রে চার্লস ঃ ২৩সেপ্টেম্বর ১৯৩০ সালে আমেরিকার জর্জিয়াতে জন্ম নেয়া এই আফ্রোআমেরিকান শিল্পী হছেন soul music এর অগ্রপথিক। জন্মের সাত বছরের মাথায় তিনি দৃষ্টিশক্তি হারান। দুচোখের আলো হারানো রে চার্লস পড়াশোনা করেন Florida School for the Deaf and the Blind. এবং সেখানেই তার সঙ্গিত প্রতিভার পরিচয় পাওয়া যায়। স্কুলে থাকা অবস্থায় তিনি স্থানীয় বেতারে গান করতেন। মা বাবা মারা জাবার পর ১৫ বছর বয়সে তিনি নাইটক্লাবে ৪ ডলার প্রতি রাত হিসেবে পিয়ানো বাজাতেন এবং blues. Jazz ইত্যাদি গান গাইতেন। ১৯৫৩ থেকে ১৯৫৮ এর মাঝে তিনি গান করেন Atlantic Records এ। তার নতুন গায়কী ধরন কান্ট্রি মিউজিক এ নতুন ধারা সৃষ্টি করে। গানের মাঝে একই সাথে হতাশা, বঞ্চনা ও মুক্তির আশার টান দুটিই তার গানে ফুটে
উঠেছে। তার অসাধারন কিছু গান হচ্ছে ঃ আমার মতে
I Got a Woman
What'd I Say
Georgia on My Mind
I Can't Stop Loving You
America the Beautiful
এবং আর অনেক আমি নিতান্ত এক সাধারন শ্রোতা. তার কিছু গানের লিরিক আমাকে মোহাবিষ্ট করে রাখে।
Georgia on My Mindএই গানটি বর্তমানে আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের প্রাদেশিক সঙ্গিত বলে বিবেচিত। ২০০৭ সালে জর্জিয়াতে রে চার্লস এর ব্রোঞ্জ মূর্তি স্থাপিত হয়। তাকে বলা হয় master of sound. 1981 সালে তাকে Hollywood Walk of Fame প্রদান করা হয়। ১৯৮৬ সালে লাভ করেন rock and roll hall of Fame।১৯৮৭ সালে লাভ করেন Grammy Lifetime Achievement Award।
তার মূর্তি
২০০৪ সালে তার জীবন নিয়ে তৈরি হয় সিনেমা ray charls. যাতে তার নাম ভূমিকায় অভিনয় করা Jamie Fox x পান ২০০৫ সালের সেরা অভিনেতার বিভাগে অস্কার ।
সুরের মহান এই কারিগর বিয়ে করেছিলেন দুইবার। তিনি নেশা করতেন। ১৯৬৪ সালে তার মাদক নেওয়ার বিষয়টি ধরা পরে। তাকে পাঁচ বছরের জন্য রিহাব করা হয়েছিল।
তিনি দাবা খেলতেও ভাল পারতেন।
২০০৪ সালের ১০ই জুন ক্যালিফোর্নিয়াতে তিনি লিভার সিরোসিস এ মারা যান। ৭৩ বছরের সুদীর্ঘ জীবনে তিনি দিয়ে গেছেন কিছু অমর সুর ও অসাধারণ কিছু গান
প্রেসিডেন্ট রিগান এর সাথে
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২২