হ্যাঁ ছেলের বিয়ের বয়স হয়েছে, স্বচ্ছল ও হয়েছে, পরিবারের দায়িত্ব নেয়ার যোগ্যতা ও হয়েছে। কিন্তু পছন্দ অনুযায়ী মেয়ে পাচ্ছেন না। এই সমস্যাটা আমাদের প্রায় মিডেল ক্লাস পরিবারের মধ্যে কমবেশী সবারই আছে। প্রেম করার মত বা বন্ধু হবার মত অনেক মেয়েকেই পাওয়া যায়,
যখনই কোন ছেলে বিয়ে করতে যায় তখনই ছেলে মেয়ে পছন্দ করতে হলে দেখে মেয়ের ফ্যামিলি কেমন,
মেয়ে মাধুরীর মত সুন্দর না হলে ও চলবে,
কিন্তু মেয়েকে লম্বা হতে হবে,
মেয়ে সব পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা,
মেয়ের বয়স ঠিক আছে কিনা,
মেয়ের কোন প্রেম আছে কিনা,
মেয়ের পড়াশুনা কতটুকু,
মেয়ের কথাবার্তা ঠিক আছে কিনা,
মেয়ের শরীরের গঠন ঠিক আছে কিনা,
আবার কোন কোন পরিবার দেখে একজনের আয়ে ঢাকা শহরে চলা কঠিন তাই দুজনে মিলে চাকুরি করলে কিছুটা স্বচ্ছল থাকতে পারবে তাই মেয়ের চাকুরি করার মানসিকতা আছে কিনা,
মেয়ে পরিবারের সাথে অর্থাৎ মেয়ের শ্বশুর শ্বাশুড়ির সাথে পরিবারে মানিয়ে নিতে পারবে কিনা,
ইত্যাদি ইত্যাদি সব দেখে শুনে বিয়ে করতে চায়।
কিন্তু সব দেখতে গেলে আর ব্যাটে বলে কখনোই মিলবে না, তখন হয়তো অর্ডার দিয়ে মেয়ে বানিয়ে নিতে হবে।
তখন অনেক কিছু ছাড় দিতে হয়, বর্তমান সমাজে একটা কথা সত্যি যে, অনেক সুন্দর মেয়ে বিভিন্ন যায়গায় পছন্দ করার মত আছে কিন্তু বিয়ে করার মত মেয়ে খুঁজে পাওয়া অনেক দূরহ ব্যাপার।
তাই হয়েতো বা বিয়ে করতে হলে ছেলেরা অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু কিছুই করার থাকেনা কারন বিয়েতো করতেই হবে। কার ও কপালে পড়ে সুখ কারো বা অশান্তি এই নিয়েই চলছে আমাদের জীবন।
তাই বলছি সব কিছু চাইলে আর বিয়ে করতে হবে না তাহলে হয়তো বিয়ে ছাড়াই থাকতে হবে। তবে হ্যাঁ বেশী বাচবিচার করবেন না। আর বেশী চাওয়া পাওয়ার আশাও করবেন না। অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। মেয়ে পছন্দ হয়ে গেলে তখন আর মেয়ের দোষ ধরার চেষ্টা করবেন না। মেয়ে এবং আপনি দুজনে নিজেদের মত করে জীবন সাজিয়ে নেয়ার চেষ্টা করবেন।
আজ এই পর্যন্তই। আরেকদিন অন্য পর্ব নিয়ে লিখব। ভালো থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫