লেখালেখির প্রতি আগ্রহটা খুব ছোটবেলা থেকেই। লেখার হাত তেমন ভালো না হলেও ছোটবেলা থেকেই মনের এক কোনে নীরবে পুষছিলাম এ বস্তু। একসময় সে বড় হলো এবং নিজের মতো চলতে শুরু করলো। কোন বাঁধা মানতে চায় না। অনেকবার বুঝালাম যে, এ জিনিষ তোর জন্য না,- সে শুনলোই না। তাই আমিও একসময় আর বাঁধা দিলাম না। তাকে ছেড়ে দিলাম নিজের মতো। আর তার কল্যাণেই আজ সামহোয়্যার ইন ব্লগে লেখালেখি। সত্যি কথা বলতে, এই সামু কমিউনিটিটা আসলে জিনিয়াস ব্যাক্তিদের আধার। এখানে এমন অনেক ব্লগার আছেন যারা সত্যিই জিনিয়াস। নতুনদেরকে তারা সুন্দরভাবে স্বাগত জানান এবং নিরন্তর সাহস যুগিয়ে থাকেন। আর এজন্যই লেখার প্রতি উদ্দীপনা, আগ্রহ বেড়ে যায় অনেকগুনে। তাই প্রথমেই তাদের জন্য 'হ্যাটস অফ'।
প্রথমে ছিলাম রিডার। নানারকম মজার এবং ইন্টারেস্টিং পোস্ট পড়ে মুগ্ধ হতাম। তখনই ইচ্ছা হলো- আমিও লিখবো। কি লিখবো জানিনা তবে, লিখবো। রেজিস্ট্রেশন করলাম। মোটামুটি একটা সময়ের পর প্রথম পাতায় এক্সেস পেলাম। ভালো লাগলো। রিডার থেকে রাইটার হলাম। তো যাই হোক, কথা বাড়াবো না। এমনিতেই আমার পোস্ট বিরক্তিকর হয়। তবে, একটা কথা না বললেই নয়। তা হলো- ইদানিং ব্লগারের সংখ্যা বাড়ছে। ফেইসবুকে বলেছিলাম- ঢাকা এখন আর কাক ও কবির শহর নয়, বরং 'ব্যাংক ও ব্লগারের' শহর। যাই হোক, এটা নিঃসন্দেহে খুব ভালো একটা দিক। উন্নত বিশ্বের সাথে এইদিক দিয়ে আমরা বেশ ভালোভাবেই তাল মেলাতে পারছি বলে আমার মনে হয়। ব্লগ প্রচণ্ড শক্তিশালী একটি মিডিয়া। ব্রডকাস্ট মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মতো একে কন্ট্রোল করা যায় না। ইচ্ছা করলে আমরা একে বিভিন্নভাবে কাজে লাগাতে পারি।
সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে বড় বড় মিডিয়াগুলোও যখন চুপ ছিলো তখন কিন্তু আওয়াজ তুলেছে এই ব্লগ। একে থামিয়ে রাখা যায়নি। যাবতীয় সবকিছুই মানুষের চোখের সামনে চলে এসেছে ব্লগের কল্যাণে। এটা নিঃসন্দেহে পজিটিভ সাইন। সাধারন মানুষের চোখে ধুলো দেয়া এখন আর অতো সহজ নয় কারন, ব্লগাররা পানি হাতে দাড়িয়ে আছে সেই ধুলো পরিষ্কার করার জন্য।
যাই হোক, আজ বর্ষপূর্তি পোস্টে আমার নিজের কিছু পোষ্টের সঙ্কলন আনতে চাই। নিজের ঢোল নিজে পেটাতে লজ্জা লাগছে তবে, না পিটিয়ে পারলাম না। কারন, আমার বেশিরভাগ পোস্টে আমি কোন না কোন ম্যাসেজ দেয়ার চেষ্টা করি। তাই মন্তব্য বা হিটের আশা করি না। যেই ম্যাসেজটা সবার কাছে পৌঁছাতে চাই সেটা পৌঁছালো কিনা-সেটাই সবসময় চিন্তায় রাখি। হ্যা, মাঝে মাঝে মজার করার জন্যেও কিছু পোস্ট দেই। কারন, পড়াশোনার মাঝেও তো বিনোদনের দরকার আছে
আর কথা না বাড়িয়ে এবার কিছু পোস্ট আপনাদের সামনে আনতে চাই-
* বই আলোচনা-
"পৃথিবী কাঁপিয়েছিলো যে দশটি বই"....
"কিছু বিখ্যাত বই....যা অনুপ্রাণিত হয়েছিলো স্বপ্ন থেকে"!!!
"আঙ্কেল টম'স কেবিন".....(যে বই তরোয়ালের চেয়ে শক্তিশালী)
"ওডিসি"- হোমারের সৃষ্ট পৃথিবীবিখ্যাত মহাকাব্য.....
* জীবনী ও কাল্পনিক চরিত্র কথন-
"চ্যাপলিন"........(অসাধারন এক প্রতিভার নাম)
"অ্যালান কোয়াটারমেইন"/Macumazahn-(স্যার হেনরি হ্যাগার্ডের পৃথিবী বিখ্যাত একটি কাল্পনিক চরিত্র)
"শার্লক হোমস"-এক অমর চরিত্রের নাম....
* চলচ্চিত্র বিষয়ক-
"হিস্ট্রি অব অস্কার" (OSCAR- পুরষ্কার নিয়ে কিছু কথা....
"সত্য ঘটনার উপর নির্মিত সেরা কিছু মুভি"
"সম্ভাব্য যে মুভিগুলো সামনে আসছে"- (Heart-Beat কয়েকশো গুন বাড়িয়ে দেয়া পোস্ট)....!!!
"হলিউডের সর্বকালের সেরা ব্যায়বহুল ছবিগুলো"
"টয় স্টোরি"- খেলনার আড়ালে মানুষের গল্প !!!
"WAR HORSE"- যুদ্ধ জয়ের গল্প !!! (মুভি FULL-VIEW)
"শিশু/কিশোরদের নিয়ে তৈরি অসাধারন কিছু মুভি"---(ডাউনলোড লিঙ্ক সহ)
"আমার প্রিয় কিছু HISTORICAL-WAR বেইজড মুভি".....
* গান/লিরিক্স বিষয়ক-
"৭১-এর জ্বালাময়ী সকল গানের লিরিক্স"-(বিজয় দিবসের বিশেষ পোস্ট)
"সর্বকালের সেরা ৫০০ গানের লিস্ট"
"আমার প্রিয় কিছু গানের লিরিক্স"
* ফান/স্যাটায়ার/কোলাজ-
"এক কথায় প্রকাশ"-সচিত্র ভার্সন !!!
"কিং-কং রিমেক".... !!! (একটি Y.K মুভি)
"দৃশ্যের আড়ালে অভিনেতাদের মনের কথা" !!!
"এমন যদি হয়"---!!!(এডিটিংয়ের শিকার,সেলিব্রেটিরা নির্বিকার)
* সাহায্যমূলক/আবেদনমূলক-
"বাঁচাও পৃথিবী"...!!! (২০১১-সালে আমার শেষ পোস্ট- ঘটনাচিত্র)
"১২টি ধাপে- ফিরে আসুন ধোঁয়াটে জগত থেকে"...
"এখনও সুযোগ আছে" (অ্যানিমেল অ্যাবিউস বা পশু-পাখিদের উপর অত্যাচার বন্ধের জন্য এই স্লাইড শো-টা বানিয়েছিলাম)
* ঘটনা চিত্র-
"এখনও সুযোগ আছে"___(একটি ঘটনাচিত্র)
"একটি দিনের অবসান, মানুষের জীবন ও কিছু নৈতিক শিক্ষা"- (একটি ঘটনাচিত্র)
* জানা- অজানা
"ব্লগ এবং ব্লগিং-এর ইতিহাস"____ (জানা- অজানা কিছু তথ্য)
"বিশ্ব-শান্তির চিহ্ন"-(Peace symbol- এর জানা-অজানা)
"পৃথিবীর সবচেয়ে দামি কিছু রেস্টুরেন্ট"
"পৃথিবীর সবচেয়ে 'পাওয়ারফুল' ১০জন ব্যাক্তি"
"ট্যানগ্রাম- পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও জটিল PUZZLE"...!!!
"বারমুডা ট্রায়াঙ্গল"...পৃথিবীর শ্রেষ্ঠ রহস্য যা আজও অমীমাংসিত
"ইতিহাসের কিছু বিখ্যাত নর-খাদক"
"অসাধারন কিছু বাচ্চাদের কথা".....
কিছু খেলনা,যা সামর্থ্যের বাইরেই রয়ে গেলো...
"কলমেও প্রযুক্তির ছোঁওয়া"......
* ছবি ব্লগ-
"অদেখা কিছু প্রানি"......(পিক্ পোস্ট)
"আজব যতো স্থাপনা"......!!!!
"নিত্যদিনের ব্যাবহৃত কিছু জিনিষকে নতুনভাবে দেখা"
* গল্প/প্রবন্ধ-
"সেই আশ্চর্য চেরাগ এবং আমি"....(সমসাময়িক কিছু ঘটনার আলোকে একটি রস-রচনা)
"পিতা".....(বিদেশী গল্পের ছায়া অবলম্বনে একটি ছোট গল্প)
যে আলো নেভেনা কখনও...(এক মুক্তিযোদ্ধার গল্প)
"অসমাপ্ত ক্ষুধা"....(ক্ষুধার রকমফের নিয়ে একটি বিশ্লেষণমুলক গল্প)
বাস্তবিক অবাস্তবতা...........
"ক্ষুধার্ত ক্ষোভ"....(বিখ্যাত একটি ফটোগ্রাফ থেকে অনুপ্রানিত হয়ে লেখা ছোট গল্প)
"অসংজ্ঞায়িত"...
"একটি প্রবাদ, ও আধুনিক প্রেমের গল্প"....
"ও"....(সত্য ঘটনা অবলম্বনে একটি ছোট গল্প)
* সর্বশেষে আমার ওয়ান এন্ড অনলি "আজব যতো চিন্তাভাবনা" -
'ডিজিটাল ফুলের দোকান' !!!
"থিওরি অফ ইমেজিনেশন" by ইউসুফ খান...!!!
"উটপাখি নয়, মানুষের জীবন চাই">(মানুষের জীবন কি চাইলেই পাওয়া যায়???)-১৬ ডিসেম্বর উপলক্ষে একটি জ্বালাময়ী পোস্ট
অবশেষে...."যুদ্ধাপরাধীদের শাস্তি"!!!(Powered by- জনতা)
-------------------------------------------------------------------------------
১ বছরে অনেক কিছু নিয়েই পোস্ট দিয়েছি। যতটুকু পেরেছি ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি। কতটুকু সার্থক হয়েছি- জানি না। সে দায়িত্ব আমি আমার সম্মানিত সহব্লগারদের উপরই ছেড়ে দিতে চাই এবং সকল ব্লগারদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারন, তাদের ভালো লাগা, মন্দ লাগাই আমাকে এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে। অতএব, তারাই ঠিক করে নেবে আমার সার্থকতা, অথবা ব্যার্থতা।
শেষ যে কথা না বললেই নয়-
আমাদের উচিত ব্লগটাকে সঠিকভাবে কাজে লাগানো। নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি এখানে অনেক বেশী। যেটা এর জনপ্রিয়তাকে অনেকাংশে কমিয়ে দিচ্ছে। ভেবে দেখুন, প্রতিদিন কতো কতো নতুন প্রতিভাবান ব্লগার যুক্ত হচ্ছে আমাদের সাথে। তাদের কাছ থেকে আমরা নতুন কিছু পাওয়ার অপেক্ষায় আছি। অথচ তারা যদি নিজেদের মধ্যকার এই কাঁদা ছোড়াছুড়ি, গালাগালি দেখে ব্লগ থেকে বিদায় নেয়, সেটাতে কিন্তু আমাদেরই ক্ষতি। দেশ ও জাতির স্বার্থে তারা হয়তো কিছু করতে পারতো যেটার সুযোগ আমরাই নষ্ট করে দিচ্ছি। কি লাভ হচ্ছে এতে? ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি। তাই, নতুন-পুরাতন সবার কাছে অনুরোধ- এই সম্ভাবনাটাকে নষ্ট করবেন না। প্রত্যেককে নিজ দায়িত্বে গড়ে তুলতে হবে সুন্দর ও সাবলীল একটি ব্লগিয় পরিবেশ। যে পরিবেশে, আলটিমেটলি বাস করতে হবে আমাদেরকেই।
সবাইকে আবারও ধন্যবাদ সাথে থাকার জন্য।
- ইউসুফ খান
সামহোয়্যার ইন...ব্লগ