যে চুরি করছে সে আজ বহাল তবিয়তে আর যে চুরির ঘটনা প্রকাশ করে দিসে সে আজ জেলে!!
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দৈনিক "আমার দেশ" পত্রিকার নন্দিত, সাহসী এবং সত্যনিষ্ঠ সম্পাদক মাহমুদুর রহমানকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানিয়েছেন, ‘তেজগাঁও থানায় দায়ের করা স্কাইপ কথোপকথন কেলেঙ্কারি মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’
স্কাইপ কথোপকথন কেলেঙ্কারি সর্বপ্রথম প্রকাশ করেন বৃটিশ সাময়িকী দি ইকোনোমিস্ট। প্রথম আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালের ঐ সময়কার চেয়ারম্যান ( এ ক্যালেংকারী দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করেছেন) জনাব নিজামুল হক নাসিম আদালতে চলমান মামলার বিচার প্রক্রিয়া ও সম্ভাব্য রায় নিয়ে স্কাইপে মারফত আদালত বহির্ভূত প্রবাসী এক আইনজীবির সঙ্গে আলোচনা করেছিলেন।
বৃটিশ সাময়িকী দি ইকোনোমিস্ট সেই কেলেংকারী ঘটনা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দেয়। আর উদ্ধার করা স্কাইপে কথপোকথন ধারাবাহিকভাবে প্রকাশ করে আমার দেশ। সেই অপরাধে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে।
স্কাইপে কেলেংকারী প্রকাশ হয়ে যাওয়ার পর বিচারকের শপথ ভাঙ্গার কারনে বিচারপতি জনাব নিজামুল হক নাসিমের পদচ্যুত হওয়ার কথা ছিলো। কিন্তু উনি বহাল তবিয়তে আছেন।
উল্টো সেই কেলেংকারী যুক্ত কথাবার্তা প্রকাশ করে দেওয়ায় মাহমুদুর রহমান আজ ১৩ দিনের রিমান্ডে!!
ধিক্! বাকশালী আচরণ!!
ধিক! বাকশালী সরকার!!