে খুব ক্লান্ত হয়ে,
পিছিয়ে পরা পাখিটাকে দেখি।
যখন, বিস্ননতা জাগে মনে-
মাঝ রাতে অজস্র তারার মাঝে –
এক ফালি চাঁদ দেখি।
তার একা একা বলে যাওয়া –
হাজারও ঘটনার সাক্ষী হয়ে থাকি,
চারপাশে- মহাশশান সম-
ধুধু আঁধার দেখি-
আঁধারেরও যে মায়া আছে- তা দেখি!
যখন, সব কিছুই অসহ্য হয়ে ওঠে-
তোমায় দেখি,
তোমার হাসিমাখা মুখখানি দেখি,
পেয়ে হারানোর কষ্ট দেখি,
তোমার মাঝে- আমায় দেখি।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫৫