আমি যেদিন একটি কাজে পাসপো্ট্র্ অফিসে গিয়ে তাদের ঘুষ নিতে দেখলাম তখন মনেমনে প্রতিঙ্গা করেছিলাম, আমি পাসপোট্র্ অফিসার হলে আমার পক্ষে যতখানি সম্ভব দূর্নিতী বন্ধ করবো। কিন্ত্ এখন আমি পাসপোর্ট অফিসার, মনে হয় তালিকা করলে সেরা ৫ দুর্নীতিবাজের মধ্য আমি থাকব।



ঢাকার রাস্তায় জ্যামে পড়ে ভাবছিলাম, যদি কোনদিন যোগাযোগ মন্তী হই সেদিন ঢাকার জ্যামকে গনা পাঠিয়ে দিব। সময়ের বিবরতনে আজ আমি যোগাযোগ মন্তী। ধ্যাত কি যে বলেন না, জ্যাম সরানোর সময় কোতায়? আমার ব্যালান্স ট্রান্সফার করেই সময় পাই না।



বি,পি,এস,সি সহ সকল সরকারী চাকুরীতে সীমাহীন দুর্নীতি দেখে বি,পি,এস,সির চেয়ারমিন হতে চেয়ে ছিলাম,যাতে আমার মত মেধাবী চরিত্রবান মানুষ গুলো দেশের হাল ধরতে পারে। আল্লাহ আমার আশা পুরণ করেছে।




আমাদের এই ছোট দেশে আমরাই তো কিছু না কিছু হই। তবে এত অনিয়ম কেন?কেন??কেন???
আমরা উচ্চ শিক্ষা নিয়ে কোথায় যাচ্ছি? সভ্য হতে নাকি ..... জাহান্নামে
