আমার নানাভাই দোষ গুন মিলিয়ে একজন অতি সাধারন মানুষ ছিলেন। একটা বিষয়ে তাকে খুব বেশী সচেতন দেখেছি সবসময়।তা হল নামাজ। আমার নানাভাই সঠিক সময়ে এবং অত্যন্ত বিনয় নম্রতার সাথে দীর্ঘক্ষন ধরে নামাজ আদায় করতেন।বড় নাতনী হিসেবে খুবই ভালবাসতেন আমাকে।নামাজের বিষয়ে তার সবচেয়ে কাছের মানুষ ছিলাম আমি।ছোটবেলায় এমন কি কিছুদিন আগে পর্যন্ত ও নানাবাড়িতে গেলে নামাজের সময় হলেই শুরু হত হাকডাক।কোথায় গেলে,নামাজের সময় হয়েছে,দেরী করছ কেন?জাননা,সব কিছুর আগে হিসেব নেওয়া হবে নামাজের?
আজ আমার নানাভাই নিরব নিশ্চুপ হয়ে পড়ে আছেন বিছানায়।
মেডিক্যাল কলেজের ঠিকানায় চিঠি পেয়েছিলাম,
সালাম ও স্নেহ নিও।
জেনে রেখ,যৌবনে যে বৃদ্ধের মত দিনাতিপাত করে,বৃদ্ধাবস্থায় সে যৌবনের স্বাধ উপভোগ করে।
নানাভাইএর স্বপ্ন ছিল নাতনী ডাক্তার হবে,আল্লাহ পাক তা পূর্ণ করেছেন।
কিন্ত আজ মরন রোগে বিছানায় শায়িত,কিছুই করতে পারছি না।
একটু পাশে থাকার ক্ষমতাও নেই।
জীবনের টানে এতদুরে চলে এসেছি...
কাদতেও ভয় হয়,যদি ধৈর্যের সব বাধ ভেঙ্গে যায়!!!!!
সবার কাছে একটু দোয়া চাচ্ছি,আল্লাহ পাক যেন আমার নানাভাই কে ক্ষমা করেন,কবুল করেন,রোগ যন্ত্রনা উপশম করেন।